For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন জমা দেওয়ার শেষ দিন কবে জেনে নিন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন জমার শেষ দিন কবে জেনে নিন

  • |
Google Oneindia Bengali News

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কোন শূন্যপদের জন্য কবে থেকে কবের মধ্যে কীভাবে আবেদন করা যাবে, তা বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। কোনও শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন, তাও বলে দেওয়া হয়েছে। এই কাজের জন্য প্রার্থীর কী অভিজ্ঞতা প্রয়োজন, নিয়োগ সংক্রান্ত কোনও ফি দিতে হবে কিনা, তাও বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। নির্বাচিত হলে কত টাকা বেতন পাওয়া যাবে এবং আবেদনের সঙ্গে কী কী তথ্য জমা দিতে হবে, সে ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন জমা দেওয়ার শেষ দিন কবে জেনে নিন

বিজ্ঞপ্তি নম্বর : A2/C/6/2021

মোট শূন্যপদ :

কোন শূন্যপদ : মাইক্রো অ্যানালিস্ট (Micro Analyst)

কোথা থেকে আবেদন
১) আবেদনকারীকে নির্দিষ্ট জেলার বাসিন্দা হতে হবে।

২) আবেদনকারীকে ভারতের নাগরিক হতে হবে।

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা

১) কেমেস্ট্রিতে এমএসসি সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের কাজ করার অভিজ্ঞতা।

২) কেমেস্ট্রিতে বিএসসি সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৭ বছরের কাজ করার অভিজ্ঞতা।

চাকরির মেয়াদ : পূর্ণ সময়ের জন্য স্থায়ী কর্মী নিয়োগ করা হবে।

বয়সসীমা : এ ব্যাপারে বিজ্ঞপ্তিকে কিছু উল্লেখ করা হয়নি।

আবেদনের ফি

১) জেনারেল - ৫০০ টাকা

২) এসসি/এসটি/শারীরিক প্রতিবন্ধী - ৫০০ টাকা

৩) ডেবিট/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা জমা দিতে হবে।

বেতন

১) পে লেভেল - ১০

২) পে স্কেল - ৫৭,৭০০ থেকে ১,৮২,৪০০ টাকা

প্রার্থী নির্বাচন পদ্ধতি : ওয়াক ইন ইন্টারভিউ (কেবল ডিস্ট্রিক্ট ট্রেনারের ক্ষেত্রে)

গুরুত্বপূর্ণ দিন
১) আবেদন জমা নেওয়া শুরু - ২৫/০৮/২০২১

২) আবেদন জমা দেওয়ার শেষ দিন - ১০/০৯/২০২১

৩) ফি জমা - ১০/০৯/২০২১ (দুপুর ১২টা)

আবেদনের পদ্ধতি
১) অফলাইনে আবেদন করতে হবে।

২) আবেদনের ফি অনলাইনে দিতে হবে।

৩) আবেদন জমা দেওয়ার ঠিকানা - 'Registrar, Jadavpur University, Aurobindo Bhavan, 188, Raja S.C. Mallick Road, Jadavpur, Kolkata - 700032'

৪) রেজিস্টার্ড বা স্পিড পোস্টের মাধ্যমে আবেদন জমা দিতে হবে।

৫) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, ছবি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করে পাঠাতে হবে।

৬) http://www.jaduniv.edu.in/upload_files/scroll_info/1629885812.pdf লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জানা যাবে এবং আবেদনপত্র ডাউনলোড করা যাবে।

৭) http://www.jaduniv.edu.in/upload_files/scroll_info/1552482260.pdf আবেদনপত্র ডাউনলোড করা যাবে।

৮) https://www.onlinesbi.com/sbicollect/icollecthome.htm?corpID=627395 লিঙ্কে ক্লিক করে অনলাইনে আবেদনের ফি জমা দেওয়া যাবে।

৯) অফিসিয়াল ওয়েবসাইট - http://www.jaduniv.edu.in/

English summary
Staff will be recruited at Kolkata's Jadavpur University
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X