For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কর্মরত অবস্থায় মৃত্যুতে ঘনিষ্ঠ আত্মীয়কে দেওয়া হবে চাকরি, ভোটের মুখে মাস্টারস্ট্রোক মমতার

কর্মরত অবস্থায় মৃত্যুতে ঘনিষ্ঠ আত্মীয়কে দেওয়া হবে চাকরি, ভোটের মুখে মাস্টারস্ট্রোক মমতার

  • |
Google Oneindia Bengali News

ভোটের মুখে কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে শেষ বাজেটে একগুচ্ছ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ঘোষণা করেছেন নয়া প্রকল্পের। আজ সোমবারও আরও ৭২ হাজার কোটি টাকার নয়া প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে প্রায় বিপুল সংখ্যায় কর্মসংস্থান তৈরি হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার ভোটের আগে সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশকর্মীদের মন পাওয়ার চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের মুখে মন্ত্রিসভার বৈঠক ছিল। সেখানেই সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশ কর্মীদের মন পেতে বড়সড় সিদ্ধান্তে অনুমোদন দিল মন্ত্রিসভা।

ঘনিষ্ট আত্মীয়কেও চাকরি দেবে সরকার

ঘনিষ্ট আত্মীয়কেও চাকরি দেবে সরকার

ভোটের মুখে কার্যত মাস্টারস্ট্রোক মমতা সরকারের। বেতন বৃদ্ধি সহ একাধিক বিষয়ে ক্ষোভ রয়েছে সিভিক ভলান্টিয়ারদের। নানান ক্ষোভ রয়েছে ভিলেজ পুলিশকর্মীদের। যা মাঝে মধ্যেই প্রকাশ্যে চলে আসে। শুধু তাই নয়, গত লোকসভা নির্বাচনেও যার প্রভাব পড়েছে। সেখানে দাঁড়িয়ে সিভিক এবং ভিলেজ পুলিশ কর্মীদের ক্ষোভ প্রশমণের চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী।

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, কর্মরত অবস্থায় যদি সিভিক ভলান্টিয়ার কিংবা ভিলেজ পুলিশকর্মীদের মৃত্যু হয় তাহলে ঘনিষ্ট আত্মীয়কেও চাকরি দেবে সরকার। দীর্ঘদিন সরকারি কর্মচারীরা এই সুযোগ সুবিধা ভোগ করতেন। এবার সেই সুবিধা পাবেন অস্থায়ী পুলিশকর্মীরাও। সরকার মনে করছে এতে কাজের প্রতি উৎসাহ বাড়বে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, চাকরি পাওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজের নাম নথিভুক্ত করে আবেদন করতে হবে। সব দিক খতিয়ে দেখার পরেই মিলবে চাকরি।

দেড় কোটি কর্মসংস্থান

দেড় কোটি কর্মসংস্থান

ভোটের মুখে কর্মসংস্থানে জোর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার খেলোয়াড়দের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "আগামী পাঁচ বছরে দেড় কোটি কর্মসংস্থান করব"। কীভাবে তা সম্ভব? সে বিষয়ে দিশাও দেখিয়েছেন মুখ্যমন্ত্রী। আজ সোমবার ৭২ হাজার কোটি টাকার নয়া প্রকল্পের ঘোষণা করেছেন তিনি। পুরুলিয়ার রঘুনাথাপুরে শিল্প নগরী থেকে কলকাতা চর্ম নগরী প্রকল্পের উদ্বোধন হবে। এছাড়াও একগুচ্ছ নয়া প্রকল্পের ঘোষণা। মঙ্গলবার মাটি তীর্থের উদ্বোধন থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন হবে। আর সেই সমস্ত জায়গাতে বহু কর্মসংস্থানের রাস্তা খুলে যাবে বলে মনে করা হচ্ছে।

পার্শ্ব শিক্ষক এবং শিক্ষক নিয়োগ

পার্শ্ব শিক্ষক এবং শিক্ষক নিয়োগ

বিধানসভা ভোটের আগে কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে সমস্ত জায়গায় ক্ষোভ রয়েছে তাতে কিছুটা হলেও মলম লাগাচ্ছেন মুখ্যমন্ত্রী। তেমনই পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রটি। ভোটের দিকে তাকিয়ে একদিকে শিক্ষক নিয়োগের কথা বললেন অন্যদিকে পার্শ্বশিক্ষকদেরও দাবি মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রী। বাজেটে মমতার প্রস্তাব, প্রতি বছর রাজ্যের পার্শ্ব শিক্ষকদের ৩ শতাংশ হারে বেতন বৃদ্ধি করা হবে৷ একই সঙ্গে অবসরের পর, অর্থাৎ ৬০ বছর পূর্ণ হলে অবসরকালীন ভাতা হিসাবে এককালীন ৩ লক্ষ টাকা এক্স গ্রেসিয়া পাবেন পার্শ্ব শিক্ষকরা। এই জন্যে আগামী পাঁচবছরের জন্যে বেশ কয়েকশ কোটি টাকা বরাদ্দের কথা বলেন মুখ্যমন্ত্রী। এছাড়াও একাধিক স্কুল তৈরি হবে। একাধিক ভাষাতে হবে সেই সমস্ত স্কুল। সেখানে বিপুল পরিমানে শিক্ষক নিয়োগের কথা বলেছেন মুখ্যমন্ত্রী।

English summary
West Bengal govt takes big decision for Civic Volunteers and Village Police jobs
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X