পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরে ফার্মাসিস্ট নিয়োগের বিজ্ঞপ্তি জারি
রাজ্য স্বাস্থ্য দফতরে প্রচুর ফার্মাসিস্ট নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কতগুলি শূন্যপদ এবং কবের মধ্যে আবেদন করা যাবে, তা ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ও বয়সের চূড়ান্ত সময়সীমা কত, তাও জানানো হয়েছে। বিস্তারিত জেনে নেওয়া যাক।

কোন পদে চাকরির সুযোগ
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফরে ফার্মাসিস্ট গ্রেড ৩ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
শূন্যপদ কত
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফরে ৯০টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
কোথা থেকে আবেদন
রাজ্যের সব জেলা থেকে আবেদন করা যাবে।
শিক্ষাগত যোগ্যতা
১) পদার্থবিদ্যা, রসায়ণ, অঙ্ক/জীব বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে।
২) স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে ২টি ডিপ্লোমা কোর্স।
৩) পশ্চিমবঙ্গ ফার্মেসি কাউন্সিলের অধীনে নথিভূক্ত 'এ' ক্যাটাগরির ফার্মাসিস্ট।
বয়সের মাত্রা
জেনারেল : ৩৯ বছরের বেশি নয়
ওবিসি : ৪২ বছরের বেশি নয়
এসসি/এসটি : ৪৪ বছরের বেশি নয়
বেতন
পে লেভেল : ৯
বেসিক : প্রতি মাসে ২৮৯০০ টাকা
এইচআরএ : প্রতি মাসে ৩৪৬৮ টাকা
ডিএ : প্রতি মাসে ৮৬৭ টাকা
মেডিক্যাল অ্যালাওন্স : প্রতি মাসে ৫০০ টাকা
গ্রস : প্রতি মাসে ৩৩,৭৩৫ টাকা
নির্বাচন প্রক্রিয়া
উচ্চ মাধ্যমিক : ৬০ নম্বর
ফার্মেসিতে দুই বছরের ডিপ্লোমা কোর্স : ১২ নম্বর
ফার্মেসিতে ব্যাচেলর ডিগ্রি : ১৩ নম্বর
ফার্মেসিতে মাস্টার ডিগ্রি : ১৫ নম্বর
অভিজ্ঞতা : ১০ নম্বর
ইন্টারভিউ : ১৫ নম্বর
পরীক্ষার ফি
জেনারেল : ১৬০ টাকা
গুরুত্বপূর্ণ দিন
আবেদন শুরুর দিন : ২২/০১/২০২১
শেষ দিন : ০৩/০৩/২০২১