For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এসবিআই-এ শিক্ষানবিশ পদে হাজার হাজার নিয়োগ! অনলাইন আবেদন করতে হবে খুব তাড়াতাড়ি

শিক্ষানবিশ (apprenticeship) নিয়োগ করতে চলেছে এসবিআই (sbi) । বিজ্ঞাপনে একদফায় সারা দেশে প্রায় সাড়ে আট হাজার শিক্ষানবিশ নিয়োগ করা হবে বলে জানিয়েছে তারা। এর জন্য প্রার্থীদের আগামী ১০ ডিসেম্বরের আগে

  • |
Google Oneindia Bengali News

শিক্ষানবিশ (apprenticeship) নিয়োগ করতে চলেছে এসবিআই (sbi) । বিজ্ঞাপনে একদফায় সারা দেশে প্রায় সাড়ে আট হাজার শিক্ষানবিশ নিয়োগ করা হবে বলে জানিয়েছে তারা। এর জন্য প্রার্থীদের আগামী ১০ ডিসেম্বরের আগে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। পরীক্ষা হবে অনলাইনেই। তা হবে ২০২১-এর জানুয়ারিতে।

ফের নুসরতের খোঁচা রাজ্যপালকে! বিজেপির মুখপাত্র বলে কটাক্ষ, মোদীর প্রতিশ্রুতি নিয়ে প্রশ্নফের নুসরতের খোঁচা রাজ্যপালকে! বিজেপির মুখপাত্র বলে কটাক্ষ, মোদীর প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন

সব মিলিয়ে শূন্যপদ ৮৫০০

সব মিলিয়ে শূন্যপদ ৮৫০০

সারা দেশব্যাপী নিয়োগ প্রক্রিয়া চলবে। রাজ্য ভিত্তিক সংখ্যা ভাগ করা রয়েছে। পশ্চিমবঙ্গে ৪৮০, ত্রিপুরায় ৩০, বিহারে ৪৭৫, ঝাড়খণ্ডে ২০০, ছত্তিশগড় ৯০, ওড়িশা ৪০০, গুজরাতে ৪৮০, অন্ধ্রপ্রদেশে ৬২০, কর্নাটক ৬০০, মধ্যপ্রদেশে ৪৩০, হিমাচল প্রদেশ ১৩০, হরিয়ানা, ১৬২, পঞ্জাব ২৬০, তামিলনাড়ু ৪৭০, পণ্ডিচেরি ৬, দিল্লি ৭, উত্তরাখণ্ড ২৬৯, তেলেঙ্গানা ৪৬০, রাজস্থান ৭২০, কেরল ১৪১, উত্তরপ্রদেশ ১২০৬, মহারাষ্ট্র ৬৪৪, অরুণাচল প্রদেশ ২৫, অসম ৯০, মনিপুর ১২, মেঘালয় ৪০, মিজোরাম ১৮, নাগাল্যান্ড ৩৫।

বয়সসীমা

বয়সসীমা

৩১ অক্টোবর ২০২০-র নিরিখে বয়স হতে হবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে। জন্ম তারিখ হতে হবে ১ নভেম্বর ১৯৯২ থেকে ৩১ অক্টোবর ২০০০-এর মধ্যে। তবে সংরক্ষিত প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা

যোগ্যতা

প্রার্থীদের ন্যুনতম শিক্ষাগত যোগ্যতা, যে কোনও বিষয়ে স্নাতক। শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ২০২০-র ৩১ অক্টোবরের মধ্যে। স্টাইপেন্ড হিসেবে প্রথম বছরে প্রতি মাসে দেওয়া হবে ১৫ হাজার টাকা করে, দ্বিতীয় বছরে প্রতি মাসে দেওয়া হবে ১৬৫০০ টাকা করে আর তৃতীয় বছরে দেওয়া হবে ১৯০০০ টাকা করে।

প্রার্থী বাছাই পদ্ধতি

প্রার্থী বাছাই পদ্ধতি

এই নিয়োগ প্রক্রিয়ায় কোনও ইন্টারভিউ থাকবে না। যাঁরা লিখিত পরীক্ষায় পাশ করবেন, তাঁদেরকে স্থানীয় ভাষায় পরীক্ষা দিতে হবে।

আবেদনের পদ্ধতি

আবেদনের পদ্ধতি

এই পরীক্ষা দিতে গেলে ৩০০ টাকা দিতে হবে আবেদন পত্রের সঙ্গে। তবে এসসি, এসটিদের কোনও ফি লাগবে না। অ্যাডমিট কার্ড পৌঁছে যাবে ডিসেম্বরের শেষের দিকে। আরও বিস্তারিত জানতে ক্লিক করুন: https://www.sbi.co.in/web/careers/current-openings-এ (বিজ্ঞপ্তি নম্বর: CRPD/APPR/2020-21/07)
বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন, https://sbi.co.in/documents/77530/400725/19112020_english+detailed+advt+apprentice.pdf/ef324fa1-143a-7167-dedb-612f654c36e3?t=1605791862261

English summary
SBI to recruit 8500 apprenticeships for three years
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X