• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ভ্রমণ পরিষেবা প্রদানকারী সংস্থা থমাস কুক ও যাত্রায় প্রায় ২০০০ কর্মী ছাঁটাই

  • |
Google Oneindia Bengali News

লকডাউন উঠে যাওয়ার পরে দেশজুড়ে আংশিকভাবে চালু হয়েছে উড়ান পরিষেবা, যদিও আন্তর্জাতিক বিমান কবে চালু হবে তার সদুত্তর নেই কারোরই কাছে। আর এরই মধ্যে বিপাকে ভ্রমণ পরিষেবা সরবরাহকারী সংস্থার কর্মীরা। থমাস কুক ও যাত্রা-র মত খ্যাতনামা সংস্থায় সর্বমোট ২০০০ কর্মীর ছাঁটাইয়ের খবর মিলেছে।

৩১ এ জুলাই পর্যন্ত বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান, তাড়াহুড়ো নয়,বার্তা শিক্ষামন্ত্রীর

আর্থিক অবস্থার ভিত্তিতে ছাঁটাই

আর্থিক অবস্থার ভিত্তিতে ছাঁটাই

সূত্রের খবর অনুযায়ী, থমাস কুক ইতিমধ্যে প্রায় ১০০০ জন কর্মী ছাঁটাই করেছে। অনলাইন ভ্রমণ পরিষেবা সরবরাহকারী পোর্টাল যাত্রা এ মাসের শুরুতেই এবিক্স-এর সাথে চুক্তি স্থগিত রেখেছে, ফলত যাত্রায় ৪০০ কর্মীর সংযুক্তিকরণ বন্ধ হয়ে গেছে। এই চুক্তির ব্যাপারে অবগত এক আধিকারিকের মতে, প্রায় ৬০০ কর্মীকে ইতিমধ্যেই বিনা বেতনে ছুটিতে পাঠিয়েছে যাত্রা। তাঁর মতে, "এই বছরে খুব একটা আশাপ্রদ ব্যবসা হওয়ার সম্ভাবনা কম, তাই যাত্রা কর্মী ছাঁটাইয়ের দিকে ঝুঁকেছে।"

যদিও আসল কারণ স্পষ্ট করেনি থমাস কুক, যাত্রার

যদিও আসল কারণ স্পষ্ট করেনি থমাস কুক, যাত্রার

সোমবার পর্যন্ত থমাস কুক ও যাত্রা, এই দুই সংস্থাই কর্মী ছাঁটাইয়ের পক্ষে কোনও ব্যাখ্যা দেয়নি। অন্যদিকে মেকমাইট্রিপ নামক একটি অন্য ভ্রমণ পরিষেবা সরবরাহকারী সংস্থার এক উচ্চপদস্থ কর্মী জানিয়েছেন, "মহামারীজনিত ক্ষতি এবং আন্তর্জাতিক ভ্রমণ পরিষেবা সংক্রান্ত অন্যান্য বিষয় খতিয়ে দেখার পরে অন্তত এটা পরিষ্কার যে এই অবস্থা কাটিয়ে উঠতে দীর্ঘ সময় দরকার।" তিনি আরও জানান, "সংস্থার আর্থিক লাভ ও ক্ষতির সামঞ্জস্য বজায় রাখার উদ্দেশ্যেই জুনের প্রথম সপ্তাহে প্রায় ৩৫০ কর্মীকে বরখাস্ত করা হয়েছে।"

কাজ হারানো কর্মীর সংখ্যাটা বাস্তবে আরও বেশি

কাজ হারানো কর্মীর সংখ্যাটা বাস্তবে আরও বেশি

ভ্রমণ পরিষেবা সরবরাহকারী সংস্থার সাথে যুক্ত একজনের মতে, মেকমাইট্রিপের বিবৃতি অনুযায়ী ৩৫০ জন সরাসরি কাজ হারালেও এই সংস্থার একাধিক ব্যবসায়িক চুক্তি রোধের জেরে অন্যান্য ছোটখাটো ক্ষেত্রে কাজ হারানো মানুষের সংখ্যা আদতে অনেকটাই বেশি। বরখাস্ত কর্মীদের কাছে পাঠানো একটি চিঠিতে মেকমাইট্রিপের প্রতিষ্ঠাতা দীপ কালরা জানিয়েছেন, "সংস্থা কবে আবার স্বাভাবিক অবস্থায় ফিরবে তা অনিশ্চিত।" অন্যদিকে এবিক্স আইএনসির সাথে প্রায় ৩৩৭.৮ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি বাতিল হওয়াতে সর্বাধিক সমস্যার সম্মুখীন হয়েছেন কর্মীরাই।

অন্যান্য দেশের সাথে যৌথভাবে পর্যটন ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করার ভাবনা

অন্যান্য দেশের সাথে যৌথভাবে পর্যটন ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করার ভাবনা

সূত্রের খবর, কেন্দ্র সরকারের পক্ষ থেকে অন্যান্য আগ্রহী দেশের সাথে আলোচনার মাধ্যমে ভ্রমণ ব্যবস্থাকে স্বাভাবিক করার ভাবনা চলছে। যেসকল দেশে লকডাউন শিথিল হয়েছে, সেইসকল দেশে ভারতীয় পর্যটক পাঠানো ও সেই দেশগুলির পর্যটকদের পরীক্ষানিরীক্ষার পরে দেশে ঢোকার অনুমতি দেওয়ার কথাও আলোচিত হচ্ছে। যদিও অন্তত এই বছরে আন্তর্জাতিক ভ্রমণ স্বাভাবিক হওয়ার আশা দেখছে না ভ্রমণ সরবরাহকারী সংস্থাগুলি। যাত্রার এক আধিকারিক জানিয়েছেন, "এই বছরে বিদেশে ছুটি কাটানোর মানসিকতা খুব অল্প মানুষেরই আছে, তাই কলসেন্টারে কর্মী ছাঁটাই হওয়াটা অবশ্যম্ভাবী।"

ট্রাম্পের অভিবাসন নীতি: প্রভাব পড়তে পারে ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীদের ওপর ট্রাম্পের অভিবাসন নীতি: প্রভাব পড়তে পারে ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীদের ওপর

English summary
Thomas Cook and yatra, travel service provider, lays off about 2000 workers,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X