For Quick Alerts
For Daily Alerts
পিএসসির মাধ্যমে পশ্চিমবঙ্গে ইঞ্জিনিয়ার পদে নিয়োগ
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পদে ৩৪টি শূন্যপদ রয়েছে। আগ্রহী প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারেন আগামী ১ ফেব্রুয়ারি ২০২১ এর আগে। রাজ্য সরকারের পূর্ত দপ্তরের ওয়েবসাইট থেকে এই আবেদন করা যাবে।

অনলাইনে আবেদন করা যাবে ১১ জানুয়ারি ২০২১ থেকে। আবেদনের শেষ তারিখ ১ ফেব্রুয়ারি। ওই দিনের মধ্যেই ফি জমা দিতে হবে। অফলাইনে ইউবিআই ব্যাঙ্কের যে কোনও শাখায় ফি জমা দেওয়া যেতে পারে ২ ফেব্রুয়ারির মধ্যে। চালান তৈরির শেষ তারিখ ১ ফেব্রুয়ারি।
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পদে ৩৪টি পদ রয়েছে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার ডিগ্রি থাকতে হবে। বেতনক্রম হবে ১৫৬০০ টাকা থেকে ৪২০০০ টাকা, সঙ্গে ৫৪০০ টাকার গ্রেড পে।