For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Recruitment 2023: পরীক্ষা না দিয়েই আয়কর দফতরে চাকরির সুযোগ, স্পোর্টস কোটায় করুন আবেদন

আয়কর দফতর স্পোর্টস কোটায় কর্মী নিয়োগ করবে। এ জন্যে কোনও পরীক্ষা দিতে হবে না আবেদনকারীকে। তাহলে...!!

  • |
Google Oneindia Bengali News

Income Tax Recruitment 2023: চাকরির বাজারে বড় খবর। বিশেষ করে যারা সরকারি চাকরির খোঁজ করছেন তাঁদের জন্যে বড় খবর। আয়কর দফতরে (Income Tax) মোটা বেতনে চাকরির সুযোগ। একাধিক শূন্যপদের (Income Tax Recruitment 2023) জন্যে নিয়োগ করবে আয়কর দফতর।

তবে এজন্যে আবেদনকারীকে কোনও পরীক্ষা দিতে হবে না! তাহলে কি করে মিলবে চাকরি (Recruitment 2023)? সমস্ত তথ্য সহ এই প্রতিবেদনে আলোচনা করা হল। কীভাবে কোথায় আবেদন করতে হবে সেই সমস্ত কিছুই এই প্রতিবেদনে বিস্তারিত ভাবে আলোচনা করা হল-

৭২ টি শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে

৭২ টি শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে

আয়কর দফতর (Income Tax) এই নিয়োগ করবে তামিলনাড়ু এবং পুদুচেরি এলাকার (Income Tax Recruitment 2023) জন্যে। ইনকাম ট্যাক্স ইনস্পেকটর, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট সহ মাল্টি টাস্কিং স্টাফ হিসাবে একাধিক নিয়োগ করা হবে। ইতিমধ্যে আয়কর দফতরের (Recruitment 2023) তরফে বিস্তারিত জানিয়ে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। মোট ৭২ টি শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে। বলে রাখা প্রয়োজন, স্পোর্টস কোটাতে এই শূন্যপদের জন্যে আবেদন করা যাবে বলে জানানো হয়েছে।

কারা এই পদের জন্যে আবেদন করতে পারবে?

কারা এই পদের জন্যে আবেদন করতে পারবে?

এই বিষয়ে বিস্তারিত ভাবে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। ইনকাম ট্যাক্স ইনস্পেকটর পদের জন্যে আবেদন করতে হলে আবেদনকারীকে স্নাতক হতে হবে। ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদের আবেদনকারীকে স্নাতন হতে হবে। এছাড়াও ডাটা এন্ট্রি স্পিড প্রতি ঘন্টায় ৮ হাজার হতে হবে। এছাড়াও মাল্টি টাস্কিং পদের জন্য ক্লাস ১০ পাশ করেছেন এমন সমস্ত যুবক-যুবতী এই পদের জন্যে আবেদন করতে পারবেন। এই বিষয়ে আরও জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি পড়ে নিতে হবে।

বেতন সংক্রান্ত তথ্য-

বেতন সংক্রান্ত তথ্য-

আয়কর দফতর বেশ কয়েকটি মাধ্যমে যোগ্য প্রার্থীকে শূন্যপদের জন্য বেছে নেবে। জানা যাচ্ছে, 9300 টাকা থেকে 34800 টাকা পর্যন্ত মাসিক বেতন হিসাবে দেওয়া হবে যোগ্য প্রার্থীকে। যদিও ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এবং এমটিএস পদের জন্যে বেছে নেওয়া প্রার্থীকে প্রতি মাসে 5200-20200 টাকা দেওয়া হবে বলে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে স্পষ্ট ভাবে জানানো হয়েছে।

কীভাবে করবেন আবেদন

কীভাবে করবেন আবেদন

এই শূন্যপদের জন্য আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে তা করতে হবে। এমনটাই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। ফলে আবেদনের আগে অবশ্যই বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে। এজন্যে এই লিঙ্কে- https://www.tnincometax.gov.in/sportsquota/application2022.php- ক্লিক করতে বলা হয়েছে। বিস্তারিত জেনেই এই শূন্যপদের জন্যে আবেদন করতে বলা হয়েছে।

English summary
recruitment starts in Income Tax department, one can apply in sports quota
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X