For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Job News: UPSC আলাদা পরীক্ষা নেবে ভারতীয় রেলের জন্য! ২০২৩ থেকে শুরু

ভারতীয় রেলওয়ে ম্যানেজমেন্ট সার্ভিসে ( Indian Railways Management Service) নিয়োগ করা হবে একটি বিশেষভাবে পরিকল্পিত পরীক্ষার মাধ্যমে। এমনটাই জানিয়েছে রেলমন্ত্রক। ২০২৩ সাল থেকে এই পরীক্ষা নেবে ইউপিএসসি।

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় রেলওয়ে ম্যানেজমেন্ট সার্ভিসে ( Indian Railways Management Service) নিয়োগ করা হবে একটি বিশেষভাবে পরিকল্পিত পরীক্ষার মাধ্যমে। এমনটাই জানিয়েছে রেলমন্ত্রক। ২০২৩ সাল থেকে এই পরীক্ষা নেবে ইউপিএসসি।

যেসব ধাপে নিয়োগ

যেসব ধাপে নিয়োগ

ভারতীয় রেলওয়ে ম্যানেজমেন্ট সার্ভিসে প্রথমে একটি স্ক্রিনিং টেস্ট হবে। এরপর লিখিত পরীক্ষা। তারপর নেওয়া হবে ইন্টারভিউ। এই পরীক্ষার দ্বিতীয় পর্যায়ে অংশগ্রহণ করতে গেলে প্রার্থীদের সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষায় বসতে হবে।

চারটি পেপারে রচনাধর্মী প্রশ্ন

চারটি পেপারে রচনাধর্মী প্রশ্ন

  • ভারতীয় রেলওয়ে ম্যানেজমেন্ট সার্ভিসের পরীক্ষায় রচনাধর্মী চারটি পেপার থাকবে।
  • পার্ট ওয়ানে সংবিধানের অষ্টম তফশিলে অন্তর্ভুক্ত ভাষাগুলি থেকে যে কোনও একটি ভারতীয় ভাষাকে বেছে নিতে হবে। এর জন্য থাকবে ৩০০ নম্বর। এটি হল পেপাপ এ। এরপর পেপার বি-এ ৩০০ নম্বরের ইংরেজি পরীক্ষা দিতে হবে।
  • পার্ট টু-এ ঐচ্ছিক বিষয় ১ ও ২-এ ২৫০ নম্বর করে পরীক্ষা দিতে হবে। পার্ট থ্রিতে হবে পার্সোনালিটি টেস্ট, যেটি হবে ১০০ নম্বরের।
ঐচ্ছিক বিষয়

ঐচ্ছিক বিষয়

ঐচ্ছিক বিষয় হিসেবে যেগুলিকে নেওয়া যাবে, সেগুলি হল সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কমার্স এবং অ্যাকাউন্টেন্সি।

সিলেবাস

সিলেবাস

এই পেপারগুলির সিলেবাস হবে ইউপিএসসি আয়োজিত সিভিল সার্ভিস পরীক্ষার মতোই।

সর্বকালের ১০০ সেরার তালিকায় সত্যজিৎ রায়ের 'পথের পাঁচালি'! ভারতের একমাত্র চলচ্চিত্র ফের বিশ্বের দরবারেসর্বকালের ১০০ সেরার তালিকায় সত্যজিৎ রায়ের 'পথের পাঁচালি'! ভারতের একমাত্র চলচ্চিত্র ফের বিশ্বের দরবারে

English summary
UPSC will take seperate Exam on Indian Railway Management service from 2023, says Ministry of Railways
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X