
ভারত জুড়ে বড় পরিকল্পনা Samsung-এর! IIT এবং ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে শত-শত ইঞ্জিনিয়ার নিয়োগের ভাবনা
দেশ জুড়ে থাকা তাদের R&D ইনস্টিটিউটগুলির জন্য প্রায় এক বাজার ইঞ্জিনিয়ার নিয়োগের পরিকল্পনা করেছে কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড স্যামসাং। সেই কালিকায় রয়েছে ব্যাঙ্গালোর, নয়ডা, দিল্লির R&D ইনস্টিটিউট। এছাড়াও বেঙ্গালুরুতে স্যামসাং সেমিকন্ডাক্টর ইন্ডিয়া রিসার্চ সেন্টার রয়েছে। এইসব ইঞ্জিনিয়াররা কাজে যোগ দেবেন ২০২৩ সালে।

যে সব বিষয়ের জন্য নিয়োগ
যে সব বিষয়ের জন্য ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে, তার মধ্যে রয়েছে আর্টিফিশিয়চাল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, ইমেজ প্রসেসিং, কানেক্টিভিটি, ক্লাউড, বিগ ডেটা, বিজনেস ইন্টেলিডেন্স, প্রিডিক্টিভ অ্যানালিসিস, কমিউনিকেশন নেটওয়ার্ক, সিস্টেম অন এ চিপ এবং স্টোরেজ সলিউশন।
স্যামসাং-এর কম্পিউটার সায়েন্স এবং সহযোগী শাখা, তথ্য প্রযুক্তি, ইলেকট্রনিক্স, ইন্সট্রুমেন্টেশন, এমবেডেড সিস্টেম, কমিউনিকেশনের মতো একাধিক স্ট্রিম থেকে ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। এছাড়াও গণিত, কম্পিউটিং, সফটঅয়্যার ইঞ্জিনিয়ারিং-এর মতো স্ট্রিমগুলি থেকেও নিয়োগ করবে স্যামস্যাং।

লক্ষ্য ডিজিটাল ইন্ডিয়াকে শক্তিশালী করা
স্যামসাং ইন্ডিয়ার মানব সম্পদ বিভাগের প্রধান সমীর ওয়াধাওয়ান বলেছেন ডিজিটাল ইন্ডিয়াকে শক্তিশালী করার দৃষ্টিভঙ্গী নিয়ে তারা আরও এ গিয়ে যাবেন। যে জন্য উদ্ভাবন ও অত্যাধুনিক প্রযুক্তির ওপরে তাদের ফোকাশ জোরদার করছেন। উদ্ভাবন, প্রযুক্তি, পণ্য এবং ডিডাইনের ওপরে কাজ করে এইসব ইঞ্জিনিয়াররা মানুষের জীবনকে সমৃদ্ধশালী করে তুলবেন।

কোন কোন জায়গা থেকে নিয়োগ
স্যামসাং-এর R&D কেন্দ্রগুলি আইআইটি খড়গপুর, মাদ্রাজ, দিল্লি, হায়দরাবাদ, বোম্বে, রুরকি, কানপুর, গুয়াহাটি, ভুবনেশ্বর থেকে প্রায় ২০০ ইঞ্জিনিয়ার নিয়োগ করবে। ইতিমধ্যেই তারা আইআইটি এবং অন্য শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মধ্যে থেকে ৪০০ জনকে প্লেসমেন্ট অফারও করেছে।

ভারতে স্যামসাং যেসব বিষয় নিয়ে কাজ করছে
ভারতে স্যামসাং-এর গবেষণা কেন্দ্রগুলি মাল্টি ক্যামেরা সলিউশনস, টেলিভিশন, ডিজিটাল অ্যাপ্লিকেশন, 5G, 6G এবং আলট্রা ওয়াইব্যান্ড অয়্যারলে, কমিউনিকেশন প্রোটোকলের মতো ক্ষেত্রে সাড়ে সাত হাজারের বেশি পেটেন্ট জমা দিয়েছে। এই পেটেন্টগুলির মধ্যে অনেকগুলি স্যামসাং-এর সহযোগী গ্যালাক্সি স্মার্টফোন, স্মার্টওয়াচ, নেটওয়ার্ক সরঞ্জাম, ডিজিটাল অ্যাপ্লিকেশনসের ওপরে।
(ফাইল ছবি)
Gujarat Election 2022: কীভাবে দাঙ্গা মুক্ত গুজরাত? রামভক্তদের 'অবদান' স্মরণ করলেন যোগী আদিত্যনাথ