For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

TCS MBA Hiring: freshers পদে বিপুল নিয়োগ করতে চলেছে TCS! অনলাইনেই এখনই করুন আবেদন

TCS MBA Hiring: freshers পদে বিপুল নিয়োগ করতে চলেছে TCS! অনলাইনেই এখনই করুন আবেদন

  • |
Google Oneindia Bengali News

চাকরির বাজারে বড় খবর। করোনা পরিস্থিতিতে খুব খারাপ সময়ের মধ্যে যাচ্ছে পরিস্থিতি। যদিও ধীরে ধীরে বদলাচ্ছে পরিস্থিতি। আর এই অবস্থায় কর্মসংস্থানে বড়সড় পদক্ষেপ Tata Consultancy Services। একাধিক পদের জন্যে কর্মী নিয়োগ করতে চলেছে TCS। তবে MBA freshers পদের জন্যে এই নিয়োগ করা হবে। গোটা দেশেই সবথেকে বড় এই নিয়োগ করতে চলেছে অন্যতম বড় এই IT সংস্থা। দেশের যে কোনও জায়গা থেকে MBA freshers -রা আবেদন করতে পারবেন।

৯ নভেম্বর তারিখের মধ্যে করতে হবে আবেদন

৯ নভেম্বর তারিখের মধ্যে করতে হবে আবেদন

TCS MBA Hiring এই চাকরির জন্যে আবেদন করতে হলে অবশ্যই ৯ নভেম্বর তারিখের মধ্যে করতে হবে। কারন এই পদে আবেদন করার শেষ তারিখ ৯ নভেম্বর। খুব শীঘ্রই সংস্থা টেস্ট এবং ইন্টারভিউয়ের জন্যে তারিখ ঘোষণা করবে। তবে মাথায় রাখতে হবে এই পদের জন্যে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর নুন্যতম বয়স হতে হবে ১৮ বছর। শুধু তাই নয়, সর্বোচ্চ ২৮ বছর পর্যন্ত এই পদের জন্যে আবেদন করা যাবে। ফলে দেরি না করে এখনই সংস্থার তরফে দেওয়া নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিন।

জরুরি তথ্য

জরুরি তথ্য

সংস্থার তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২০, ২০২১ এবং ২০২২ সালে এমবিএ ডিগ্রি পাওয়া যুবক-যুবতিরাও এই পদের জন্যে আবেদন জানাতে পারবেন। আর এই সংস্থাতে কাজ পেয়ে নিজেদের জায়গা আরও মজবুত রাখতে পারবেন। এমনটাই জানাচ্ছে সংস্থা।

TCS MBA HIRING: কীভাবে আবেদন করবেন?

TCS MBA HIRING: কীভাবে আবেদন করবেন?

খুব গুরুত্বপূর্ণ। বিজ্ঞপ্তিতে যেমন ভাবে বলা হয়েছে তেমন ভাবেই আবেদন করতে হবে। না হলে বাতিল হয়ে যেতে পারে আবেদনও। আর সেই কারনে অবশ্যই আবেদন সংক্রান্ত তথ্যগুলি জেনে রাখা দরকার। ফলে প্রথমেই TCS এর নেক্সট পর্টালে ক্লিক করতে হবে। লিঙ্কটি হল- nextstep.tcs.com/campus/#/। এরপর সেখানে রেজিস্টার করতে হবে। এরপর TCS MBA Hiring অপশণে গিয়ে ক্লিক করতে হবে। এখানে IT ক্যাটাগরি বেছে নিতে হবে এবং সমস্ত বিবরণ দিতে হবে সেখানে। এরপর আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি জমা দিতে হবে। এরপর Apply for Drive' ক্লিক করতে হবে। এরপর আপনি টেস্টের জন্যে থাকা মোডকে ক্লিক করতে হবে। এবং 'Apply' অপশনে ক্লিক করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা

B.Tech/ B.E. আর MBA/ ইন্টিগ্রেটেড MBA এই পদের জন্যে আবেদন করতে পারবেন। তবে আবেদনের আগে অবশ্যই সংস্থার তরফে দেওয়া নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিন। তবে মনে রাখতে হবে আবেদনকারী যুবক এবং যুবতিকে অবশ্যই ক্লাস ১০, ক্লাস ১২, গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশনে সমস্ত বিষয়ে নুন্যতম ৬০ শতাংশ নম্বর পেতেই হবে ।

কীভাবে বেছে নেওয়া হবে

কীভাবে বেছে নেওয়া হবে

পরীক্ষাতে ৪৭টি প্রশ্ন করা হবে। আর এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে মাত্র ৯০ মিনিট দেওয়া হবে। ২০-২০টি প্রশ্ন থাকবে Business Aptitude এবং Quantitative Aptitude সেকশন থেকে। এতে পাশ করলেই ইন্টারহিউতে ডাকা হবে। সেখানে পাশ করলেই TCS এর চাকরি হাতের মুঠোতে।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Recruitment starts in TCS, You can apply online, Here is the detail
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X