For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডাকবিভাগের পশ্চিমবঙ্গ সার্কেলে শতাধিক নিয়োগ! বিভিন্ন পদের জন্য বিজ্ঞপ্তি

ডাকবিভাগের পশ্চিমবঙ্গ সার্কেলে (West Bengal Postal Circle) নিয়োগে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, শর্টিং অ্যাসিস্ট্যান্ট, পোস্টম্যান পদে এই নিয়োগ হবে। এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে খেলোয়াড় কোটায় নিয়ো

  • |
Google Oneindia Bengali News

ডাকবিভাগের পশ্চিমবঙ্গ সার্কেলে (West Bengal Postal Circle) নিয়োগে (recruitment) বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, শর্টিং অ্যাসিস্ট্যান্ট, পোস্টম্যান পদে এই নিয়োগ হবে। এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে খেলোয়াড় কোটায় নিয়োগের জন্য। বিজ্ঞপ্তি অনুযায়ী ভারতীয় নাগরিকদের মধ্যে থেকে মেরিটোরিয়াস স্পোর্টসপার্সনরা নির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতে এইসব পদে আবেদন করতে পারেন।

শূন্যপদ

শূন্যপদ

পোস্টাল অ্যাসিস্ট্যান্ট পদে শূন্য পদ রয়েছে ৫১ টি, শর্টিং অ্যাসিস্ট্যান্ট পদে শূন্য পদ ২৫ টি এবং পোস্টম্যান পদে শূন্য পদ ৪৮ টি। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এই নিয়োগ করা হবে। যে যে খেলায় পারদর্শী হলে এই পদে নিয়োগের জন্য আবেদন করা যাবে, তার তালিকা মূল্য বিজ্ঞপ্তিতে দেওয়া আছে।

শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা

শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা

পোস্টার অ্যাসিস্ট্যান্ট
এইপদের জন্য আবেদন করতে গেলে কোনও স্বীকৃত বোর্ড কিংবা প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ হতে হবে। এছাড়াও সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত ছয় মাসের কম্পিউটার ট্রেনিং কোর্স করতে হবে। এপ মঘ্যে সব থেকে বড় যে যোগ্যতা লাগবে, তা হল রাজ্য, জাতীয় কিংবা আন্তর্জাতিক স্তরে ইউনিভার্সিটি স্পোর্টস বোর্ড কিংবা অল ইন্ডিয়া স্কুল গেমে অংশগ্রহণের সার্টিফিকেট থাকতে হবে। ২৪ ডিসেম্বরের নিরিখে বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। তবে সংরক্ষিত আসনে সরকারি নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে।

পোস্টম্যান
এক্ষেত্রেও যোগ্যতা ও বয়সসীমা আগের মতেই। তবে সঙ্গে বাড়তি হিসেবে লাগবে বৈধ লাইট ভেহিকল বা টু হুইলার লাইসেন্স।

বেতন

বেতন

পোস্টাল অ্যাসিস্ট্যান্ট ও সর্টিং অ্যাসিস্ট্যান্টের জন্যে ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা। এছাড়াও রয়েছে অন্য ভাতা। পোস্টম্যান পদের জন্য ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা, সঙ্গে অন্য ভাতা।

আবেদেন

আবেদেন

নির্দিষ্ট বয়ানে আবেদন করতে হবে। আবেদন গ্রহণের শেষ তারিখ ২৪ ডিসেম্বর, ২০২১। আবেদনপত্রের সঙ্গে সব প্রয়োজনীয় নথির অ্যাটেস্টেড কপি দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে আবেজনের ফি হিসেবে ১০০ টাকার চালান জমা দিতে হবে। যে কোনও কম্পিউটারাইজট পোস্টঅফিসে চালান জমা দেওয়া যাবেন। তফশিলি জাতি, উপজাতি ও মহিলা প্রার্থীদের কোনও আবেদন ফি লাগবে না। তবে আবেদনপত্র, চালানের কপি এবং প্রার্থী পদের জন্য প্রয়োজনীয় নথি রেডিস্টার্ড কিংবা স্পিড পোস্টে পাঠাতে হবে। পাঠানোর ঠিকানা O/o Chief Postmaster General, West Bengal Circle, Kolkata-700012.

তবে আবেদনকারী অবশ্যই মূল বিজ্ঞপ্তিটি দেখে তবেই আবেদন করবেন। https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_15112021_WB.pdf

আবহাওয়ার খবর: ১২ জেলায় হাল্কা বৃষ্টির পূর্বাভাস, কবে ফিরবে শীত? একনজরে বাংলার জেলাগুলির আপডেটআবহাওয়ার খবর: ১২ জেলায় হাল্কা বৃষ্টির পূর্বাভাস, কবে ফিরবে শীত? একনজরে বাংলার জেলাগুলির আপডেট

English summary
West Bengal Postal Circle will recruit Postal Assistants, Shorting Assistants and Postmen under Sports Quota
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X