For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা বিধি উঠতেই বেকারত্ব কমেছে! রাজ্য ভিত্তিক CMIE-এর রিপোর্ট এক নজরে

কর্মসংস্থানের প্রশ্নে গত ১০ মাসের তুলনায় কিছুটা ভালো জায়গাতে এসেছে জানুয়ারি মাস। দেশে কর্মসংস্থান নিয়ে একটি সার্ভে করে CMIE। সংস্থার প্রকাশিত মাসিক রিপোর্ট অনুযায়ী, চলতি অর্থবছরে দেশে বেকারত্বের হার সবচেয়ে নীচে রয়েছে।

  • |
Google Oneindia Bengali News

কর্মসংস্থানের প্রশ্নে গত ১০ মাসের তুলনায় কিছুটা ভালো জায়গাতে এসেছে জানুয়ারি মাস। দেশে কর্মসংস্থান নিয়ে একটি সার্ভে করে CMIE। সংস্থার প্রকাশিত মাসিক রিপোর্ট অনুযায়ী, চলতি অর্থবছরে দেশে বেকারত্বের হার সবচেয়ে নীচে রয়েছে।

তবে জানুয়ারিতে কর্মসংস্থানের গ্রাফ ওঠার কারন হিসাবে থার্ড ওয়েভের বাড়বাড়ন্ত কমে যাওয়াই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, করোনা সংক্রান্ত বিধি উঠে যাওয়াটাও কর্মসংস্থান বাড়ার ক্ষেত্রে বড় কারণ হিসাবে মনে করা হচ্ছে।

ওমিক্রনের প্রভাব কমতে শুরু করে

ওমিক্রনের প্রভাব কমতে শুরু করে

জানুয়ারিতে ধীরে ধীরে ওমিক্রনের প্রভাব কমতে শুরু করে। আর এরপরেই সরকার একাধিক কোভিড বিধি লাঘু করে। আর তা করার ফলে নতুন করে ফের একবার রোজগার বাড়তে দেখা যায়। রিপোর্ট অনুযায়ী, বেকারত্বের হার অনেকটাই বেড়েছে। কারন গ্রামীণ এলাকায় রোজগার এবং কর্মসংস্থানের হারও বেড়েছে। মাসিক রিপোর্টে এমনটাই তথ্য জানাচ্ছে CMIE। যা দেশের বেকারত্বের সমস্যা মেটানোর ক্ষেত্রে ভালো দিক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

বেকারত্বের হার কি বলছে?

বেকারত্বের হার কি বলছে?

ধীরে ধীরে ওমিক্রনের হার কমতে শুরু করেছে। আর তা কমতে থাকায় নিষেধাজ্ঞাও একাধিক ক্ষেত্রে তুলে নেওয়া হয়েছে। অফিসে ফিরছেন কর্মচারীরা। সেখানে ভার‍তে বেকারত্বের হার জানুয়ারি ২০২২ জানুয়ারিতে কমে হয়েছে 6.57 শতাংশ। যা কিনা মার্চ ২০২১ সালের পর থেকে সর্বনিম্ন জায়গাতে রয়েছে বলে জানাচ্ছে CMIE। অর্থ ব্যবস্থার উপর নজর রাখছে এমন সংস্থা CMIE বুধবার জানুয়ারি মাসের রিপোর্ট সামনে নিয়ে এসেছে। আর এই রিপোর্ট সামনে এনে তারা বলছে, কর্মসংস্থানের ক্ষেত্রে বেকারত্বের হার তলানিতে গিয়েছে। আর তা কমে হয়েছে ৬.৫৭।

শহরে বেকারত্বের হার সর্বোচ্চ জায়গাতে

শহরে বেকারত্বের হার সর্বোচ্চ জায়গাতে

এখানেই শেষ নয়, রিপোর্ট বলছে এই মুহূর্তে শহরে বেকারত্বের হার সর্বোচ্চ জায়গাতে রয়ে গিয়েছে। CMIE- বলছে জানুয়ারি মাসে শহর এলাকাতে বেকারত্বের হার ছিল ৮.১৬ শতাংশ। যেখানে গ্রামীণ এলাকাতে এই হার ৫.৮৪ শতাংশ রয়েছে বলে জানানো হয়েছে রিপোর্টে। এর আগে গতবছর অর্থাৎ ২০২১ সালের ডিসেম্বর মাসে ৭.৯১ শতাংশে পৌঁছে গিয়েছিল বেকারত্বের হার। যেখানে শহর এলাকাতে এই হার ছিল ৯.৩০ শতাংশ। এবং গ্রামীণ এলাকাতে ৭.২৮ শতাংশে ছিল বেকারত্বের হার।

বেকারত্বের হার কোথায় কম-

বেকারত্বের হার কোথায় কম-

জানুয়ারিতে অনেকটাই বদলে গিয়েছে ছবিটা। তেলেঙ্গানাতে সবথেকে কম কর্মসংস্থান। আর দেশের মধ্যে সবথেকে বেশি বেকারত্বের হার বেশি হরিয়ানাতে। CMIE-এর তথ্য অনুযায়ী তেলেঙ্গানাতে এই মুহূর্তে এই হার 0.৭ শতাংশ। আর এর ঠিক পরেই রয়েছে গুজরাত। যেখানে বেকারত্বের হার ১.২ শতাংশ, মেঘালয়তে কর্মসংস্থানের হার ১.৫ শতাংশ এবং ওডিশাতে বেকারত্বের হার 1.8 শতাংশ রয়েছে। তবে সবাইকে পিছনে বেকারত্বের প্রশ্নে তালিকার একেবারে শীর্ষে রয়েছে হরিয়ানা। তথ্য অনুযায়ী সেখানে হার ২৩.৪ শতাংশ। আর এরপরেও রাজস্থানের জায়গা। সেখানে বেকারত্বের হার- 18.9 শতাংশ।

দেশের বেকারত্বের হার

দেশের বেকারত্বের হার

CMIE- ২০২১ ডিসেম্বরে দেশের বেকারত্বের হার নিয়ে যে রিপোর্ট দিয়েছে তাতে বলছে মোট সংখ্যা প্রায় 5.3 কোটির কাছাকাছি হতে পারে। আর এর একটা বড় অংশই মহিলারা রয়েছেন বলেও দাবি। সিএমআইই-র ম্যানেজিং ডাইরেক্টর এবং সিইও মহেশ ব্যাস দেশের বেকারত্ব নিয়ে বেশ কিছু তথ্য তুলে ধরেছেন। তিনি বলছেন, ডিসেম্বরে ৩.৫ কোটি বেকার মানুষ ভয়ঙ্কর ভাবে কাজের জন্যে খোঁজ চালিয়ে গিয়েছেন। যার মধ্যে ৮০ লাখ মহিলা ছিল বলেও দাবি তাঁর।

English summary
unemployment rate decreased after Covid rule lift CMIE details report
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X