রাজ্য পুলিশে হাজারেরও বেশি সাব ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি
পশ্চিমবঙ্গ পুলিশে হাজারেরও বেশি সাব ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছ। কোন শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন, তা জানিয়ে দেওয়া হয়েছে। কীভাবে এবং কবের মধ্যে আবেদন করতে হবে, তাও বিজ্ঞপ্তিতে লিখে দেওয়া হয়েছে।

মোট শূন্যপদ
শূন্যপদ ১০৮৮। তার মধ্যে আনআর্মড ব্রাঞ্চে ৭৫৩ জন পুরুষ ও ১৫০ জন মহিলা প্রার্থী নিয়োগ করা হবে। আর্মড ব্রাঞ্চে ১৮৫ জন পুরুষ প্রার্থী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীকে গ্র্যাজুয়েট হতে হবে। যে কোনও ব্যাচেলর ডিগ্রির প্রার্থী আবেদন করতে পারবেন।
অন্যান্য যোগ্যতা
বাংলা ভাষা লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে।
শারীরিক গঠন (পুরুষ)
১) সাধারণ প্রার্থীদের উচ্চতা ন্যূনতম ১৬৭ সেন্টিমিটার হতে হবে। ওজন থাকতে হবে ন্যূনতম ৫৬ কেজি। বুকের ছাতি ন্যূনতম ৭৯ সেন্টিমিটার চওড়া হওয়া আবশ্যক।
২) গোর্খা, গারওয়াল এবং রাজবংশী প্রার্থীদের উচ্চতা ন্যূনতম ১৬০ সেন্টিমিটার হতে হবে। ওজন থাকতে হবে ন্যূনতম ৫২ কেজি। বুকের ছাতি ন্যূনতম ৭৬ সেন্টিমিটার চওড়া হওয়া আবশ্যক।
শারীরিক গঠন (মহিলা)
১) সাধারণ প্রার্থীদের উচ্চতা ন্যূনতম ১৬০ সেন্টিমিটার হতে হবে। ওজন থাকতে হবে ন্যূনতম ৪৮ কেজি।
২) গোর্খা, গারওয়াল এবং রাজবংশী প্রার্থীদের উচ্চতা ন্যূনতম ১৫৫ সেন্টিমিটার হতে হবে। ওজন থাকতে হবে ন্যূনতম ৪৫ কেজি।
বয়স
জেনারেল : ২০ থেকে ২৭ বছর
তপশিলি জাতি/উপজাতি : ২০ থেকে ৩৩ বছর
ওবিসি : ২০ থেকে ৩০ বছর
আবদনের দিন
১) ২০২১ সালের ২২ জানুয়ারি থেকে অনলাইনে আবেদন করা যাবে।
২) অনলাইনে আবেদন করার শেষ তারিখ ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি।
পরীক্ষার ফি
১) জেনারেল : ২৭০ টাকা
২) অনগ্রসর সম্প্রদায় : ২০
৩) অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড ও নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে। কিংবা ব্যাঙ্ক চালান কাটতে হবে।
কীভাবে প্রার্থী নির্বাচন
১) প্রিলিমিনারি পরীক্ষা (২০০ নম্বর)।
২) শারীরিক মাপঝোক ও শারীরিক সক্ষমতার পরীক্ষা।
৩) চূড়ান্ত কম্বাইন্ড প্রতিযোগিতামূলক পরীক্ষা (২০০ নম্বর : তিনটি পত্র)
৪) পার্সোনালিটি টেস্ট (৩০ নম্বর)
৫) স্বাস্থ্য পরীক্ষা