For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আয়কর বিভাগে ট্যাক্স ইনস্পেক্টর-ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট-মাল্টি টাস্কিং স্টাফ! আবেদন করতে পারবেন মাধ্যমিক পাশেও

কলকাতায় আয়কর বিভাগে (Income tax) নিয়োগের (recruitment) বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে এই বিজ্ঞপ্তি খেলোয়াড় কোটার (sports quota) জন্য। একাধিক পদে লোক নেওয়া হবে। আবেদন করতে পারবেন মাধ্যমিক পাশ করেও। আবেদন করার

  • |
Google Oneindia Bengali News

কলকাতায় আয়কর বিভাগে (Income tax) নিয়োগের (recruitment) বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে এই বিজ্ঞপ্তি খেলোয়াড় কোটার (sports quota) জন্য। একাধিক পদে লোক নেওয়া হবে। আবেদন করতে পারবেন মাধ্যমিক পাশ করেও। আবেদন করার আগে নিয়োগের বিজ্ঞপ্তিটি ভাল করে পড়ে নিতে অনুরোধ করা হচ্ছে (নিচে লিঙ্ক দেওয়া আছে)।

শূন্যপদের সংখ্যা

শূন্যপদের সংখ্যা

ইনকাম ট্যাক্স ইনস্পেক্টর ১, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট ৫ এবং মাল্টি টাস্কিং স্টাফ ১৮।

যোগ্যতা

যোগ্যতা

  • ইনকাম ট্যাক্স ইনস্পেক্টরের ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। ১৮ এপ্রিল বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
  • ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। এছাড়াও প্রতি ঘন্টায় ৮০০০ কি ডিপ্রেশন স্পিড থাকতে হবে প্রার্থীর। ১৮ এপ্রিল ২০২২-এর নিরিখে বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছর বয়সের মধ্যে।
  • মাল্টি টাস্কিং স্টাফের ক্ষেত্রে কোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক কিংবা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ। ১৮ এপ্রিল ২০২২-এর নিরিখে বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছর বয়সের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী তফশিলি ভুক্ত এবং অন্যদের ক্ষেত্রে বয়সসীমায় ছাড় আছে।
খেলোয়াড় হিসেবে যোগ্যতা

খেলোয়াড় হিসেবে যোগ্যতা

ফুটবল, বাস্কেটবল, ভলিবল, ক্রিকেট, কবাডি, ব্রিড, দাবা, অ্যাথলেটিকস, জিমন্যাস্টিক নিয়ে আন্তর্জার্তিক, জাতীয়, ইন্টার ইউনিভার্সিটি কিংবা ইন্টার স্কুল প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতনক্রম

বেতনক্রম

  • ইনকাম ট্যাক্স ইনস্পেক্টরের ক্ষেত্রে পে লেভেল ৭ অনুযায়ী ৯৩০০-৩৪,৮০০+ গ্রেড পে ৪৬০০
  • ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে পে লেভেল ৪ অনুযায়ী ৫২০০-২০,২০০+ গ্রেড পে ২৪০০
  • মাল্টি টাস্কিং স্টাফ পদের জন্য পে লেভেল ১ অনুযায়ী ৫২০০-২০,২০০+ গ্রেড পে ১৮০০
আবেদন

আবেদন

আবেদন করতে হবে আগামী ১৮ এপ্রিল, ২০২২-এর সন্ধে ছটার মধ্যে ডাকযোগে আবেদন পাঠাতে হবে কিংবা সরাসরি গিয়েও আবেদন জমা করা যাবে। আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথি গেজেটেড অফিসারকে দিয়ে অ্যাটেসটেড করে জমা দিতে হবে। আবেদনপত্রের ওপরে নির্দিষ্ট শব্দও লিখে দিতে হবে।

https://incometaxindia.gov.in/Lists/Recruitment%20Notices/Attachments/31/Recruitment-of-Meritorious-Sportspersons-posts-of-ITI-TA-MTS-3-3-22.pdf

আন্দোলনের আঁচ পৌঁছবে নবান্নের ১৪ তলায়! স্কুলে ছাত্রীদের সম্মান নিয়ে 'বাংলার মেয়ে' মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুরআন্দোলনের আঁচ পৌঁছবে নবান্নের ১৪ তলায়! স্কুলে ছাত্রীদের সম্মান নিয়ে 'বাংলার মেয়ে' মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর

English summary
Recruitment of Meritorious Sportspersons to the posts of Income Tax Inspector, Tax Assistant & Multi-Tasking Staff
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X