For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতা পুলিশে সাব ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি, বিস্তারিত জেনে নিন

কলকাতা পুলিশে সাব ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি, বিস্তারিত জেনে নিন

  • |
Google Oneindia Bengali News

কলকাতা পুলিশে পুরুষ ও মহিলা সাব ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কবে থেকে কবের মধ্যে কীভাবে আবেদন করা যাবে, তা বলে দেওয়া হয়েছে। কোন শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন, তাও বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

কলকাতা পুলিশে সাব ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি, বিস্তারিত জেনে নিন

বিজ্ঞপ্তি নম্বর : 14/2021/WBPRB

মোট শূন্যপদ : ২০৮

কোন শূন্যপদ : সাব ইন্সপেক্টর (পুরুষ ও মহিলা)

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
১) আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েট হতে হবে।

২) বাংলা লিখতে, পড়তে ও বলতে জানতে হবে।

বয়সসীমা
১) জেনারেল - ২০ থেকে ২৭ বছর

২) ওবিসি - ২০ থেকে ৩০ বছর

৩) এসসি/এসটি - ২০ থেকে ৩৩ বছর

আবেদনের ফি
১) জেনারেল - ২৭০ টাকা

২) এসসি/এসটি - ২০ টাকা

৩) ডেবিট/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা জমা দিতে হবে।

বেতন
১) পে লেভেল ১০

২) নতুন আরওপিএ ২০১৯ বেসিক পে - ৩২,১০০ টাকা

৩) এইচআরএ - ৩৮৫২ টাকা (বেসিক পে-র ১২ শতাংশ)

৪) ডিএ - ৯৬৩ টাকা

৫) মেডিক্যাল - ৫০০ টাকা

৬) গ্রস - ৩৭,৪১৫ টাকা

শারীরিক সক্ষমতা
১) পুরুষ - উচ্চতা ১৬৭ সেমি, ওজন ৫৬ কেজি, ছাতি ৭৯ সেমি (ফুলিয়ে ৮৪ সেমি)। গোর্খা, গারওয়াল ও রাজবংশী এবং এসটি-দের জন্য উচ্চতা ১৬০ সেমি, ওজন ৫২ কেজি ও ছাতি ৭৬ সেমি (ফুলিয়ে ৮১ সেমি)।

মহিলা - উচ্চতা ১৬০ সেমি, ওজন ৪৮ কেজি। গোর্খা, গারওয়াল, রাজবংশী, এসটি প্রার্থীদের জন্য উচ্চতা ১৫৫ সেমি, ওজন ৪৫ কেজি।

শারীরিক দক্ষতার পরীক্ষা
১) পুরুষ প্রার্থীদের ৩ মিনিটে ৮০০ মিটার দৌড়তে হবে।

২) মহিলা প্রার্থীদের ২ মিনিটে ৪০০ মিটার দৌড়তে হবে।

প্রার্থী নির্বাচন পদ্ধতি
১) প্রিলিমিনারি পরীক্ষা (২০০ নম্বর)

২) ফিজিক্যাল মেসারমেন্ট টেস্ট

৩) ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট

৪) মেইন বা ফাইনাল পরীক্ষা (২০০ নম্বর)

৫) পার্সোনালিটি টেস্ট (৩০ নম্বর)

৬) মেডিক্যাল পরীক্ষা

গুরুত্বপূর্ণ দিন
১) আবেদন জমা নেওয়া শুরু - ১৯/০৭/২০২১

২) আবেদন জমা দেওয়ার শেষ দিন - ১৯/০৮/২০২১

আবেদনের পদ্ধতি
১) অনলাইনে আবেদন করতে হবে।

২) আবেদন জমা দেওয়ার আগে ফি জমা দিতে হবে।

৩) পরীক্ষা পদ্ধতি, নম্বর, প্রশ্নের বিভাগ জানতে https://drive.google.com/file/d/1dI5T_nHEewNqvc2CPX1eXrCfOihXRcPM/view লিঙ্কে ক্লিক করতে হবে।

৪) https://drive.google.com/file/d/1QIXhzJUXUyItCEwRZD1H8XgUhhAXkSNZ/view লিঙ্কে ক্লিক করে সিলেবাস জানা যাবে।

৫) https://wbprb.applythrunet.co.in/PostDetail.aspx?E=9PmmH5xzgb%2bC08uj8hAzfA%3d%3d লিঙ্কে ক্লিক করে অনলাইনে আবেদন করা যাবে।

English summary
Sub Inspectors will be recrutied in Kolkata Police, check the details
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X