For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মালদার District Legal Services Authority-তে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

মালদার District Legal Services Authority-তে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

  • |
Google Oneindia Bengali News

মালদার District Legal Services Authority-তে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কবে থেকে কবের মধ্যে কীভাবে আবেদন করা যাবে, তা বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। কোন শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন, তাও বলা হয়েছে। এই কাজের জন্য প্রার্থীর কী অভিজ্ঞতা প্রয়োজন, নিয়োগ সংক্রান্ত কোনও ফি দিতে হবে কিনা, তাও বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। নির্বাচিত হলে কত টাকা বেতন পাওয়া যাবে এবং আবেদনের সঙ্গে কী কী তথ্য জমা দিতে হবে, সে ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

মালদার District Legal Services Authority-তে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

বিজ্ঞপ্তি নম্বর : 1521/DLSA/2021

মোট শূন্যপদ : ৩

কোন কোন শূন্যপদ
১) লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট কাম অ্যাকাউন্ট কাম অফিসার মাস্টার (Lower Division Assistant- cum Accountant-cum -Officer Master) - ১

২) লোয়ার ডিভিশন অ্য়াসিস্ট্যান্ট কাম ক্যাশিয়ার (Lower Division Assistant-cum- Cashier) - ১

৩) গ্রুপ ডি (Group D) - ১

কোথা থেকে আবেদন
১) রাজ্যের যে কোনও প্রান্ত থেকে আবেদন করা যাবে।

২) আবেদনকারীকে ভারতের নাগরিক হতে হবে।

চাকরির মেয়াদ : চুক্তির ভিত্তিতে স্বল্প সময়ের জন্য কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা
১) লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট কাম অ্যাকাউন্ট কাম অফিসার মাস্টার (Lower Division Assistant- cum Accountant-cum -Officer Master) - প্রার্থীকে ১২ ক্লাস পাস হতে হবে। কম্পিউটার জ্ঞান থাকা আবশ্যক। এক মিনিটে ২০ শব্দ টাইপ করার দক্ষতা।

২) লোয়ার ডিভিশন অ্য়াসিস্ট্যান্ট কাম ক্যাশিয়ার (Lower Division Assistant-cum- Cashier) - প্রার্থীকে ১২ ক্লাস পাস হতে হবে। কম্পিউটার জ্ঞান থাকা আবশ্যক। এক মিনিটে ২০ শব্দ টাইপ করার দক্ষতা।

৩) গ্রুপ ডি (Group D) - স্বীকৃত স্কুল বোর্ড থেকে অষ্টম শ্রেণি পাস।

বয়সসীমা
১) বয়সের নিম্নসীমা - ১৮ বছর

২) বয়সের উর্ধ্বসীমা - ৩৭ বছর

৩) ওবিসি প্রার্থীদের বয়সে তিন বছরের ছাড়।

৪) এসসি/এসটি প্রার্থীদের বয়সে ৫ বছরের ছাড়।

আবেদনের ফি
১) লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট কাম অ্যাকাউন্ট কাম অফিসার মাস্টার (Lower Division Assistant- cum Accountant-cum -Officer Master) - ৩০০ টাকা

২) লোয়ার ডিভিশন অ্য়াসিস্ট্যান্ট কাম ক্যাশিয়ার (Lower Division Assistant-cum- Cashier) - ৩০০ টাকা

৩) গ্রুপ ডি (Group D) - ২০০ টাকা

বেতন
১) লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট কাম অ্যাকাউন্ট কাম অফিসার মাস্টার (Lower Division Assistant- cum Accountant-cum -Officer Master) - প্রতি মাসে ১৩,৫০০ টাকা

২) লোয়ার ডিভিশন অ্য়াসিস্ট্যান্ট কাম ক্যাশিয়ার (Lower Division Assistant-cum- Cashier) - প্রতি মাসে ১৩,৫০০ টাকা

৩) গ্রুপ ডি (Group D) - প্রতি মাসে ১২০০০ টাকা

প্রার্থী নির্বাচন পদ্ধতি
১) লিখিত পরীক্ষা (Written Test)

২) কম্পিউটার টেস্ট (Computer Test) (গ্রুপ ডি ছাড়া)

৩) ভাইভা (Viva Voce test)

গুরুত্বপূর্ণ দিন
১) আবেদন জমা নেওয়া শুরু - ১৭/০৯/২০২১

২) আবেদন জমা দেওয়ার শেষ দিন - ১৫/১১/২০২১

৩) পরীক্ষার দিন পরে জানানো হবে।

৪) পরীক্ষার ১০ দিন আগে অ্যাডমিট কার্ড দেওয়া হবে।

আবেদনের পদ্ধতি
১) অফলাইনে আবেদন করতে হবে।

২) আবেদন করার ঠিকানা : Office Of the Chairman, District Legal Service Authority, Malda.

৩) স্পিড বা রেজিস্ট্রি পোস্ট করতে হবে। ড্রপ বক্সেও আবেদন ফেলা যেতে পারে।

৪) https://www.malda.gov.in/sites/default/files/notice/2021-09/scan0778-2-8.pdf লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়ে নিন।

৫) অফিসিয়াল ওয়েবসাইট - https://www.malda.gov.in

English summary
Various staffs will be recruited District Legal Services Authority of Malda,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X