For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Recruitment in Railways: রেলে স্পোর্টস কোটায় নিয়োগের বিজ্ঞপ্তি! কোন কোন খেলায়, একনজরে

Recruitment in Railways: রেলে স্পোর্টস কোটায় নিয়োগের বিজ্ঞপ্তি! কোন কোন খেলায়, একনজরে

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় রেলওয়েতে স্পোর্টস কোটায় নিয়োগের বিজ্ঞপ্তি। দক্ষিণ-পশ্চিম রেলে এই নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

শূন্যপদের সংখ্যা

শূন্যপদের সংখ্যা

শূন্যপদের মোট সংখ্যা ২১। এর মধ্যে বাস্কেটবল মহিলাদের জন্য ২টি, দাবা মহিলাদের জন্য ১ টি, ওয়াটার পোলো পুরুষদের জন্য দুটি। অ্যাথলেটিক্সে পুরুষদের জন্য তিনটি, ব্যাডমিন্টনে পুরুষদের জন্য একটি, ক্রিকেটে মহিলাদের জন্য ৫ টি, গলফ পুরুষদের জন্য ১ টি, ভারত্তোলন পুরুষদের জন্য ১ টি, সাঁতার পুরুষদের জন্য একটি, টেবিল টেনিসে পুরুষদের জন্য একটি, ভলিবলে পুরুষদের জন্য দুটি, ওয়াটার পোলোতে পুরুষদের জন্য ১ টি। স্পোর্টস কোটায় নির্দিষ্ট কিছু শর্তও রয়েছে। এব্যাপারে নিয়োগের বিজ্ঞপ্তি ভাল করে দেখে নিতু অনুরোধ করা হচেছে।

বয়স

বয়স

আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। তারিখের হিসেবে জন্মতারিখ হতে হবে ২ জানুয়ারি ১৯৯৮ থেকে ১ জুলাই ২০০৫-এর মধ্যে। এখানে বয়সেক কোনও ছাড় নেই।

বয়সের প্রমাণ হিসেবে আবেদনপত্রের সঙ্গে মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিক কিংবা সমতুল পরীক্ষার সার্টিফিকেট জমা দিতে হবে। সেখানে যা জন্ম তারিখ রয়েছে তাই গ্রাহ্য হবে।

শিক্ষাগত যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা

এখানে শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের। যেমন লেভেল ৪ ও ৫-এর ক্ষেত্রে স্নাতক হতে হবে। অন্যদিকে লেভেল ৩/২-এর ক্ষেত্রে ন্যূনতম দ্বাদশ শ্রেণি পাশ হতে হবে। তবে আবেদনের আগে আবেদনকারীকে নিয়োগের বিজ্ঞপ্তি ভাল করে পড়ে নিতে অনুরোধ করা হচ্ছে। নিয়োগের বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন https://www.rrchubli.in/Employment%20Notification%20-%20Sports%20Quota%20-%202022-23%20(OA).pdf

কীভাবে নিয়োগ

কীভাবে নিয়োগ

আবেদনপত্র যাচাইয়ের পরে যোগ্য প্রার্থীদের ট্রায়ালে ডাকা হবে। দক্ষিণ-পশ্চিম রেলের ক্ষেত্রে ট্রায়ালের দিন পরে জানিয়ে দেওয়া হবে। ট্রায়াল হবে দক্ষিণ--পশ্চিম রেলের এলাকার মধ্যে। অর্থাৎ মাইসোর, বেঙ্গালুরু কিংবা হুবলিতে।

পরীক্ষার ফি

পরীক্ষার ফি

সাধারণ পরীক্ষার্থীদের ক্ষেত্রে পরীক্ষায় আবেদনের ফি হিসেবে দিতে হবে ৫০০ টাকা করে। তবে তফশিলি জাতি, উপজাতি কিংবা প্রাক্তন সমরকর্মীদের ক্ষেত্রে ২৫০ টাকা করে দিতে হবে। আবেদনপত্র ডাউনলোড করতে ক্লিক করুন https://www.rrchubli.in/Sports%20Quota%20-%202022-23%20(OA)%20Application.pdf

English summary
South Western Railways will recruit 21 people under sports quota
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X