For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রায় ১৬০০ প্রবেশনারি অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি SBI-এর! একনজরে যোগ্য ও অন্যান্য তথ্য

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রবেশনারি অফিসার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিয়োগের প্রক্রিয়া শুরু ২২ সেপ্টেম্বর থেকে। যেসব প্রার্থীর এসবিআই প্রবেশনারি অফিসার পদের জন্য আবেদন করতে চান তাঁরা অফিসিয়াল ওয়েবসাইট sbi.

  • |
Google Oneindia Bengali News

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রবেশনারি অফিসার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিয়োগের প্রক্রিয়া শুরু ২২ সেপ্টেম্বর থেকে। যেসব প্রার্থীর এসবিআই প্রবেশনারি অফিসার পদের জন্য আবেদন করতে চান তাঁরা অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in-এ গিয়ে আবেদন করতে পারবেন।

 শূন্যপদের সংখ্যা

শূন্যপদের সংখ্যা

এসবিআই পিও শূন্যপদের সংখ্যা ১৬৭৩।

আবেদনের শেষ তারিখ

আবেদনের শেষ তারিখ

এদিন থেকেই আবেদন করতে পারবেন যোগ্য প্রার্থীরা। আনলাইনে আবেদন করার শেষ তারিখ ১২ অক্টোবর। প্রার্থীরা পিও প্রিলিমসের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ২০২২ সালের ডিসেম্বরের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহে। প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে। ফলাফল বেরোতে পারে ডিসেম্বরের শেষে কিংবা জানুয়ারির প্রথমের দিকে। যাঁরা সফল হবেন, তাঁদের মেন পরীক্ষা ২০২৩-এর জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে।

যোগ্যতা

যোগ্যতা

যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক। যাঁরা স্নাতকের শেষ বছরে রয়েছেন, তাঁরা শর্তাধীনে আবেদন করতে পারবেন। যদি ইন্টারভিউয়ে ডাকা হয়, তাহলে ৩১ ডিসেম্বর ২০২২ কিংবা তার আগে স্নাতক উত্তীর্ণ হওয়ার প্রমাণ দাখিল করতে হবে। বয়য়সীমা হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে।

বেতন

বেতন

এসবিআই পিও-র বেসিক পে হল ৪১,৯৬০।

প্রার্থী নির্বাচন প্রক্রিয়া

প্রার্থী নির্বাচন প্রক্রিয়া

প্রার্থীদের একটি নির্দিষ্ট বাছাই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। এর মধ্যে রয়েছে প্রিলিমিনারি, মেন এবং ইন্টারভিউ প্রক্রিয়া। বিজ্ঞপ্তিটি সম্পর্কে পুরো জানতে https://www.sbi.co.in/web/careers-এ ক্লিক করতে হবে।

কীভাবে আবেদন

কীভাবে আবেদন

অফিসিয়াল ওয়েবসাইট https://www.sbi.co.in/-এ গিয়ে পিও নিয়োগের লেখায় ক্লিক করতে হবে। সেখানে এসবিআই ২০২২ রেজিস্টেশনের জন্য বলা হবে। সেখানে রেজিস্ট্রেশন নম্বর এবং পাসোয়ার্ডের মাধ্যমে লগইন করতে হবে। আবেদনপত্র পূরণ করার পাশাপাশি নথিও জমা দিতে হবে। এরপর আবেজনের ফি জমা দিয়ে ফর্ম জমা করতে হবে।

কলকাতা-সহ দেশ জুড়ে PFI-এর বিরুদ্ধে ব্যাপক অভিযান! অন্তত ১৩ টি রাজ্যে NIA তল্লাশিতে গ্রেফতার অন্তত ১০০কলকাতা-সহ দেশ জুড়ে PFI-এর বিরুদ্ধে ব্যাপক অভিযান! অন্তত ১৩ টি রাজ্যে NIA তল্লাশিতে গ্রেফতার অন্তত ১০০

English summary
SBI has given notification to recruit more than 1600 Probationary Officers, how to apply
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X