For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দক্ষিণ ২৪ পরগনায় ন্যাশনাল হেলথ মিশনের অধীনে স্বাস্থ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

দক্ষিণ ২৪ পরগনায় ন্যাশনাল হেলথ মিশনের অধীনে স্বাস্থ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

  • |
Google Oneindia Bengali News

ন্যাশনাল হেলথ মিশনের অধীনে স্বাস্থ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল দক্ষিণ ২৪ পরগনা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর। শূন্যপদগুলি পূরণের জন্য কারা, কবের মধ্যে আবেদন করতে পারবেন, তা জানিয়ে দেওয়া হয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও বয়সের চূড়ান্ত সময়সীমা করত হওয়া প্রয়োজন, তাও বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে।

দক্ষিণ ২৪ পরগনায় ন্যাশনাল হেলথ মিশনের অধীনে স্বাস্থ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

মোট শূন্যপদ : ৫৩টি

কোন কোন শূন্যপদ
১) সিনিয়র টিউবারকুলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার

২) সিনিয়র ট্রিটমেন্ট অফিসার

৩) ল্যাব টেকনিশিয়ান

৪) স্টাফ নার্স

৫) লেডি কাউন্সিলর

৬) ল্যাব টেকনিশিয়ান (ব্লাড ব্যাঙ্ক)

৭) আইসিটিসি ল্যাবরেটরি টেকনিশিয়ান

৮) আইসিটিসি কাউন্সিলর

কোথা থেকে আবেদন করা যাবে : পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা
১) সিনিয়র টিউবারকুলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার : গ্র্যাজুয়েট + ডিএমএলটি + ড্রাইভিং লাইসেন্স + কম্পিউটার

২) সিনিয়র ট্রিটমেন্ট অফিসার : গ্র্যাজুয়েট বা সানিটারি ইন্সপেক্টর কোর্স + কম্পিউটার + ড্রাইভিং লাইসেন্স

৩) ল্যাব টেকনিশিয়ান : ডিএমএলটি + কম্পিউটার নলেজ

৪) স্টাফ নার্স : জিএনএম কোর্স

৫) লেডি কাউন্সিলর : সাইকোলজি/সোশ্যাল ওয়ার্কার/সোসিওলজি/অ্যানথ্রোপলজি/হিউম্যান ডেভেলপমেন্টে গ্র্যাজুয়েট + পাঁচ বছরের অভিজ্ঞতা

৬) ল্যাব টেকনিশিয়ান (ব্লাড ব্যাঙ্ক) : ডিএমএলটি + কম্পিউটার নলেজ + ২ বছরের অভিজ্ঞতা

৭) আইসিটিসি ল্যাবরেটরি টেকনিশিয়ান : মেডিক্যাল ল্যাবরেটরিতে গ্র্যাজুয়েট বা ডিএমএলটি-তে ২ বছরের অভিজ্ঞতা + কম্পিউটার নলেজ

৮) আইসিটিসি কাউন্সিলর : এক বছরের অভিজ্ঞতা সহ সাইকোলজি/সোশ্যাল ওয়ার্কার/সোসিওলজি/অ্যানথ্রোপলজি/হিউম্যান ডেভেলপমেন্টে গ্র্যাজুয়েট + সাইকোলজি/সোশ্যাল ওয়ার্কার/সোসিওলজি/অ্যানথ্রোপলজি/হিউম্যান ডেভেলপমেন্টে গ্র্যাজুয়েট

বয়সের সীমা
১) সিনিয়র টিউবারকুলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার : ৪০ বছর পর্যন্ত

২) সিনিয়র ট্রিটমেন্ট অফিসার : ২২ থেকে ৪০ বছর

৩) ল্যাব টেকনিশিয়ান : ৪০ বছর পর্যন্ত

৪) স্টাফ নার্স : ৬৪ বছর পর্যন্ত

৫) লেডি কাউন্সিলর : ৪০ বছর পর্যন্ত

৬) ল্যাব টেকনিশিয়ান (ব্লাড ব্যাঙ্ক) : ৬০ বছর পর্যন্ত

৭) আইসিটিসি ল্যাবরেটরি টেকনিশিয়ান : ৬০ বছর পর্যন্ত

৮) আইসিটিসি কাউন্সিলর : ৬০ বছর পর্যন্ত

বেতন
১) সিনিয়র টিউবারকুলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার : প্রতি মাসে ২৫ হাজার টাকা।

২) সিনিয়র ট্রিটমেন্ট অফিসার : প্রতি মাসে ২৫ হাজার টাকা।

৩) ল্যাব টেকনিশিয়ান : প্রতি মাসে ২২ হাজার টাকা।

৪) স্টাফ নার্স : প্রতি মাসে ২৫ হাজার টাকা।

৫) লেডি কাউন্সিলর : প্রতি মাসে ২০ হাজার টাকা।

৬) ল্যাব টেকনিশিয়ান (ব্লাড ব্যাঙ্ক) : প্রতি মাসে ১৩ হাজার টাকা।

৭) আইসিটিসি ল্যাবরেটরি টেকনিশিয়ান : প্রতি মাসে ১৩ হাজার টাকা।

৮) আইসিটিসি কাউন্সিলর : প্রতি মাসে ১৩ হাজার টাকা।

প্রার্থী নির্বাচন
১) লিখিত পরীক্ষা

২) ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্ট

পরীক্ষার ফি
জেনারেল : ১০০ টাকা

এসসি/এসটি : ৫০ টাকা

গুরুত্বপূর্ণ দিন
১) আবেদন জমা দেওয়া শুরু : ১৬/০২/২০২১

২) আবেদন জমা দেওয়ার শেষ তারিখ : ২৮/০২/২০২১

English summary
South 24 Parganas District Health and Family Welfare Samiti has published job notification
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X