৪৮টি শূন্যপদ পূরণের জন্য বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ বোর্ড
৪৮টি শূন্যপদ পূরণের জন্য বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ বোর্ড। অ্যাসিস্ট্যান্ট এনভায়োর্নমেন্টাল ইঞ্জিনিয়ার, জুনিয়র এনভায়োর্নমেন্টাল ইঞ্জিনিয়ার সহ সাতটি বিভাগে চাকরিপ্রার্খীদের আবেদন করতে বলা হয়েছে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ ডিসেম্বর ধার্য করা হয়েছে।

কোন কোন বিভাগে শূন্যপদ
১) অ্যাসিস্ট্যান্ট এনভায়োর্নমেন্টাল ইঞ্জিনিয়ার - ৫টি শূন্যপদ
২) জুনিয়র এনভায়োর্নমেন্টাল ইঞ্জিনিয়ার - ১২টি শূন্যপদ
৩) এনভায়োর্নমেন্টাল অ্যানালিস্ট - ৩টি শূন্যপদ
৪) সিনিয়র অ্যাকাউন্টস ক্লার্ক - ৫টি শূন্যপদ
৫) অ্যাকাউন্টস ক্লার্ক - ৩টি শূন্যপদ
৬) ল্যাব অ্যাসিস্ট্যান্ট - ৭টি শূন্যপদ
৭) জুনিয়র এনভায়োর্নমেন্টাল অ্যাসিস্ট্যান্ট - ১৩টি শূন্যপদ
শিক্ষাগত যোগ্যতা
ডিপ্লোমা হোল্ডার, সেকেন্ডারি, সিনিয়র সেকেন্ডারি, গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট।
প্রয়োজনীয় যোগ্যতা
১) অ্যাসিস্ট্যান্ট এনভায়োর্নমেন্টাল ইঞ্জিনিয়ার - স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেট্রিক্যাল/ বায়োটেকনোলজি/ কেমিক্যাল/ সিভিল/ মেকনিক্যাল/ এনভায়োর্নমেন্টাল/ ইনস্ট্রুমেন্টেশন/ অটোমোবাইলে ব্যাচেলার ডিগ্রি কিংবা পাবলিক হেল্ফ ইঞ্জিনিয়ারিং।
২) জুনিয়র এনভায়োর্নমেন্টাল ইঞ্জিনিয়ার - স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেট্রিক্যাল/ বায়োটেকনোলজি/ কেমিক্যাল/ সিভিল/ মেকনিক্যাল/ এনভায়োর্নমেন্টাল/ ইনস্ট্রুমেন্টেশন/ অটোমোবাইলে ব্যাচেলার ডিগ্রি কিংবা পাবলিক হেল্ফ ইঞ্জিনিয়ারিং।
৩) এনভায়োর্নমেন্টাল অ্যানালিস্ট - স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এনভায়োর্নমেন্টাল সায়েন্স/ জিওলোজি/ বায়োলোজি/ জুয়োলোজি/ বোটানি/ কেমিস্ট্রি/ মাইক্রোবায়োলোজি/ ফিজিক্স/ বায়োকেমিস্ট্রি/ বায়োটেকনোলোজিতে ব্যাচেলার ডিগ্রি।
৪) সিনিয়র অ্যাকাউন্টস ক্লার্ক - স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমার্সে ব্যাচেলার ডিগ্রি।
৫) অ্যাকাউন্টস ক্লার্ক - মাধ্যমিক পাস।
৬) ল্যাব অ্যাসিস্ট্যান্ট - উচ্চমাধ্যমিক পাস।
৭) জুনিয়র এনভায়োর্নমেন্টাল অ্যাসিস্ট্যান্ট - মাধ্যমিক পাস।
বয়স : ১৮ থেকে ৩৭ বছর বয়সের চাকরীপ্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদন জমা দেওয়ার শেষ তারিখ : ৩০ ডিসেম্বর ২০২০
আবেদন করা যাবে : www.wbpcb.gov.in ওয়েবসাইটে