For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আগামী ৫ বছরে ৬০ লক্ষ কর্মসংস্থান হবে দেশে, বাজেটে ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

আগামী ৫ বছরে ৬০ লক্ষ কর্মসংস্থান হবে দেশে, বাজেটে ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

Google Oneindia Bengali News

পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ১ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই বছর শুরু থেকেই করোনা পরিস্থিতি, দেশের কৃষক দের অসন্তোষ আর কর্মসংস্থান, এই ত্রিফলার চোখরাঙানি ছিল কেন্দ্রীয় অর্থমন্ত্রীর উপরে। সেই মত এই বাজেট একটি বড়সড় চ্যালেঞ্জ ছিল যে সব দিক বজায় রেখে কীভাবে তিনি জনসাধারণের প্রত্যাশা পূরণ করতে পারবে। সেই মতই বাজেট শুরুর প্রথম মুহূর্ত থেকেই সকলের উৎসাহ ছিল তা নিয়ে। আর সেই প্রত্যাশা কিছুটা হলেও পূরণ করার চেষ্টা করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, এমনটাই মনে করছেন অর্থনৈতিক মহলের একাংশ।

৬০ লক্ষ চাকরির আশ্বাস

৬০ লক্ষ চাকরির আশ্বাস

কেন্দ্রীয় বাজেটে শুরু থেকেই তিনি বেশকিছু বিষয়ের উপর জোর দেন। তার মধ্যে অন্যতম হল দেশের যুব সমাজ। আগামী ৫ বছরের মধ্যে গোটা দেশে ৬০ লক্ষ কর্মসংস্থান দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির করেছেন তিনি। এই বাজেটে সব স্তরের মানুষদের বিষয়ে গুরুত্ব দেওয়ার কথাও জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই বছরের বাজেটের নাম দেওয়া হয়েছে 'অমৃত কাল'। অর্থাৎ স্বাধীনতার ৭৫ বছর থেকে ১০০ বছর, আগামী এই ২৫ বছরের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ব্যবস্থাকে মাথায় রেখে।

 আত্মনির্ভর ভারত

আত্মনির্ভর ভারত

বাজেট পেশ করতে গিয়ে বারবার তাঁর মুখে উঠে এল 'প্রধানমন্ত্রী গতিশক্তি পরিকল্পনা' এবং আত্মনির্ভর ভারত প্রকল্পের কথা। আর সেই প্রসঙ্গেই তিনি বলেন, "আত্মনির্ভর ভারত হিসেবে দেশে সম্পূর্ণ স্বীকৃতি অর্জনের জন্য প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ বা পিএলআই স্কিমটি একটি চমৎকার সাড়া পেয়েছে। আর যার দ্বারা সম্ভাবনা রয়েছে আগামী ৫ বছরে দেশে ৬০ লক্ষ নতুন কর্মসংস্থান তৈরি হওয়ার।" পাশাপাশি তিনি এও বলেন, পরবর্তী কীক্যাপ ডিজিট পাঁচ বছরে দেশের বিভিন্ন খাতে ৩০ লক্ষ কোটি অতিরিক্ত উৎপাদনের সুন্দর সম্ভাবনা রয়েছে।

করোনাযোদ্ধাদের শ্রদ্ধা

করোনাযোদ্ধাদের শ্রদ্ধা

পাশাপাশি করোনায় যারা প্রাণ হারিয়েছন তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই দিন বাজেট পেশ শুরু করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যারা মহামারীর প্রতিকূল স্বাস্থ্য এবং অর্থনৈতিক প্রভাব সহ্য করতে হয়েছে তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করার জন্য একটি মুহূর্ত স্মরণ করতে চান তিনি, সংসদে নিজের চতুর্থ বাজেট পেশ করার সময় এইভাবেই করোনায় মৃতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত

প্রসঙ্গত, বাজেট পেশের আগে, কেন্দ্রীয় মন্ত্রিসভার একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে ২০২২-২০২৩ অর্থবর্ষের বাজেট অনুমোদন করে। বাজেট বাজেট উপস্থাপনের আগে রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের সাথে দেখা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তাঁর সঙ্গে ছিলেন অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী, ভাগবত কারাদ এবং মন্ত্রকের অন্যান্য আধিকারিকরাও।

English summary
6 million jobs will be created in the country in the next 5 years, the Union Finance Minister Nirmala Sitharaman announced in the budget
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X