
ক্রীড়ামন্ত্রকে নিয়োগের বিজ্ঞপ্তি, মাধ্যমিক পাশে করা যাবে আবেদন
কেন্দ্রীয় সরকারের অধীন স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে লোক নিয়োগে বি়জ্ঞপ্তি। তবে এই নিয়োগ চুক্তি ভিত্তিক। ভাল কাজ দেখাতে পারলে বাৎসরিক ৭ শতাংশ বেতন বৃদ্ধির সম্ভাবনা। আবেদন করতে হবে খুব তাড়াতাড়ি।

পদের নাম
নার্সিং অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া।

শূন্যপদের সংখ্যা ও বেতন
শূন্যপদের সংখ্যা ৩। বেতন মাসে ২৫ হাজার টাকা ররে। ভাল কাজ দেখাতে পারলে বছরে ৭ শতাংশ বেতন বৃদ্ধির সম্ভাবনা।

শিক্ষাগত যোগ্যতা
যে কোনও স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে। সঙ্গে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি পাশের সার্টিফিকেট থাকতে হবে। তবে যেসব আবেদনপত্র জমা পড়বে, সেগুলির মধ্যে থেকে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, স্পোর্টস এসট্যাবলিসমেন্টে ওয়ার্ক এক্সপিরিয়েন্সে ১০ নম্বর করে থাকবে। এছাড়াও ইন্টারভিউয়ে থাকবে ১০০ নম্বর।

আবেদনের পদ্ধতি ও নিয়োগস্থল
আবেদন করতে হবে অনলাইনে। আবেদনের শেষ তারিখ ১১ ডিসেম্বর। নিয়োগের জায়গা হল স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার সল্টলেকের নেতাজি সুভাষ ইস্টার্ন সেন্টারে। আবেদনকারীদের আবেদন করার আগে নিয়োগের বিজ্ঞপ্তিটি ভাল করে পড়ে নিতে অনুরোধ করা হচ্ছে।
https://sportsauthorityofindia.nic.in/sai/public/assets/jobs/1669195758_img361-2-7.pdf
স্বাস্থ্য দফতরের বেশ কিছু পদে নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করতে হবে খুব তাড়াতাড়ি