আয়কর দফতরে পরীক্ষা ছাড়াই একাধিক পদে নিয়োগ, ক্লাস ১০ পাশেও করা যাবে আবেদন
চাকরির বাজারে বড় খবর। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট (Income Tax Department) একাধিক পদের জন্যে নিয়োগ করতে চলেছে। আর এর মধ্যে (Income Tax Department Recruitment 2021) Income Tax Department স্পোর্টস কোটায় টেস্ট অ্যাসিস্টেন্স, মাল্টি টাক্সিং স্টাফ পদের জন্যে কর্মী নিয়োগ করতে চলেছে। ইতিমধ্যে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীকে আবেদন করতে বলা হয়েছে।

শেষ তারিখ চলতি মাসের ৩১ ডিসেম্বর
ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। অনলাইনের মাধ্যমে এই পদের জন্যে আবেদন করা যাবে। Income Tax Department -এর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে। ওয়েবসাইটটি হল- incometaxindia.gov.ইন। এই ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত ভাবে আবেদন করা যাবে। তবে মাথায় রাখতে হবে এই পদের জন্যে আবেদনের শেষ তারিখ চলতি মাসের ৩১ ডিসেম্বর। এরপর কেউ আবেদন করলে তা বাতিল হয়ে যাবে। এছাড়াও ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের এখনই আবেদন করুন।

মোট ৭টি শূন্যপদের জন্যে নিয়োগ
এই পদের জন্যে আবেদনের ক্ষেত্রে বিস্তারিত বিজ্ঞপ্তিটি পড়েই আবেদন করুন। বিজ্ঞপ্তিটি দেখতে এই https://www.incometaxindia.gov.in/Pages/recruitment= লিঙ্কে ক্লিক করে দেখা (Income Tax Department Recruitment 2021) যেতে পারে। বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৭টি শূন্যপদের জন্যে নিয়োগ করা হবে। ফলে এখনই আবেদন করুন।

জরুরি তথ্য
অনলাইন এবং অফলাইনের মাধ্যমেও এই পদের জন্যে আবেদন করা যাবে। তবে মাথায় রাখতে হবে ৩১ ডিসেম্বরের মধ্যেই আবেদনকারীর আবেদন পৌঁছে যাওয়া প্রয়োজন। এছাড়াও ওয়েবসাইটের মাধ্যমেও আবেদন করা যাবে। বছর শেষ তারিখের পর কোনও আবেদন গ্রাহ্য করা হবে না। ফলে দ্রুত (Income Tax Department Recruitment 2021) আবেদনের কথা বলা হয়েছে।

কোন পদের জন্যে কত আবেদন
আয়কর দফতর মোট সাতটি পদের জন্যে নিয়োগ করবে। এমনটাই বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী টেক্স অ্যাসিস্ট্যান্ট পদের জন্যে পাঁচ জনকে নিয়োগ করা হবে। এবং মাল্টি টাস্কিং পদের জন্যে দুটি শূন্যপদ। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে ভালো করে বিজ্ঞপ্তিটি পড়ে নিন। তবে টেক্স অ্যাসিস্ট্যান্ট পদের জন্যে আবেদনকারীর নুন্যতম বয়স ১৮। তবে সর্বোচ্চ ২৭ বছর পর্যন্ত আবেদন করা যাবে। তবে মাল্টি টাক্সিং পদের জন্যে সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত আবেদন করা যাবে।

শিক্ষাগত যোগ্যতা
মোট সাতটি পদের জন্যে এই নিয়োগ করা হবে। টেক্স অ্যাসিস্ট্যান্ট পদের জন্যে আবেদনকারীকে গ্র্যাজুয়েট হতেই হবে। যে কোনও মান্যতাপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট থাকলেই আবেদন করা যাবে। ডেটা এন্ট্রির স্পিড থাকতে হবে। এছাড়াও মাল্টি টাক্সিং পদের জন্যে আবেদনকারীকে ক্লাস ১০ পাশ করতেই হবে। এছাড়াও সমকক্ষ কোনও পরীক্ষা পাশ করলেও আবেদন করা যাবে এই পদগুলির জন্যে। তবে শিক্ষাগত বিষয়ে আরও বিস্তারিত জানতে ভালো করে বিজ্ঞপ্তিটি পড়ে নিন। এবং আবেদন করুন।