For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

WBJEE 2022 Response Sheet: প্রকাশিত হল responses sheet! রইল খুঁটিনাটি তথ্য

খুব শিঘ্রই প্রকাশিত হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, ২০২২ (West Bengal Joint Entrance Examination, WBJEE 2022) -এর ফলাফল। এমনটাই মনে করা হচ্ছে। এই বিষয়ে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে দিন

  • |
Google Oneindia Bengali News

খুব শিঘ্রই প্রকাশিত হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, ২০২২ (West Bengal Joint Entrance Examination, WBJEE 2022) -এর ফলাফল। এমনটাই মনে করা হচ্ছে। এই বিষয়ে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে দিন ঘোষণা করা হবে বলেই খবর।

তবে এর মধ্যেই পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড, WBJEEB -এর তরফে WBJEE 2022 -এর responses sheet জারি করা হয়েছে। যা পরীক্ষার্থীদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ।

জমা দিতে হবে ফিস-

জমা দিতে হবে ফিস-

নেট ব্যাঙ্কিং/ক্রেডিট কার্ড/ডেবিট কার্ডের মাধ্যমে পর্যালোচনার জন্য প্রার্থীদের ৫০০ টাকা জমা দিতে হবে। তবে এই টাকা কখনই ফেরত যোগ্য নয় কিন্তু। টাকা যতক্ষণ না পর্যন্ত সঠিক ভাবে জমা পড়বে ততক্ষন কোনও সমীক্ষা করা হবে না বলে জানানো হয়েছে।

WBJEE 2022: এভাবে আবেদনকারীরা আপত্তি জানানো যাবে-

WBJEE 2022: এভাবে আবেদনকারীরা আপত্তি জানানো যাবে-

প্রার্থীরা নিচের ধাপগুলো অনুসরণ করে আপত্তি জানাতে পারেন।

স্টেপ ১: সবার আগে WBJEE এর সরকারি ওয়েবসাইট wbjee.nic.ইন ক্লিক করতে হবে।

স্টেপ ২: ওয়েবসাইটে দেওয়া WBJEE Response Sheet -এর উপরে ক্লিক করতে হবে।
স্টেপ ৩: সমস্ত ডিটেল দিয়ে অনলাইনে লগ ইন করতে হবে।

স্টেপ ৪: responses sheet দেখে যা বক্তব্য তা জানাতে পারবেন আবেদনকারীরা।

স্টেপ পাঁচ: এই সংক্রান্ত ফিস জমা দিতে হবে।

স্টেপ ছয়: সমস্ত পক্রিয়া শেষ হলে কনফার্মেশন অপশনে ক্লিক করতে হবে এবং ডাউনলোড করে নিতে হবে প্রিন্ট।

জরুরি তথ্য -

জরুরি তথ্য -

WBJEEB উপরোক্ত তারিখ এবং সময়ের পরে সংশোধনের জন্য কোনো চ্যালেঞ্জ/অনুরোধ গ্রহণ করবে না। আরও সম্পর্কিত বিশদের জন্য প্রার্থীরা WBJEEB-এর অফিসিয়াল সাইট চেক করতে পারেন।

জরুরি তথ্য

জরুরি তথ্য

মেধা তালিকা প্রকাশ হবে WBJEE-এর ফলাফল গত বছর ৬ অগস্ট প্রকাশ করা হয়েছিল। তবে এই পরীক্ষা ১৭ জুলাই নেওয়া হয়েছিল। তবে বলে রাখা প্রয়োজন, ২০২০ সালে এই পরীক্ষা ফেব্রুয়ারি মাসের ২ তারিখ নেওয়া হয়েছিল। আর সেই সময়ে অনেক আগেই ফলাফলও প্রকাশ করা হয়। আর তা হয় ৭ অগস্ট। WBJEEB WBJEE 2022- এর আবেদনকারীর স্কোরের উপর ভিত্তি করে একটি মেরিট লিস্ট তৈরি করা হয়। পেপার বা বিষয়ের উপর ভিত্তি করে এবং প্রাপ্ত নম্বরের ভিত্তিতে দুটি পৃথক মেধাক্রম প্রকাশ করা হবে বলেও জানা যাচ্ছে।

English summary
response sheet of WBJEE 2022 released, know the details
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X