প্রবেশনারি অফিসার পদে হাজার হাজার নিয়োগ! শুরু হয়ে গিয়েছে অনলাইন রেজিস্ট্রেশন
নিয়োগের বিজ্ঞপ্তি বের করেছে এসবিআই। প্রায় ২০০০ প্রবেশনারি অফিসার পদে নিয়োগ করবে তারা। সারা ভারতে এসবিআই-এর বিভিন্ন শাখা অফিসে নিয়োগ করা হবে। অনলাইন রেজিস্ট্রেশনের কাজও শুরু হয়ে গিয়েছে। ৪ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা অনলাইনে আবেদনপত্র জমার কাজ চালাতে পারবেন।

বয়সসীমা
পয়লা এপ্রিল ২০২০-র নিরিখে বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত প্রার্থীরা নিয়ম অনুযায়ী ছাড় পাবেন। প্রেলিমিনারি পরীক্ষা নেওয়া হবে ৩১ ডিসেম্বর, ২, ৪, ৫ জানুয়ারি। মেইন পরীক্ষা নেওয়া হবে ২৯ জানুয়ারি, ২০২১।

যোগ্যতা
প্রার্থীদের ন্যুনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে, যে কোনও বিষয়ে স্নাতক। যাঁরা স্নাতকে চূড়ান্ত বর্ষের পরীক্ষা বসছেন, তাঁরাও আবেদন করতে পারবেন। তবে তাতে শর্ত রয়েছে। ইন্টারভিউতে ডাক পেলে, সেই সময় পাশের সার্টিফিকেট দেখাতে হবে।

প্রার্থী বাছাই পদ্ধতি
সিলেকশন হবে তিন রাউন্ডে। প্রেলিমিনারি, মেন এবং ফাইনাল ইন্টারভিউ। প্রেলিমিনারি পরীক্ষায় ইংরেজি ল্যাঙ্গুয়েজ, নিউমেরিক্যাল এবিলিটি, রিজনিং এবিলিটি থাকবে।

শূন্য পদের সংখ্যা
প্রাথমিকভাবে প্রায় ২০০০ শূন্য পদের কথা বলা হয়েছে। এর মধ্যে এসসি, এসটি, ওবিসি, ইডব্লুএস, সাধারণ যথাক্রমে ৩০০, ১৫০, ৫৪০, ২০০, ৮১০। ন্যুনতম মাইনে হবে ২৭, ৬২০ টাকা। সঙ্গে চারটি ইনক্রিমেন্ট। সঙ্গে রয়েছে ডিএ, সিসিএ, এইচআরডি।

আবেদনের পদ্ধতি
এই পরীক্ষা দিতে গেলেন ৭৫০ টাকা দিতে হবে আবেদন পত্রের সঙ্গে। তবে এসসি, এসটিদের কোনও ফি লাগবে না। https://bit.ly/3noojH0 এই লিঙ্কে গিয়ে সরাসরি আবেদন করা যাবে। আবেদন করার সময় প্রার্থীদের ইমেল আইডি এবং মোবাইল নম্বর দিতে হবে।

পিকের সমালোচনা করে শুভেন্দুর প্রশংসা! তৃণমূল জেলা সভাপতির সামনে সরব বিধায়ক