For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যের শিল্প মুকুটে নতুন পালক, ১০ হাজার কোটি বিনিয়োগের ঘোষণা

রাজ্যের শিল্প মুকুটে নতুন পালক, ১০ হাজার কোটি বিনিয়োগের ঘোষণা

  • |
Google Oneindia Bengali News

সিঙ্গুর থেকে টাটা বিদায়ের পর থেকে বিশেষ বড়সড় শিল্পের মুখ দেখেনি রাজ্য। এমনকী তার জেরে বারংবার মুখও পুড়েছে রাজ্যের শাসকদল তৃণমূলের। এদিকে আসন্ন বিধানসভা নির্বাচনের মুখেই এবার রাজ্যবাসীর জন্য বড়সড় সুখবর শোনাল হিরানন্দানি গ্রুপ। ফলস্বরূপ রাজ্যের শিল্প মুকুটে নতুন পালক যুক্ত হতে চলেছে বলেই ধারণা ওয়াকিবহাল মহলের।

১০ হাজার কোটি বিনিয়োগের ঘোষণা

১০ হাজার কোটি বিনিয়োগের ঘোষণা

সূত্রের খবর, মুম্বই-ভিত্তিক হিরানন্দানি গ্রুপ সোমবার জানিয়েছে পশ্চিমবঙ্গে শিল্প ও তথ্য কেন্দ্রের পার্কগুলি উন্নয়নে তারা আগামীতে প্রায় ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে। হুগলির উত্তরপাড়া এলাকায় দু'টি প্রকল্পেই আসছে এই বড়সড় বিনিয়োগ। এ ব্যাপারে ইতিমধ্যেই হিন্দুস্থান মোটরসের সঙ্গে তারা মউ স্বাক্ষরও সেড়ে ফেলেছে বলে জানা যাচ্ছে।

 ২০২৩ সালের মধ্যেই আসছে বিনিয়োগ

২০২৩ সালের মধ্যেই আসছে বিনিয়োগ

অন্যদিকে সদ্য প্রকাশিত বিবৃতিতে এই বিনিয়োগের কথা জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কথা বিশেষ ভাবে তুলে আনে হিরানন্দানি গ্রুপ। মুখ্যমন্ত্রীর আন্তরিক চেষ্টাতেই রাজ্যে এই বিপুল অঙ্কের বিনিয়োগ আসছে বলে দাবি সংস্থাটির। আগামী ২০২৩ সালের মধ্যে ওই বিনিয়োগ আসবে রাজ্যে। মূলত ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও ডেটা সেন্টার তৈরি করতেই এই টাকা খরচ হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

 ঠিক কী ধরণের পরিকল্পনা করছে হিরানন্দানি গ্রুপ ?

ঠিক কী ধরণের পরিকল্পনা করছে হিরানন্দানি গ্রুপ ?


অন্যদিকে হিরানন্দানি গ্রুপের নিজস্ব সংস্থা 'গ্রিনবেস' হিন্দমোটরে একটি লজিস্টিকস পরিকাঠামো তৈরি করবে বলেও জানা যাচ্ছে। মূলত পণ্য মজুতকরণের জন্য তৈরি হলেও, তার সঙ্গে থাকবে নানা সুবিধা। অন্যদিকে এর সঙ্গে যে ডেটা সেন্টার তৈরি হওয়ার কথা, তা গড়বে হিরানন্দানি গ্রুপের আরও একটি সংস্থা 'ইয়োট্টা ইনফ্রাস্ট্রাকচার'।

১ হাজার মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা

১ হাজার মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা

অন্যদিকে এই বিশালাকার সেন্টার গড়তে তারা মোট ছ'টি বাড়ি বানাবে বলেও জানা যাচ্ছে। গোটা প্রকল্পটির জন্য নেওয়া হবে প্রায় ১০০ একর জমি। এই গোটা প্রকল্প থেকে প্রায় ১ হাজারের বেশি মানুষের কর্মসংস্থানও হবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে গোটা বিনিয়োগ প্রক্রিয়া ও ডেটা সেন্টার নিয়ে আশার কথা শোনা গেল এই গোষ্ঠীর সিইও দর্শন হিরানন্দানির কথা। উত্তরপাড়া-হিন্দ মোটরের ভৌগলিক অবস্থানের কথা ভেবে আগামীতে তারা এই অঞ্চল থেকে ভালো ব্যবসারও আশা রাখছেন বলে জানা যাচ্ছে।

অধীরের জোরালো তোপের নিশানায় বঙ্গ বিজেপি ও টলিউড যোগ! 'পরগাছা' প্রসঙ্গ তুলে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ অধীরের জোরালো তোপের নিশানায় বঙ্গ বিজেপি ও টলিউড যোগ! 'পরগাছা' প্রসঙ্গ তুলে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ


English summary
Hiranandani Group has announced an investment of Rs 10,000 crore in the state to set up industrial and information park
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X