For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আত্মনির্ভর ভারত গড়তে স্টার্টআপ চ্যালেঞ্জ প্রতিযোগিতার উদ্যোগ কেন্দ্রের

Google Oneindia Bengali News

বিশেষ অঞ্চলগুলিতে ৩০০টি স্টার্টআপ চিহ্নিত করার লক্ষ্যে ও তাদের কাজের জন্য ২৫ লক্ষ টাকা সহ অন্যান্য সুবিধা দেওয়ার জন্য কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ শুক্রবার সূচনা করলেন পরবর্তী প্রজন্মের জন্য স্টার্টআপ চ্যালেঞ্জ প্রতিযোগিতা '‌চুনৌতি’‌।

স্টার্টআপ চ্যালেঞ্জের উদ্যোগ


ভারতের টাওয়ার–২ শহরগুলির ওপর বিশেষ মনোযোগ দিতে এই স্টার্টঅ্যাপ ও সফটওয়্যার পণ্যের ওপর জোর দিচ্ছে সরকার। সরকার এই কর্মসূচির জন্য তিন বছরে ৯৫.‌০৩ কোটি টাকা বাজেট নির্ধারণ করেছে। এই চ্যালেঞ্জের অধীনে, মন্ত্রক নিম্নলিখিত কাজের ক্ষেত্রে এই স্টার্টআপগুলিকে আমন্ত্রণ জানাবে। এগুলি হল, - এডু–টেক, কৃষি–প্রযুক্তি এবং জনসাধারণের জন্য ফিন–প্রযুক্তি সমাধান, সাপ্লাই চেইন, লজিস্টিকস অ্যান্ড ট্রান্সপোর্টেশন ম্যানেজমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার এবং রিমোট মনিটরিং, মেডিক্যাল হেলথ কেয়ার, ডায়গনোস্টিক, প্রতিরোধ ও মানসিক যত্ন, চাকরি ও দক্ষতা, ভাষাগত সরঞ্জাম এবং প্রযুক্তি।

জানা গিয়েছে, চুনৌতির মাধ্যমে নির্বাচিত স্টার্টআপগুলিকে ভারত জুড়ে দেশের সফটওয়্যার প্রযুক্তি পার্কগুলির মাধ্যমে সরকারের বিভিন্ন সহায়তা প্রদান করা হবে। স্টার্টঅ্যাপগুলিকে ইনকিউবেশনের সুবিধা, পরামর্শদাতা, সুরক্ষা টেস্টিং সুবিধা, শিল্পে পুঁজি সংক্রান্ত বিষয়, শিল্প সংযোগের পাশাপাশি আইনী, হিউম্যান রিসোর্স (এইচআর), আইপিআর এবং পেটেন্ট বিষয়গুলিতে সহায়তা করা হবে।

এই স্টার্টআপগুলিকে শীর্ষ ক্লাউড পরিষেবার মাধ্যমে ক্লাউড ক্রেডিটের পাশাপাশি ২৫ লক্ষ টাকার তহবিল দেওয়া হবে। ছ’‌মাস এই স্টার্টআপ পরামর্শদাতাদের আওতায় থাকবে এবং ধারণা তৈরি করে তার প্রস্তাব দেবে। এই ছ’‌মাসে ইনটার্ন স্টার্টআপদের ১০ হাজার টাকা করে প্রতিমাসে দেওয়া হবে। মন্ত্রকের দেওয়া ওয়েবসাইটে ক্লিক করলেই এই স্টার্টআপের জন্য আবেদন করা যাবে।

English summary
Union Minister for Electronics and Information Technology Ravi Shankar Prasad inaugurated the start-up competition on Friday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X