Sarkari Naukri: ক্লাস ১২ পাশ করলেই সরকারি চাকরির সুযোগ, ব্যাপক নিয়োগ পুলিশের কমান্ডো পদে
ব্যাপক নিয়োগ হতে চলেছে পুলিশ (Police Department) বিভাগে। পুলিশে কাজ করবেন বলে যারা ঠিক (Sarkari Naukri) করে রেখেছেন তাঁদের জন্যে অবশ্যই বড় খবর। আর সেদিকে তাকিয়ে (Assam Police Constable Recruitment 2021) রাজ্যস্তরে পুলিশ নিয়োগ বোর্ড (SLPRB) নব নির্মিত অসম কমান্ডো ব্যাটালিয়নের জন্যে কনস্টেবল পদের জন্যে নিয়োগ করতে চলেছে।
ইতিমধ্যে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি (Assam Police Constable Recruitment 2021) দেওয়া হয়েছে। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের এই বিষয়ে বিস্তারিত পড়ে আবেদনের কথা বলা হয়েছে।

অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে
এই পদের জন্যে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। এর জন্যে Assam Police-এর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে। ওয়েবসাইটটি হল- slprbassam.in। তবে এই পদের জন্যে আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামিকাল সোমবার থেকে। অর্থাৎ ১৩ ডিসেম্বর থেকে পোর্টালটি নিয়োগের জন্যে খুলে দেওয়া হবে। এছাড়াও এই লিঙ্কে ক্লিক করেও আবেদন করা যাবে। লিঙ্কটি হল- https://slprbassam.ইন/ । এছাড়া যদি পুলিশের তরফে দেওয়া বিজ্ঞপ্তিটি পড়তে চান তাহলে ক্লিক করতে হবে- https://slprbassam.in/pdf/Notice2021/advertisement-SI_AB-updtd ডট pdf।

মোট ২৪৫০টি শূন্যপদের জন্যে এই নিয়োগ
বিজ্ঞপ্তিতে বিস্তারিত ভাবে বলা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ২৪৫০টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। চাকরি পেতে হলে দেরি করলে চলবে না। এখনই আবেদন জানাতে হবে। তবে আবেদনের আহে অবশ্যই ভালো ভাবে বিজ্ঞপ্তিটি পড়ে নিন।

জরুরি তথ্য
Assam Police তাদের নতুন ফোর্সের জন্যে এই নিয়োগ করবে। নিয়োগ হবে Constable পদের জন্যে। অনলাইনের মাধ্যমে এই চাকরির জন্যে আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আগামীকাল সোমবার অর্থাৎ ১৩ ডিসেম্বর ২০২১ থেকে। তবে আবেদনের শেষ তারিখ ১২ জানুয়ারি ২০২১। এই সময়সীমার পরে আবেদন করলে তা গ্রহণ করা হবে না। এই সময়ের মধ্যেই আবেদন করতে হবে।

মোট কতগুলি পদের জন্যে এই নিয়োগ করা হবে
বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ২৪৫০ শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী কনস্টেবল পুরুষ এবং ট্রানজেন্ডারদের নিয়োগ করা হবে। দুটি ক্ষেত্রেই মোট শূন্যপদ ২২২০টি। কনসস্টেব; মহিলা ১৮০ টি শূন্যপদের জন্যে নিয়োগ করা হবে। কনস্টেবল নার্সিং পদের জন্যে শূন্যপদ ৫০টি। ভালো করে বিজ্ঞপ্তিটি পড়েই আবেদন করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা এবং আবেদনের বয়স
বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিস্তারিত ভাবে বলা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ১২ ক্লাস পাশ করলেই এই পদের জন্যে আবেদন করা যাবে। দেশের যে কোনও মান্যতা প্রাপ্ত বোর্ড থেকে পাশ করলেই এই পদের জন্যে আবেদন করা যাবে। তবে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর নুন্যতম বয়স হতে হবে ১৮ বছর। তবে ২১ বছর পর্যন্ত সর্বোচ্চ আবেদন করা যাবে।

বেতন
পরীক্ষা, ফিজিকাল টেস্টের মাধ্যমে এই পদের জন্যে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে। আর চাকরি পেলে আর ঘুরে দেখতে হবে না। কর্মপ্রার্থীদের মোটা বেতন দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী চাকরি প্রার্থী মাসিক 14000 থেকে 60500/- টাকা পাবেন। 5600/- গ্রেড পে দেওয়া হবে। তবে আবেদনের আগে ভালো করে বিস্তারিত জেনে নিন। না হলে সমস্যা হতে পারে।