For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এসএসসির মাধ্যমে ক্লার্ক, ডেটা এন্ট্রি অপারেটর! কয়েক হাজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি

এসএসসির মাধ্যমে ক্লার্ক, ডেটা এন্ট্রি অপারেটর! কয়েক হাজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি

  • |
Google Oneindia Bengali News

বাংলা-সহ দেশের বিভিন্ন রাজ্যে এবং দিল্লিতে কেন্দ্রীয় সরকারি অফিসে ক্লার্ক (clerk) এবং জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদে কয়েক হাজার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে স্টাফ সিলেকশন কমিশন (ssc)। পদগুলির মধ্যে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্ট, ডেটা এন্ট্রি অপারেটরের মতো পদও রয়েছে। প্রার্থী বাছাই করা হবে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষা ২০২১-এর মাধ্যমে।

যোগ্যতা

যোগ্যতা

এলডি ক্লার্ক, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্টের কোনও শাখায় দ্বাদশ শ্রেণি কিংবা সমতুল। ডেটা এন্ট্রি অপারেটর ( অফিস অফ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়ার) ক্ষেত্রে গণিত-সহ বিজ্ঞান নিয়ে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে।

প্রার্থী বাছাই

প্রার্থী বাছাই

লিখিত পরীক্ষা, টাইপিং টেস্ট এবং স্কিল টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। টিয়ার ওয়ান ও টিয়ার টু- এই দুই পর্যায়ে লিখিত পরীক্ষা নেওয়া হবে। সফল হলে টিয়ার থ্রিতে। টিয়ার ওয়ানে ৬০ মিনিটের পরীক্ষায় থাকবে জেনারেল ইন্টেলিজেন্সের ওপরে ২৫ টি প্রশ্ন( ৫০ নম্বর), ইংলিশ ল্যাঙ্গুয়েজের ২৫ টি প্রশ্ন ( ৫০ নম্বর), কোয়ান্টিটেটিভব অ্যাপ্টিচিউডের ২৫ টি প্রশ্ন ( ৫০ নম্বর) এবং জেনারেল অ্যাওয়ারনেসের ২৫ টি প্রশ্ন ( ৫০ নম্বর)। ইংরেডি বাদ নিয়ে অন্য বিষয়ের প্রশ্ন ইংরেজি ও হিন্দিতে করা হবে। একএকটি ভুল উত্তরের জন্য হাফ নম্বর করে বাদ যাবে।
টিয়ার টুতে ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন থাকবে ১০০ নম্বরের।
টিয়ার থ্রিতে স্কিল টেস্ট এবং টাইপিং টেস্ট নেওয়া হবে। এক্ষেত্রে একঘন্টায় কম্পিউটারে ৮০০০ কি-র স্পিড তুলতে হবে। সেখানে একটি ছাপানো ম্যাটাপে ২০০০-২২০০ স্ট্রোকের কম্পোজ থাকবে, সময় থাকবে ১৫ মিনিট। স্পিডের সঙ্গে টাইপ কতটা নির্ভুল হল তাও দেখা হবে। অন্যদিকে লোয়ার ডিভিশন ক্লার্ক কিংবা পোস্টাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কম্পিউটারে ইংরেজিতে মিনিটে ৩৫ কিংবা হিন্দিতে ৩০ স্পিড থাকতে হবে। এখানে ১০ মিনিটের পরীক্ষা নেওয়া হবে।
পরীক্ষার সিলেবাস সম্পর্কে জানতে প্রার্থীদের ওয়েবসাইট দেখতে অনুরোধ করা হচ্ছে।

বেতনক্রম

বেতনক্রম

লোয়ার ডিভিশন ক্লাক এবং জুনিয়ার সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে বেতনক্রম ১৯৯০০-৬৩২০০ টাকা। পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং সর্টিং অ্যাসিস্ট্যান্টের বেতনক্রম ২৫৫০০-৮১১০০ টাকা। ডেটা এন্ট্রিপদের বেতনক্রম ২৫৫০০-৮১১০০ এবং ২৯২০০-৯২৩০০ টাকা।

বয়সসীমা

বয়সসীমা

১ জানুয়ারি ২০২২-এর নিরিখে বয়স হতে হবে ১৮-২৭ বছরের মধ্যে। (জন্ম তারিখ হতে হবে ১৯৯৫-এর ২ জানুয়ারি থেকে ২০০৪-এর ১ জানুয়ারির মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থী কিংবা অন্যরা ( বিধবা/ বিবাহ বিচ্ছিন্না) নিয় অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। এ ব্যাপারে আবেদন করার আগে মূল বিজ্ঞপ্তিটি পড়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

 আবেদনের ফি

আবেদনের ফি

আবেদনের ফি ১০০ টাকা। যা নেট ব্যাঙ্কিং, ডেবিট কিংবা ক্রেডিট কার্ড, ভিম ইউপিআই মাধ্যমে দেওয়া যাবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ফি লাগবে না।

পরীক্ষা কেন্দ্র

পরীক্ষা কেন্দ্র

পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা, শিলিগুড়ি, আসানসোলে পরীক্ষা কেন্দ্র থাকবে। তবে এব্যাপারে প্রার্থীদের ওয়েবসাইট দেখে কোড নম্বর দিয়ে পরীক্ষা কেন্দ্র বাছতে হবে। যার জন্য ওয়েরসাই দেখতে অনুরোধ করা হচ্ছে।

আবেদন

আবেদন

https://ssc.nic.in/-এ গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। প্রার্থী বৈঝ ইমেল আইডি এবং মোবাইল নম্বর দিয়ে আবেদন করতে হবে। তিন মাস আগের তোলা পাসপোর্ট (3.5x4.5) রঙিন ছবি (সেখানে যেন ছবি তোলার তারিখ উল্লেখ থেকা) স্ক্যান করে জেপেগ ফর্মাটে ২০-৫০ কেবির মধ্যে রেডি করে নিয়ে বসতে হবে। অনলাইনে আবেজন করা যাবে ৭ মার্চ পর্যন্ত।

English summary
SSC of Central Govt will recruit clerks, data entry operators through out the country,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X