For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আর্মি পাবলিক স্কুলে নিয়োগের বিজ্ঞপ্তি, কয়েক হাজার শিক্ষকের চাকরি

আর্মি পাবলিক স্কুলে নিয়োগের বিজ্ঞপ্তি, কয়েক হাজার শিক্ষকের চাকরি

  • |
Google Oneindia Bengali News

সারা দেশের আর্মি পাবলিক স্কুলগুলিকে (Army public School) শিক্ষক (teacher) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পোস্ট গ্র্যাজুয়েট টিচার, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার এবং প্রাইমারি টিচার নিয়োগ করা হবে। সব মিলিয়ে ১৩৬ টি স্কুলে প্রায় ৮৭০০ টি পদে এই নিয়োগ সম্পন্ন হবে। এব্যাপারে নোটিস দিয়েছে আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোশ্যাইটি।

যেসব বিষয়ে শিক্ষক নিয়োগ

যেসব বিষয়ে শিক্ষক নিয়োগ

যেসব বিষয়ে শিক্ষক নিয়োগে জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেগুলি হল ইংরেজি, হিন্দি, ইকনোমিক্স, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, ইতিহাস, ভুগোল, পলিটিক্যাল সায়েন্স, অঙ্ক, ফিডিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বায়োটেকনোলজি, কম্পিউটার সায়েন্স, সাইকোলজি, কমার্স, ফিজিক্যাল এডুকেশন, হোম সায়েন্স, ইনফরমেটিক্স।

যোগ্যতা

যোগ্যতা

পোস্ট গ্র্যাজুয়েট টিচারের ক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েশনের সঙ্গে বিএড ডিগ্রি থাকতে হবে। ট্রেইন্ড গ্র্যাজুয়েট টিচারের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক এবং সঙ্গে বিএড। পিআরটি-র ক্ষেত্রে সংশ্লিস্ট বিষয়ে স্নাতক ডিগ্রি ছাড়াও এলিমেন্টারি এড়ুকেশনে দু-বছরের ডিপ্লোমা কিংবা বিএড। সব ক্ষেত্রেই ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে।

বয়সসীমা

বয়সসীমা

নতুন প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে ৪০ বছরের কম। এছাড়া যেসব প্রার্থীর গত ১০ বছরে ৫ বছরের কম টিচিং অভিজ্ঞতা রয়েছে, তাঁদের ক্ষেত্রে বয়স হতে হবে ৫৭ বছরের কম। বয়স হতে হবে ১ এপ্রিল ২০২১-এর হিসেবে।

প্রার্থী বাছাই

প্রার্থী বাছাই

প্রার্থী বাছাই করা হবে অনলানই স্ক্রিনিং টেস্ট, ইন্টারভিউ, টিচিং স্কিল এবং কম্পিউটারে কাজের দক্ষতার ওপরে। এছাড়াও প্রার্থীর নথিপত্র যাচাইও করা হবে। তবে অনলাইন স্ক্রিনিং টেস্ট পাশ করলে তবেই ইন্টারভিউ ও টিচিং স্কিলের পরীক্ষা দেওয়া যাবে।

১ ফেব্রুয়ারি ২০২২ থেকে মক টেস্টের জন্য অনলাই রেডিস্ট্রেশনের জন্য পোর্টাল খোলা হবে। একদিকে যেমন পরীক্ষা কেন্দ্রের তালিকা ওয়েবসাইটে দেওয়া থাকছে, অন্যদিকে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে প্রার্থীরা বাড়ি থেকেও পরীক্ষা দিচে পারবেন।
তবে অনলাইন স্ক্রিনিং টেস্টে বসার জন্য সিটেট কিংবা টেট পাশ না করলেও চলবে।

পরীক্ষার দিন ও ফল

পরীক্ষার দিন ও ফল

পরীক্ষা নেওয়া হবে ২০২২-এর ১৯ ও ২০ ফেব্রুয়ারি। ফল বের করা হবে ২৮ ফেব্রুয়ারি। পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে ১০ ফেব্রুয়ারি থেকে।

 পরীক্ষার ফি

পরীক্ষার ফি

পরীক্ষার ফি হিসবে দিতে হবে ৩৮৫ টাকা। অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এই ফি দেওয়া যাবে।

আবেদনের পদ্ধতি

আবেদনের পদ্ধতি

আবেদনকারীদের বৈধ ইমেল আইডি এবং মোবাইল নম্বর থাকতে হবে। https://register.cbtexams.in/AWES/Registration/-এ গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। ২৮ জানুয়ারি পর্যন্ত এই আবেদন করা যাবে। আবেদনকারীরা বিস্তারিত তথ্য এই লিঙ্কে গিয়েই পেয়ে যাবেন। আবেদন করার আগে বিস্তারিত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে অনুরোধ করা হচ্ছে আবেদনকারীদের। এছাড়া অন্য তথ্য কিংবা আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোশ্যাইটি সম্পর্কে জানতে ক্লিক করতে পারেন https://www.awesindia.com/

English summary
Recruitment of 8700 teachers in Army Public Schools
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X