For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Clerk Admit Card: আজ থেকেই SBI -ক্লার্ক পদে পরীক্ষার অ্যাডমিট মিলবে, কীভাবে ডাউনলোড করবেন

চাকরির বাজারে দারুন খবর! ক্লার্ক পদে (SBI Clerk) নিয়োগ করবে ভারতীয় স্টেট ব্যাঙ্ক। আগামী ২৯ অক্টোবর থেকে স্টেট ব্যাঙ্ক ক্লার্ক প্রিলিম পরীক্ষার অ্যাডমিট দেওয়া হবে। গত কয়েকদিন আগেই স্টেট ব্যাঙ্ক প্রিলিম (SBI Clerk) পরীক্ষা

  • |
Google Oneindia Bengali News

SBI Clerk Admit Card 2022: চাকরির বাজারে দারুন খবর! ক্লার্ক পদে (SBI Clerk) নিয়োগ করবে ভারতীয় স্টেট ব্যাঙ্ক। আগামী ২৯ অক্টোবর থেকে স্টেট ব্যাঙ্ক ক্লার্ক প্রিলিম পরীক্ষার অ্যাডমিট দেওয়া হবে। গত কয়েকদিন আগেই স্টেট ব্যাঙ্ক প্রিলিম (SBI Clerk) পরীক্ষার জন্যে আবেদন চেয়েছিল।

সেই প্রক্রিয়া আপাতত শেষ হয়েছে। আর সেই আবেদন প্রক্রিয়া শেষ হতেই পরীক্ষার জন্যে অ্যাডমিট কার্ড জারি করা হল। কীভাবে কোথা থেকে এই অ্যাডমিট কার্ড (Admit Card 2022) ডাউনলোড করা যাবে সমস্ত তথ্য এই প্রতিবেদনে উল্লেখ করা হল-

ই SBI ক্লার্ক অ্যাডমিট কার্ড ডাউনলোড

ই SBI ক্লার্ক অ্যাডমিট কার্ড ডাউনলোড

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই ক্লার্ক পদের জন্যে আবেদন করা যাবে। এজন্যে এই লিঙ্কে- sbi.co.ইন ক্লিক করতে বলা হয়েছে। এজন্যে রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড বা জন্ম তারিখ দিতে হবে। আর তা দেওয়ার পরেই SBI ক্লার্ক অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে বলে জানানো হয়েছে।

দেশের সবথেকে বড় রাষ্ট্রয়ত্ব ব্যাঙ্ক।

দেশের সবথেকে বড় রাষ্ট্রয়ত্ব ব্যাঙ্ক।

রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড বা জন্ম তারিখ ব্যবহার করে SBI ক্লার্ক অ্যাডমিট কার্ড ডাউনলোড করা হবে। পরীক্ষার দিন পরীক্ষার্থীকে একটি বৈধ প্রমাণ্য নথি জমা দিতে বলা হয়েছে। সঙ্গে একটি ফটোকপি নিয়ে যেতে বলা হয়েছে অ্যাডমিট কার্ডের সঙ্গে। না হলে কখনই পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রের ভুতরে ঢুকতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে। নভেম্বরে এই পরীক্ষা নিতে পারে দেশের সবথেকে বড় রাষ্ট্রয়ত্ব ব্যাঙ্ক।

কীভাবে SBI Clerk-এর জন্যে অ্যাডমিট ডাউনলোড করবেন-

কীভাবে SBI Clerk-এর জন্যে অ্যাডমিট ডাউনলোড করবেন-

স্টেট ব্যাঙ্কের Clerk পদের জন্যে আবেদন করতে হলে এই লিঙ্কে- sbi.co.ইন ক্লিক করতে হবে

সেখানে একটি অ্যাডমিট কার্ড ডাউনলোডের অপশন দেখাবে

সেখানে লগইন করে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর পাসওয়ার্ড এবং জন্ম তারিখ দিতে হবে।

আর এই সমস্ত দেওয়ার পরেই অ্যাডমিট কার্ড স্ক্রিনে ভেসে উঠবে।

এরপরেই সেখান থেকে প্রিন্ট আউট অপশনে ক্লিক করে ডাউনলোড করা যাবে

অ্যাডমিট কার্ডে রেজিস্ট্রেশন সংখ্যা থেকে শুরু করে পরীক্ষা কেন্দ্রের সমস্ত তথ্য থাকবে বলে জানানো হয়েছে।

 SBI Clerk পদে নিয়োগ হবে

SBI Clerk পদে নিয়োগ হবে

ভারতীয় স্টেট ব্যাঙ্ক প্রত্যেক বছর SBI Clerk পদে নিয়োগ করে থাকে। যোগ্য এবং যোগ্য প্রার্থীদের নিয়োগ করে থাকে দেশের সবথেকে বড় এই রাষ্ট্রায়ত্ব সংস্থা। জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট পদের জন্যে এই নিয়োগ করা হবে। পরীক্ষাতে যারা পাশ করবেন তাঁদের দেশের বিভিন্ন ব্রাঞ্চে নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে নিয়োগ সংক্রান্ত বিজংপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে।

স্থগিত হয়ে গেল পূর্বাঞ্চল পরিষদের বৈঠক! মমতার মুখোমুখি হওয়া হচ্ছে না অমিত শাহের স্থগিত হয়ে গেল পূর্বাঞ্চল পরিষদের বৈঠক! মমতার মুখোমুখি হওয়া হচ্ছে না অমিত শাহের

English summary
SBI Clerk Admit Card 2022: Admit card will be available from today for SBI clerk recruitment exam
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X