For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

BSF Recruitment 2021: চ্যালেঞ্জ নিতে ভালোবাসলে যোগ দিন বিএসএফে, মাধ্যমিক পাশে একাধিক শূন্যপদে নিয়োগ

BSF Recruitment 2021: চ্যালেঞ্জ নিতে ভালোবাসলে যোগ দিন বিএসএফে, মাধ্যমিক পাশে একাধিক শূন্যপদে নিয়োগ

  • |
Google Oneindia Bengali News

দেশের জন্যে কিছু কাজ করার ইচ্ছা আছে? চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন? তাহলে যোগ দিতে পারে বর্ডার সিকিউরিটি গার্ডে। গ্রুপ সি পদের জন্যে ব্যাপক নিয়োগ করতে চলেছে বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF) । ইতিমধ্যে BSF-এর তরফে এই বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেকটর, হেড কনস্টেবল সহ একাধিক পদের (BSF Recruitment 2021) জন্যে নিয়োগ করা হবে। ইতিমধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। জীবনে চ্যালেঞ্জ নিতে ভালোবাসলে এখনই আবেদন করো।

দীর্ঘদিন ধরে দেশে করোনা পরিস্থিতি চলেছ। ফলে সমস্ত নিয়োগ বন্ধ ছিল। অর্থনীতিও একটা বড় কারণ ছিল। যদিও ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। আর তা হতেই ফের একবার নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে। সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে এই নিয়োগ শুরু হিয়েছে।

আবেদন শুরু হয়ে গিয়েছে।

আবেদন শুরু হয়ে গিয়েছে।

অনলাইনের মাধ্যমে আবেদন করা হবে। গত মাস অর্থাৎ ১৫ নভেম্বর থেকে এই পদের জন্যে আবেদন শুরু হয়ে গিয়েছে। বিএসএফের রিক্রটমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট rectt.bsf.gov.in লিঙ্কে ক্লিক করতে হবে। এই নিয়োগের মাধ্যমে মোট ৭২টি (BSF Group C Recruitment 2021) শূন্যপদের জন্যে নিয়োগ করা হবে। ফলে সময় সীমিত এর মধ্যেই আবেদনের কথা বলা হয়েছে। মাথায় রাখতে হবে ২৯ ডিসেম্বরের মধ্যে এই আবেদন করতে হবে।

কী বলছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী?

কী বলছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী?

টিকাকরণ শুরুর একবছরেরও কম সময়ে এই মাইলস্টোনে পৌঁছোল ভারত। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য বলেন, ' অত্যন্ত গর্বের একটি মুহূর্ত। আমরা প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৫০ শতাংশের সম্পূর্ণ টিকাকরণ করতে পেরেছি।'

করোনার বিরুদ্ধে লড়াইয়ে এগোচ্ছে ভারত!

করোনার বিরুদ্ধে লড়াইয়ে এগোচ্ছে ভারত!

করোনার বিরুদ্ধে লড়াইতে ভারতের অবস্থা এখন খুব একটা মন্দ নয়। পরিসংখ্যানে চোখ রাখলে বোঝা যাবে, ধীরে ধীরে সুস্থ হচ্ছে দেশ। শনিবার অবধি দেশের মোট সক্রিয় কেসের সংখ্যা ৯৯ হাজার ৯৭৪ জন। ২০২০ সালের মার্চে করোনা আছড়ে পড়ার পর থেকে যা কিনা সর্বনিম্ন৷ গত ৬০ দিন ধরে দৈনিক পজেটিভিটি রেট ২ শতাংশের নিচে থাকছে। গত ২০ দিন ধরে এটি থেকেছে ১ শতাংশের নিচে।

সংক্রমণ বাড়ছে বেশ কিছু জেলায়!

সংক্রমণ বাড়ছে বেশ কিছু জেলায়!

তবে এতকিছুর পরেও চিন্তা থেকেই যাচ্ছে। দেশের ৩০টি জেলায় বাড়ছে করোনা। এই কারনেই ওড়িশা, কেরল, জম্মু-কাশ্মীর, তামিলনাড়ু, মিজোরাম, কর্নাটক সরকারকে চিঠি লিখেছেন কেন্দ্রীত স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ। সংশ্লিষ্ট রাজ্য প্রশাসন যাতে ঝুঁকিপূর্ণ জেলাগুলির রিপোর্ট কেন্দ্রকে পাঠায়, তার নির্দেশ দিয়েছেন তিনি। ওমিক্রনের প্রাদুর্ভাবের জেরে সেই জেলাগুলির সমস্ত নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্যও পাঠাতে বলা হয়েছে সেই চিঠিতে৷


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Want to join BSF, Madhyamik pass can apply for the job, know the details
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X