For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতার ভ্যারিয়েবেল এনার্জি সাইক্লোট্রন সেন্টারে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

কলকাতার ভ্যারিয়েবেল এনার্জি সাইক্লোট্রন সেন্টারে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

  • |
Google Oneindia Bengali News

কলকাতার ভ্যারিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টারে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কোন কোন প্রার্থীরা এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন, তাঁদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের সীমা কত থাকা প্রয়োজন, তা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কবে থেকে কবের মধ্যে আবেদন করা যাবে, তাও বলে দেওয়া হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

কলকাতার ভ্যারিয়েবেল এনার্জি সাইক্লোট্রন সেন্টারে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

মোট শূন্যপদ - ৫২

কোন কোন শূন্যপদ
১) মহিলা নার্স

২) সাব অফিস বি

৩) ড্রাইভার

৪) ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট

৫) ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট

৬) স্টাইপেন্ডারি ট্রেনি

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
১) মহিলা নার্স - জিএনএম বা বিএসসি নার্সিং।

২) সাব অফিস বি - ৫০ শতাংশ নম্বর নিয়ে ১০+২ (রয়ায়ন নিয়ে বিজ্ঞান) পরীক্ষায় পাস।

৩) ড্রাইভার - দশম শ্রেণি পাস + ভারী যানের জন্য ড্রাইভিং লাইসেন্স + মোটর মেকানিজিমে জ্ঞান।

৪) ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট - দশম শ্রেণি পাস।

৫) ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট - দশম শ্রেণি পাস।

৬) স্টাইপেন্ডারি ট্রেনি - ক্যাটাগরি অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা (বিজ্ঞপ্তি দেখতে হবে)।

বয়সের সীমা
১) মহিলা নার্স - ১৮ থেকে ৩০ বছর।

২) সাব অফিস বি - ১৮ থেকে ৪০ বছর।

৩) ড্রাইভার - ১৮ থেকে ২৭ বছর।

৪) ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট - ১৮ থেকে ২৭ বছর।

৫) ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট - সর্বনিম্ন ১৮ বছর।

৬) স্টাইপেন্ডারি ট্রেনি - পদ অনুযায়ী বয়স (বিজ্ঞপ্তি দেখতে হবে)।

আবেদনের ফি
১) জেনারেল - ১৫০ টাকা

২) এসসি/এসটি - কোনও টাকা দিতে হবে না।

৩) নেট ব্যাঙ্কিং/ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে ফি জমা দিতে হবে।

বেতন
১) মহিলা নার্স - ৪৪,৯০০ টাকা (বেসিক)।

২) সাব অফিস বি - ৩৫,৪০০ টাকা (বেসিক)।

৩) ড্রাইভার - ১৯,৯০০ টাকা (বেসিক)।

৪) ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট - ১৮,০০০ টাকা (বেসিক)।

৫) ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট - ১৮,০০০ টাকা (বেসিক)।

৬) স্টাইপেন্ডারি ট্রেনি - ১৬,০০০ থেকে ১৮,০০০ টাকা (স্টাইপেন্ড) এবং ১০,৫০০ থেকে ১২,৫০০ টাকা (স্টাইপেন্ড)।

গুরুত্বপূর্ণ দিন
১) আবেদন জমা দেওয়া শুরু - ১০/০৪/২০২১

২) আবেদন জমা দেওয়ার শেষ দিন - ২০/০৫/২০২১

আবেদনের পদ্ধতি
১) অনলাইনে আবেদন করতে হবে।

২) https://recruitment.vecc.gov.in/eRecruitVECC/main_page.jsp?do=init&action=home&process=1D9125086B23377D62A8295593CD14D2 ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে।

৩) https://www.vecc.gov.in/writereaddata/upload/notification/Advt_No.VECC_01_2021.pdf লিংকে ক্লিক করে বিজ্ঞপ্তি দেখতে হবে।

English summary
Recruitment notice for Variable Energy Cyclotron Centre Kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X