For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন্দ্রীয় যুবকল্যাণ দফতরে হাজার হাজার ভলান্টিয়ারি নিয়োগ, প্রতিমাসে মিলবে ভাতা

কেন্দ্রীয় সরকারের যুব কল্যাণ দফতরে হাজার হাজার ভলান্টিয়ার (volunteers) নিয়োগ (Recruitment ) করা হবে। এব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এইসব ভলান্টিয়ারদের বিভিন্ন সরকারি সচেতনতা মূলক প্রকল্পে ব্যবহার করা হবে। কোনও ক

  • |
Google Oneindia Bengali News

কেন্দ্রীয় সরকারের যুব কল্যাণ দফতরে হাজার হাজার ভলান্টিয়ার (volunteers) নিয়োগ (Recruitment ) করা হবে। এব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এইসব ভলান্টিয়ারদের বিভিন্ন সরকারি সচেতনতা মূলক প্রকল্পে ব্যবহার করা হবে। কোনও কোনও ক্ষেত্রে জরুরি কাজেও নিয়োগ করা হতে পারে। তবে এই কাজ মাত্র দুবছরের জন্য। এই কাজে মাসে মাসে ভাতাও দেবে কেন্দ্রীয় সরকার।

নন্দাদেবীতে তুষার ধসে ধুয়ে সাফ তাপোভান জলবিদ্যুৎ প্রকল্প! যোশী মঠে বিপদসামী ছাড়াল জলস্তরনন্দাদেবীতে তুষার ধসে ধুয়ে সাফ তাপোভান জলবিদ্যুৎ প্রকল্প! যোশী মঠে বিপদসামী ছাড়াল জলস্তর

শিক্ষাগত যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা

প্রাথমিক শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলে, কম্পিউটার, মোবাইল অ্যাপ ব্যবহার জানলে এবং নেহরু যুব কেন্দ্র সংগঠনের সদস্য হলে অগ্রাধিকার পাওয়া যাবে। তবে রেগুলার পাঠরত কোনও ছাত্রাছাত্রী এই ভলান্টিয়ারশিপের জন্য আবেদন করতে পারবেন না।

বয়সসীমা

বয়সসীমা

১ এপ্রিল, ২০২১ অনুযায়ী বয়স হতে হবে ১৮ থেকে ২৯ বছরের মধ্যে।

আবেদন

আবেদন

অনলাইনে আবেদন করা যাবে। আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। ২৫ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চের মধ্যে ইন্টারভিউ নেওয়া হবে। ১৫ মার্চের মধ্যে ফলাফল প্রকাষ আর ১ এপ্রিল, ২০২১ থেকে কাজে যোগ দেওয়ার সময়সীমা রাখা হয়েছে। https://nyks.nic.in/nycapp/main.asp গিয়ে আবেদন করা যাবে। এছাড়া https://nyks.nic.in/NewInitiatives/NYVSelection202021/Letters/NYVSelectionGuideline202122.pdf-এ গিয়ে বিস্তারিত বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে।

English summary
Recruitment of volunteers in the Central Youth Welfare Office
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X