
West Bengal Govt Recruitment: ডিরেক্টরেট অফ টেক্সটাইলসে চাকরি! নিয়োগ ওয়াক-ইন-ইন্টারভিউয়ে
পশ্চিমবঙ্গ সরকারের ডিরেক্টরেট অফ টেক্সটাইলস হ্যান্ডিক্রাফট ডিভিশনে বেশ কিছু নিয়োগের জন্য বিজ্ঞাপন দিয়েছে। কোনও লিখিত পরীক্ষা নয়, শুধুমাত্র ওয়াক-ইন-ইন্টারভিউয়ে এই নিয়োগ করা হবে।

শূন্যপদের সংখ্যা
ডিরেক্টরেট অফ টেক্সটাইলস নিয়োগের যে বিজ্ঞপ্তি দিয়েছে, তাতে বলা হয়েছে ক্লাস্টার ডেভেলপমেন্ট এগজিকিউটিভ হিসেবে তিনজনকে নিয়োগ করা হবে। মাস্টার্স ট্রেনার হিসেবে নিয়োগ করা হবে তিনজনকে। এছাড়াও হেল্পার হিসেবে তিনজনকে নিয়োগ করা হবে।

বয়সসীমা ও বেতন
ক্লাস্টার ডেভেলপমেন্ট এগজিকিউটিভের ক্ষেত্রে বয়স হতে হবে ৩৮ বছরের মধ্যে। অন্যদিকে মাস্টার্স ট্রেনার এবং হেল্পার পদে বয়সের সীমা হতে হবে ৪৫ বছরের মধ্যে। এই তিন পদের ন্যূনতম বেতন ১৫ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৩৫ হাজার টাকা।

নিয়োগ প্রক্রিয়া
এক্ষেত্রে আবেদনকারীদের কোনও লিখিত পরীক্ষা নেওয়া হবে না। ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে এই নিয়োগ করা হবে। যেখানে এই ওয়াক ইন ইন্টারভিউ হবে, তা হল ডিরেক্টরেট অফ টেক্সটাইলস, সপ্তম তল, এনএস বিল্ডিং, ব্লক এ, কেএস রায় রোড, কলকাতা ৭০০০০১।

যেসব নথি লাগবে
এই ওয়াক-ইন-ইন্টারভিউতে যেসব নথি লাগবে তা হল, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, বাসস্থানের প্রমাণপত্র, আধার কার্ড-ভোটার কার্ডের মতো -পরিচয়পত্র, জাতিগত শংসাপত্র, আগেকার কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র। আবেদন করার আগে আবেদনকারীকে নিয়োগে বিজ্ঞপ্তিটি ভার করে পড়ে নিতে অনুরোধ করা হচ্ছে।https://www.westbengalhandloom.org/htm/home.html
(ছবি সৌজন্য: ওয়েস্ট বেঙ্গল ল্যান্ডলুম ওয়েবসাইট)