For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্বাস্থ্য-পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনে স্বাস্থ্য কর্মী পদে নিয়োগ, কলকাতাতেই হবে পরীক্ষা

স্বাস্থ্য-পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনে স্বাস্থ্য কর্মী পদে নিয়োগ, কলকাতাতেই হবে পরীক্ষা

  • |
Google Oneindia Bengali News

দীর্ঘ দুবছরের বেশি সময় ধরে গোটা বিশ্ব করোনার মধ্যে দিয়ে গিয়েছে। বাদ যায়নি ভারতও। দেশেও করোনার ব্যাপক প্রভাব ছিল গত কয়েক বছর। যার ফলে দেশের অর্থনীতি কিছুটা হলেও টলমল হয়। যদিও ধীরে ধীরে পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক হয়েছে। নতুন করে চাঙ্গা হচ্ছে বাজার। আর অর্থনীতি উপরের দিকে উঠলেই নতুন করে চাকরির বাজারও তৈরি হচ্ছে। দেশে বিদেশে সব জায়গাতেই চাকরির বাজার ভালো। তবে এই মুহূর্তে একাধিক বেসরকারি সংস্থা নিয়োগ করছে। কর্মী নিয়োগ করছে কেন্দ্র এবং রাজ্য সরকারগুলিও।

স্বাস্থ্য কর্মী হিসাবে ব্যাপক নিয়োগ হবে

স্বাস্থ্য কর্মী হিসাবে ব্যাপক নিয়োগ হবে

সেখানে দাঁড়িয়ে চাকরি প্রার্থীদের জন্যে দারুন একটা সুযোগ। স্বাস্থ্য কর্মী হিসাবে ব্যাপক নিয়োগ হবে। জওহরলাল ইনস্টিটিউটে এই নিয়োগ করা হবে। কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের মাধ্যমে এই নিয়োগ হবে। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে জওহরলাল ইনস্টিটিউটের তরফে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছে। কীভাবে কোথায় আবেদন করবেন সমস্ত কিছু এই প্রতিবেদনে উল্লেকহ করা হল।

বিজ্ঞপ্তিতি এড়িয়ে যাবেন না

বিজ্ঞপ্তিতি এড়িয়ে যাবেন না

জওহরলাল ইনস্টিটিউটে এই নিয়োগ করা হবে। মূলত নার্সিং পদের জন্যে এই নিয়োগ করা হবে। অনলাইনের মাধ্যমে এই পদের জন্যে আবেদন করা যাবে। অনলাইনেই ফর্ম ফিলাপ করতে হবে। এরপর প্রয়োজনীয় নথি দিয়ে তা জমা দিতে হবে বলে জানানো হয়েছে। তবে আবেদনের আগে ভালো ভাবে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতি পড়ে নিতে হবে। এজন্যে এই লিঙ্কে- https://jipmer.edu.in/sites/default/files/Detailed%20Advertisement%20for%20Nursing%20Officer%20%202022_0.pdf- ক্লিক করতে হবে বলে জানানো হয়েছে।

৪৩৩ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ

৪৩৩ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ

জানা যাচ্ছে, ৪৩৩ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। জওহরলাল নেহেরু ইনস্টিটিউট অব পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন ও রিসার্চ, পুদুচেরিতে নিয়োগ করা হবে। মূলত স্বাস্থ্য কর্মী হিসাবেই এই নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। মাথায় রাখতে হবে এই পদের জন্যে আবেদনের শেষ তারিখ কিন্ত্য আগামী ১লা ডিসেম্বর। বেশ কয়েকটি ধাপের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে বলে জানা যাচ্ছে।

শিক্ষাগত যোগ্যতা-

শিক্ষাগত যোগ্যতা-

এই বিষয়ে বিস্তারিত ভালো হয়েছে। নার্সিং-এ বিএসসি করে থাকলে এই পদের জন্যে আবেদন করতে বলা হয়েছে। তবে তা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা স্টেট নার্সিং কাউন্সিল অনুমোদিত কোনও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে করতে হবে বলে স্পষ্ট ভাবে জানানো হয়েছে। মাথায় রাখতে হবে সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত কিন্ত্য এই পদের জন্যে আবেদন করা যাবে। যোগ্য প্রার্থীকে মোটা অঙ্কের বেতন দেওয়া হবে।

Sarkari Naukri: দেশজুড়ে ব্যাপক নিয়োগ করবে IOCL! কীভাবে কোথায় আবেদন জানুন Sarkari Naukri: দেশজুড়ে ব্যাপক নিয়োগ করবে IOCL! কীভাবে কোথায় আবেদন জানুন

English summary
Recruitment of Health workers under health ministry, exam to be taken in kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X