For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

RAW এজেন্ট হিসাবে দেশের জন্যে কাজ করতে চান? কীভাবে নিয়োগ হয় এই বিভাগে?

RAW এজেন্ট হিসাবে দেশের জন্যে কাজ করতে চান? কীভাবে নিয়োগ হয় এই বিভাগে?

  • |
Google Oneindia Bengali News

Best Career Option: অনেক ক্ষেত্রেই সিনেমা হোক কিংবা ওয়েব সিরিজে পছন্দের অভিনেতা কিংবা অভিনেত্রীকে RAW এজেন্ট হিসাবে কাজ করতে দেখা গিয়েছে! একজন RAW এজেন্ট দেশের প্রতি দায়বন্ধ হয়ে থাকেন। এমনকি দেশের জন্যে যে কোনও পরিস্থিতিতে প্রাণ দিতেও তৈরি থাকেন। তবে সিনেমা কিংবা ওয়েব সিরিজে RAW এজেন্টদের কার্যকলাপ অনেক ক্ষেত্রে যুবকদের অনুপ্রেরণা দিয়ে থাকে। তবে RAW হিসাবে কাজ অন্যতম চ্যালেঞ্জিং চাকরি। কিন্ত্য কীভাবে RAW এজেন্ট হিসাবে কাজ করা যায়?

RAW আসলে কি?

RAW আসলে কি?

RAW হল ভারতের গুপ্তচর সংস্থা। দেশের নিরাপত্তা সহ একাধিক ইস্যুতে কাজ করে থাকা RAW অর্থাৎ Research and Analysis Wing। তবে নিরাপত্তার স্বার্থে সবটাই গোপন রেখে কাজ করে থাকে এই সংস্থা। এই সংস্থাতে যারা কাজ করে থাকেন তাদের RAW এজেন্ট হিসাবে কাজ করে থাকেন। অনেক ক্ষেত্রে নাম-পরিচয় গোপন রেখে দেশের বাইরেও এই সমস্ত এজেন্টরা কাজ করে থাকেন। ভারতের বিরুদ্ধে কোথাও কোনও চক্রান্ত হচ্ছে কিনা গোপনে থেকে খোঁজ চালানোটাই বড় কাজ এই সমস্ত এজেন্টদের। দেশ এবং দেশের মানুষকে সুরক্ষিত রাখাটাই বড় দায়িত্ব তাঁকে এই সমস্ত এজেন্টদের কাঁধে।

এক নজরে Raw Agent -দের বৈশিষ্ঠ

এক নজরে Raw Agent -দের বৈশিষ্ঠ

দেশের পাশাপাশি অন্যান্য দেশের নিরাপত্তা সংক্রান্ত তথ্যও রেখে থাকেন গোয়েন্দা বিভাগ। 'র' এজেন্টের জন্যে সিভিল সার্ভিস কিংবা পুলিশ বিভাগ থেকে দক্ষ লোককে বেছে নেওয়া হয়। তবে এই সমস্ত আধিকারিকদের অনেক স্ট্রোং এবং অ্যাক্টিভ হতে হয়। সবদিক থেকে প্রখর হতে হয়। দেশের নিরাপত্তার জন্য 'র' এজেন্টকে সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার, আইপিএস অফিসার, সিআইডি অফিসার হিসেবে কাজ করতে হয়। তবে অনেক ক্ষেত্রে 'র' হিসাবে যিনি কাজ করছেন সেই ব্যক্তির পরিবারও জানতে পারেন না অনেক কিছুই।

এই স্কিল থাকাটা খুব জরুরি-

এই স্কিল থাকাটা খুব জরুরি-

একজন Raw Agent হিসাবে কাজ করতে গেলে সংশ্লিষ্ট প্রার্থীর অতিরিক্ত কিছু স্কিল থাকারে হয়। যেমন কম্পিউটার হ্যাকিংয়ের মতো কাজ, একাধিক বিদেশী ভাষা জানতে হয়। এছাড়াও যে কোনও পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকতে হবে। যে কোনও অবস্থাতে দেশের জন্যে প্রাণ দিতে তৈরি থাকতে হয় একজন এজেন্টকে।

বেতন-

বেতন-

Raw Agent হিসাবে কাজ করতে যে কোনও মান্যতা প্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট কিংবা পোস্ট গ্র্যাজুয়েট করতে হবে। এসএসসি, আইপিএস এই সমস্ত ক্ষেত্রে প্রস্তুতি থাকতে হবে। যদি বেতনের কথা বলা হয় তাহলে বেশ কিছু সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, লাখ টাকা বেতন দেওয়া হয় এজেন্টকে। তবে এক্ষেত্রে বেতন বড় কথা নয়! দেশের জন্যে ভালোবাসাটাই বড় কথা একজন এজেন্টের কাছে।

কেন্দ্রীয় সরকারি সংস্থায় DGPM-এ শতাধিকের ওপরে চাকরি! শুরুতেই বেতন দেড়লক্ষের ওপরে কেন্দ্রীয় সরকারি সংস্থায় DGPM-এ শতাধিকের ওপরে চাকরি! শুরুতেই বেতন দেড়লক্ষের ওপরে

English summary
Want to know how a RAW agent recruited? know the process
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X