For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Teacher Recruitment 2022: সর্বশিক্ষা মিশনে বিশেষ শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত, জানুন খুঁটিনাটি

সর্বশিক্ষা অভিযানে'র মাধ্যমে একাধিক বিষয়ে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত। SSA-এর মাধ্যমে গুজরাতে এই নিয়োগ করা হবে। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন আটকে ছিল নিয়োগ। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।

  • |
Google Oneindia Bengali News

SSA Gujarat Recruitment 2022: সর্বশিক্ষা অভিযানে'র মাধ্যমে একাধিক বিষয়ে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত। SSA-এর মাধ্যমে গুজরাতে এই নিয়োগ করা হবে। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন আটকে ছিল নিয়োগ। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।

এমন অবস্থায় একাধিক বিষয়ে এই শিক্ষক নিয়োগ করা হবে। খুব শিঘ্রই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। শিক্ষক পদের জন্যে এই আবেদন করা হবে বলে খবর। যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের ইতিমধ্যে আবেদন করতে বলা হয়েছে।

খুব শিঘ্রই শুরু হবে আবেদন প্রক্রিয়া

খুব শিঘ্রই শুরু হবে আবেদন প্রক্রিয়া

আগামী ২৬ মে ২০২২ থেকে এই শূন্যপদের জন্যে নিয়োগ করা হবে। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানতে এই লিঙ্কে - https://www.ssagujarat.ওআরজি- ক্লিক করতে হবে। মাথায় রাখতে হবে এই পদের জন্যে আবেদনের শেষ তারিখ আগামী ৮ জুন, ২০২২ পর্যন্ত। অনলাইনের মাধ্যমেই এই শূন্যপদের জন্যে নিয়োগ করতে হবে।

মোট কত পদে নিয়োগ

মোট কত পদে নিয়োগ

জানা যাচ্ছে মোট ১৫০০ শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। বেশ কয়েকটি পদের জন্যে (SSA Gujarat Recruitment 2022) এই নিয়োগ করা হবে। যার মধ্যে Special Educator: Cerebral Palsy (CP) - 43 জন, Special Educator: Multiple Disabilities (MD)- 530 জনকে। এবং Special Educator: Intellectual Disabilities (ID)- 927 জন রয়েছেন বলে জানা যাচ্ছে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখে নিন।

গুরুত্বপূর্ণ তথ্য-

গুরুত্বপূর্ণ তথ্য-

অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আর তা করতে হবে আগামী ২৬ মে থেকে। আর তা করা যাবে আগামী ৮ জুন পর্যন্ত।

বেতন প্রক্রিয়া

বেতন প্রক্রিয়া

এই শূন্যপদে যোগ্য প্রার্থীকে নিয়োগের ক্ষেত্রে মোটা অঙ্কের বেতন দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী খবর, প্রতি মাসে ১৫ হাজার টাকা করে তা দেওয়া হবে।

আবেদন সংক্রান্ত তথ্য-

আবেদন সংক্রান্ত তথ্য-

ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের আগামী ২৬ তারিখ থেকে আবেদন করতে বলেছে। আর তা আগামী ৮ জুন পর্যন্ত চলবে। আবেদনকারীরা আবেদন পত্রের হার্ড কপি ডাউনলোড করতে পারবে। তবে অবশ্যই এই শূন্যপদগুলির জন্য আবেদন করতে হলে বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে।

English summary
Teacher Recruitment 2022: SSA Gujarat Recruitment details in bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X