For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Sarkari Naukri 2022: আধার সংক্রান্ত কাজের জন্য ব্যাপক নিয়োগ করবে UIDAI! রইল বিস্তারিত

চাকরির বাজারে বড় খবর। অসংখ্য যুবক-যুবতীদের জন্য দারুন খবর। ইউনিয়ন আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI), আধার-এ ব্যাপক নিয়োগ করা হবে। সেকশন অফিসার, অ্যাসিসেন্ট সেকশন অফিসার, সিনিয়র অ্যাকাউন্টেন্ট, প্রাইভেট সেক্রেটার

  • |
Google Oneindia Bengali News

Sarkari Naukri 2022 : চাকরির বাজারে বড় খবর। অসংখ্য যুবক-যুবতীদের জন্য দারুন খবর। ইউনিয়ন আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI), আধার-এ ব্যাপক নিয়োগ করা হবে। সেকশন অফিসার, অ্যাসিসেন্ট সেকশন অফিসার, সিনিয়র অ্যাকাউন্টেন্ট, প্রাইভেট সেক্রেটারি সহ একাধিক পদের জন্য এই নিয়োগ করা হবে। UIDAI এই পদগুলির জন্য কাজের অভিজ্ঞতা রয়েছে এমন আবেদনকারীদের আবেদন করতে বলা হয়েছে।

কীভাবে কোথায় আবেদন করতে হবে সমস্ত এই প্রতিবেদনে আলোচনা করা হল। এছাড়াও যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের দ্রুত এই পদের জন্য আবেদন করতে বলা হয়েছে।

জরুরি তথ্য-

জরুরি তথ্য-

এসব পদে নিয়োগ হবে ডেপুটেশন ভিত্তিতে। বাছাইয়ের পরে, প্রার্থীদের UIDAI এর আঞ্চলিক অফিস, টেক সেন্টার এবং বেঙ্গালুরু, মুম্বাই, রাঁচি এবং আহমেদাবাদে অবস্থিত রাজ্য অফিসগুলিতে পোস্ট করা হবে। এমনটাই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এই সংক্রান্ত বিজ্ঞপ্তি গত ২৪ সেপ্টেম্বর রোজগার সমাচার বলে একটি পত্রিকাতে প্রকাশিত করা হয়েছে। তবে এই পদের জন্য আবেদন করতে হলে অফলাইনের মাধ্যমে তা করতে হবে। আর তা করতে হলে আগামী ৩১ অক্টোবরের মধ্যে করতে হবে। এমনটাই জানা যাচ্ছে।

নিয়োগ সংক্রান্ত তথ্য-

নিয়োগ সংক্রান্ত তথ্য-

এই বিষয়ে বিস্তারিত ভাবে জানানো হয়েছে। সেকশন অফিসার পদের জন্যে দুটি শূন্যপদ। অ্যাসিটেন্ট সেকশন অফিসার পদের জন্য একটি শূন্যপদে নিয়োগ করা হবে। প্রাইভেট সেক্রেটারি পদের জন্য দুটি, অ্যাকাউন্টেণ্ট পদের জন্যে একটি পদের জন্য নিয়োগ করা হবে। এমনটাই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আরও বেশ কয়েকটি পদের জন্য এই নিয়োগ করা হবে। বিস্তারিত জেনেই আবেদন করুন।

শিক্ষাগত যোগ্যতা-

শিক্ষাগত যোগ্যতা-

আধারের একাধিক পদের জন্য এই নিয়োগ করা হবে। এই বিষয়ে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতা। কেন্দ্রীয় / রাজ্য সরকার / পাবলিক সেক্টর আন্ডারটেকিং হোল্ডিং-এ অফিসার পদে কাজের অভিজ্ঞতা রয়েছে এমন প্রার্থীরা এই পদের জন্য আবেদন জানাতে পারবেন। তবে এই পদের জন্য আবেদনকারীর বয়স কখনও ৫৬ বছরের বেশি হওয়া চলবে না। এমনটাই জানা যাচ্ছে।

কীভাবে আবেদন পত্র পাঠাবেন

কীভাবে আবেদন পত্র পাঠাবেন

এই বিষয়ে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিয়ে স্পষ্ট ভাবে জানানো হয়েছে। তবে আবেদল পত্র সরাসরি - ডাইরেক্টর (এইচআর) ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই), আঞ্চলিক অফিস, 3য় তলা, উত্তর প্রদেশ সমাজ কল্যাণ নির্মাণ নিগম বিল্ডিং, "এলসি-461 ভি, বিভূতি খণ্ড, গোমতী নগর, লখনউ-226010।- এই ঠিকানাতে পাঠাতে হবে। এই পদে আবেদনের আগে ভালো করে বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। বিস্তারিত তথ্য সমস্ত সেখানেই বিস্তারিত বলা হয়েছে।

করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। আর তা নিয়ন্ত্রণে আসার পর নতুন করে সমস্ত জায়গাতে নিয়োগ শুরু হয়েছে। সরকারি এবং বেসরকারি সমস্ত সেক্টরে এই নিয়োগ চলছে। এই সুযোগ মিস করবেন না।

টেট পরীক্ষার OMR sheet কেন নষ্ট? মানিক ভট্টাচার্যকে তলব করে সিবিআই তদন্তের নির্দেশ টেট পরীক্ষার OMR sheet কেন নষ্ট? মানিক ভট্টাচার্যকে তলব করে সিবিআই তদন্তের নির্দেশ

English summary
job at UIDAI for aadhar card details in bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X