For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোনও সময়ে কাজ ছেড়ে দেওয়া মহিলাদের জন্যে ব্যাপক চাকরির সুযোগ! 'Rebegin' প্রোজেক্ট শুরু করছে TCS

যদিও এই পরিস্থিতিতে কিছুটা হলেও স্বস্তির খবর। বেশ কিছু তথ্যপ্রযুক্তি সংস্থা ধীরে ধীরে কর্মী নিয়োগ শুরু করেছে। যদিও ভারতে কর্মী নিয়োগের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে রয়েছে অ্যাকসেনচার।

  • |
Google Oneindia Bengali News

করোনা পরিস্থিতিতে কার্যত সংস্থাগুলির অবস্থা খারাপ! বন্ধ রয়েছে সমস্ত রকমের নিয়োগ। ফলে কর্মসংস্থানে বড়সড় ধাক্কা লাগতে শুরু করেছে। দেশে ক্রমশ বাড়ছে বেকারত্বের সংখ্যা।

যদিও এই পরিস্থিতিতে কিছুটা হলেও স্বস্তির খবর। বেশ কিছু তথ্যপ্রযুক্তি সংস্থা ধীরে ধীরে কর্মী নিয়োগ শুরু করেছে। যদিও ভারতে কর্মী নিয়োগের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে রয়েছে অ্যাকসেনচার।

তবে কর্মসংস্থান তৈরি করার ক্ষেত্রে দ্বিতীয় স্থানেই রয়েছে দেশের তথ্যপ্রযুক্তি সংস্থা টিসিএস (Tata Consultancy Services)।

গত কয়েকমাস আগেই গোটা দেশে প্রায় ২০ হাজার কর্মী নিয়োগ করতে চলেছে। ফের একবার নিয়োগের ঘোষণা সংস্থার। তবে এই অফার মহিলাদের জন্যে।

সবথেকে বড় নিয়োগ শুরু করছে টিসিএস

সবথেকে বড় নিয়োগ শুরু করছে টিসিএস

বি্শেষ করে মহিলাদের দিকে তাকিয়ে দেশজুড়ে 'সবথেকে বড়' নিয়োগ শুরু করতে চলেছে এই তথ্যপ্রযুক্তি সংস্থা। গোটা বিশ্বজুড়ে এই মুহূর্তে ছড়িয়ে পড়েছে এই সংস্থার কাজ।

এজন্যে প্রয়োজন প্রচুর কর্মীবল। আর সেখানে এবার মহিলাদের নিয়োগ করতে চলেছে সংস্থা। যে সমস্ত মহিলারা কর্মক্ষেত্রে নিজেদের এগিয়ে দিতে চায় তাঁদের দিকে তাকিয়ে "Rebegin" বলে একটি প্রজেক্ট শুরু করেছে সংস্থা (TCS)। ইতিমধ্যে এই প্রোজেক্টের আওতায় শুরু হয়েছে নিয়োগ। কীভাবে আবেদন করবেন রইল সমস্ত তথ্য

মহিলাদের জন্যে বড়সড় সুযোগ

মহিলাদের জন্যে বড়সড় সুযোগ

অনেক সময়েই মহিলারা কোনও ব্যক্তিগত বা পেশাগত কারণে কাজ ছেড়ে দিতে বাধ্য হন। তাঁদের মধ্যে যদি কেউ আবার নতুন করে কাজ শুরু করতে চান। কিন্তু চাইলেই তো পাওয়া যায় না। আর এখানেই মহিলাদের কাজের সুযোগ করে দিতে চায় টাটা কনসাল্টেন্সি সার্ভিসেস (TCS)।

তরফ থেকে জানানো হয়েছে, 'রিবিগিন হল সেই সব মহিলাদের জন্য একটা সুযোগ যারা কর্মক্ষেত্রে নিজেদের একটা সুযোগ পেতে চায়। তবে সুযোগ চাইলেই তো হবে না। আবেদনকারী মহিলাকে হতে হবে দক্ষ এবং অভিজ্ঞ

সহজ প্রক্রিয়াতে হবে নিয়োগ

সহজ প্রক্রিয়াতে হবে নিয়োগ

তবে আবেদনের প্রক্রিয়া সহজ রাখা হয়েছে। "single-stage interview process." এর মাধ্যমে নিয়োগ করা হবে মহিলাদের। দেশের সমস্ত বড় শহরে টিসিএসের অফিস আছে। সেখানে এই প্রজেক্টের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে।

তবে টিসিএস যেহেতু একটি তথ্যপ্রযুক্তি সংস্থা সেহেতু এই ক্ষেত্রে যে সমস্ত মহিলাদের ধারণা রয়েছে তাঁদের কাজের সুযোগ রয়েছে। কম্পিউটার এবং কম্পিউটারের ভাষা (computing language) জানাটা এই চাকরির জন্যে খুব প্রয়োজনীয়।

SQL Server DBA, LINUX Administrator, Network admin, Mainframe admin, Automation Testing, Performance Testing, Java Developer, Dotnet Developer, IOS Developer সহ আরও বেশ কয়েকটি পদের জন্যে এই কর্মী নিয়োগ করা হবে।

TCS Rebegin programme কিভাবে আবেদন করবেন

TCS Rebegin programme কিভাবে আবেদন করবেন

এই পজেক্টে যদি কাজের জন্যে আবেদন করতে চায় তাহলে প্রথমে এই সংক্রান্ত ওয়েবসাইটে ক্লিক করতে হবে।

https://www.tcs.com/careers/tcs-career-rebegin। এই ওয়েবসাইটে মোবাইল নম্বর, মেল আইডি দিয়ে রেজিস্টার করতে হবে। ইন্টারভিউ সহ সমস্ত তথ্য আবেদনকারীর মেলে পাঠিতে দেওয়া হবে সংস্থার তরফে।

তবে আবেদণকারী মহিলাকে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে নুন্যতম দুই থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

তবে এই আবেদনের জন্যে নুন্যতম শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে graduate/post-graduate ডিপ্লোমা থাকাটা বাধ্যতামূলক। আবেদনকারী যদি সিলেক্ট হয়ে যান তাহলে রেজিস্টার ইমেলে আসবে কল লেটার।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
TCS is starting recruitment process called rebegin, women to have great chances
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X