বের হয়েছে এসবিআই-এর বিজ্ঞপ্তি! হবে না লিখিত পরীক্ষা, আবেদন করতে হবে ৮ অক্টোবরের মধ্যে
এসবিআই-এ নিয়োগের বিজ্ঞপ্তি বের হয়েছে। তিনটি আলাদা বিজ্ঞপ্তি বের হয়েছে। সব মিলিয়ে ৮২ জন স্পেশালিস্ট অফিসার নিয়োগ করবে তারা। আবেদন করতে হবে ৮ অক্টোবরের মধ্যে।

তিনটি পৃথক বিজ্ঞপ্তি ও শূন্যপদ
CRPD/SCO-RMD/2020-21/21, এই বিজ্ঞপ্তিতে ২২ জন স্পেশালিস্ট ক্যাডার অফিসার নিয়োগ করা হবে।
CRPD/SCO/2020-21/22, এই বিজ্ঞপ্তিতে ডেপুটি ম্যানেজার ও ম্যানেজার পদে ২৭ জনকে নিয়োগ করা হবে।
CRPD/SCO/2020-21/26, এই বিজ্ঞপ্তিতে ডেপুটি ম্যানেজার(সিকিউরিটি) ও ম্যানেজার( রিটেল প্রোডাক্ট) পদে ৩৩ জনকে নিয়োগ করা হবে।

বয়সসীমা
প্রথমটির জন্য ১ এপ্রিল ২০২০-এ বয়স হতে হবে ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত আসনে বয়সসীমায় ছাড় রয়েছে।
দ্বিতীয়টির জন্য ডেপুটি ম্যানেজার পদে বয়স হতে হবে ২৪০৩২ বছর। ম্যানেজার পদে ২৬-৩৫ বছর। ৩০ জন ২০২০-এর হিসেবে বয়সের হিসাম করা হবে।
তৃতীয়টির জন্য ডেপুটি ম্যানেজার সিকিউরিটির জন্য বয়স হতে হবে ২৫-৪০ বছরের মধ্যে। ম্যানেজার( রিটেল প্রোডাক্ট) পদে বয়স ২৫-৩৫ বছরের মধ্যে। বয়সের হিসাব করা হবে ৩১ অগাস্ট ২০২০-র হিসেবে।

যোগ্যতা
প্রথমটির ক্ষেত্রে চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট বা এমবিএ। এছাড়াও পিজিডিএম( ফিনান্স/ ডেটা অ্যানালিটিক্স/বিজনেস অ্যানালিটিক্স) পূর্ণ সময়ের কোর্স হতে হবে। কিংবা স্ট্যাটিসটিক্স-এ এমএসসি।
দ্বিতীয়টির ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স/আইটি/-বিটেক/এমটেক/বিইতে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। এছাড়াও ডেপুটি ম্যানেজার পদে ৩ বছর ও ম্যানেজার পদে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
তৃতীয়টির ক্ষেত্রে ডেপুটি ম্যানেজার (সিকিউরিটি)-তে গ্র্যাজুয়েট। ম্যানেজার রিটেল প্রোডাক্টে পূর্ণ সময়ের এমবিএ কিংবা পিজিডিএম কিংবা পূর্ণ সময়ের বিই/বিটেক(আইটি/কম্পিউটার সায়েন্স/ ইলেকট্রনিক্স)

প্রার্থী বাছাই পদ্ধতি
কোনও লিখিত পরীক্ষা নেওয়া হবে না। মেধা তালিকার ভিত্তি লিস্ট তৈরির পর ইন্টারভিউ-এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের ফি
তিনটি বিজ্ঞপ্তির ক্ষেত্রেই আবেদনের ফি ৭৫০ টাকা। তফশিলি জাতি, উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের কোনও ফি লাগবে না।

আবেদনের পদ্ধতি
অনলাইনে আবেদন করতে হবে। https://bank.sbi/web/careers কিংবা https://sbi.co.in/careers। মেল আইডি ও মোবাইল নম্বর দিয়ে আবেদন করতে হবে।
করোনা ভ্যাকসিন দিয়ে মানুষকে বাঁচাতে হত্যা করা হতে পারে কয়েক লাখ নিরীহ প্রাণীকে! কোন নয়া আশঙ্কা