For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ৩৯৮ জন ম্যানেজার নিয়োগের বিজ্ঞপ্তি

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ৩৯৮ জন ম্যানেজার নিয়োগের বিজ্ঞপ্তি

  • |
Google Oneindia Bengali News

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই-তে ৩৯৮ জন ম্যানেজার নিয়োগ করা হবে। পাঁচটি পৃথক বিজ্ঞপ্তি জারি করে এই চাকরির খবর জানানো হয়েছে। কী আবেদন করতে হবে, কত টাকা ফি, সেসবই স্টেট ব্যাঙ্ক ইন্ডিয়ার বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এক নজরে সেগুলি দেখে নেওয়া যাক।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ৩৯৮ জন ম্যানেজার নিয়োগের বিজ্ঞপ্তি

১) CRPD/SCO/2020-21/27 বিজ্ঞপ্তির অধীনে ক্রেডিট প্রোসিডিওর ম্যানেজার নিয়োগ করা হবে। দুটি শূন্যপদ পূরণের ক্ষেত্রে প্রার্থীর এমবিএ/পিজিডিএম/পিজিডিবিএ/সিএ/সিএফএ/এফআরএম-এ অন্তত ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

২) CPRD/SCO/2020-21/28 বিজ্ঞপ্তির অধীনে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সিস্টেম), ডেপুটি ম্যানেজার (সিস্টেম), আইটি সিকিউরিটি এক্সপার্ট, প্রোজেক্ট ম্যানেজার, অ্যাপ্লিকেশন আর্কিটেক্ট এবং টেকনিকাল লিডের ম্যানেজার পদে নিয়োগ করা হবে। ২৩৬টি পদ পূরণ করা হবে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সিস্টেম) পদের জন্য বয়সসীমা ৩০ বছর। ডেপুটি ম্যানেজার (সিস্টেম) জন্য বয়সসীমা ৩৩ বছর এবং বাকি পদগুলির জন্য বয়সের উর্ধ্বসীমা ৩৮।

৩) CPRD/SCO/2020-21/29 বিজ্ঞপ্তির অধীনে সিকিউরিটি অ্যানালিস্ট ও সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট ম্যানজার পদে নিযোগের করা হবে। ১০০টি শূন্যপদ পূরণের জন্য প্রার্থীর বিই/বিটেক (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স/ইনফরমেশন টেকনোলজি/ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন) অথবা এমসিএ/এমএসসি (কম্পিউটার সায়েন্স)/এমএসসি (আইটি) থাকতে হবে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে বয়সের উর্ধ্বসীমা ২৮। ডেপুটি ম্যানেজার পদে বয়সের উর্ধ্বসীমা ৩৩।

৪) CPRD/SCO/2020-21/30 বিজ্ঞপ্তির অধীনে ম্যানেজার (নেটওয়ার্ক সিকিউরিটি স্পেশালিস্ট, নেটওয়ার্ক রাউটিং অ্যান্ড সুইচিং স্পেশালিস্ট) নিয়োগ করা হবে। শূন্যপদ ৩২। বয়সের উর্ধ্বসীমা ৪৫ বছর।

৫) CPRD/SCO/2020-21/31 বিজ্ঞপ্তির অধীনে ডেপুটি ম্যানেজার (ইন্টারনাল অডিট) পদে নিয়োগ করা হবে। শূন্যপদ ২৮। বয়সের উর্ধ্বসীমা ৩৫। আইসিএ থেকে চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট বা সিআইএসএ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সের মাপকাঠি : সবক্ষেত্রে ২০২০ সালের ৩১ অক্টোবর পর্যন্ত বয়স হিসেব করা হবে। শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার পরিমাপও একই।

ফি : ৭৫০ টাকা দিয়ে ফর্ম তুলতে হবে প্রার্থীদের। তপশিলি জাতি/উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ফি লাগবে না। ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে।

কী ভাবে আবেদন করবেন : http//bank.sbi/web/careers অথবা http//www.sbi.co.in/web/careers ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করা যাবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২০২১ সালের ১১ জানুয়ারি।

English summary
State Bank of India is going to recruit 398 managers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X