For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পশ্চিমবঙ্গের জন্যে ভারতীয় ডাকবিভাগের একাধিক শূন্যপদে নিয়োগ, রইল বিস্তারিত

পশ্চিমবঙ্গের জন্যে ভারতীয় ডাকবিভাগের একাধিক শূন্যপদে নিয়োগ, রইল বিস্তারিত

  • |
Google Oneindia Bengali News

করোনা পরিস্থিতিতে বদলে গিয়েছে কাজের ছবিটা! ওয়ার্ক ফ্রম হোমে অভ্যস্ত হয়ে গিয়েছে সাধারণ মানুষ। যদিও বর্তমানে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রনে। ফের নতুন করে অফিসগুলি খুলতে শুরু করেছে। আর তা খুলতেই সরকারি এবং বেসরকারি সংস্থাতে ফের একবার কর্মসংস্থানের বাজারে তৈরি হচ্ছে। সেখানে দাঁড়িয়ে রাজ্যের কর্মপ্রার্থীদের জন্যে দারুন খবর। একাধিক পদের জন্যে নিয়োগ করতে চলেছে ভারতীয় ডাকঘর। পশ্চিমবঙ্গ ডাক বিভাগে গ্রুপ-সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞাপন দেওয়া হয়েছে।

একাধিক পদের জন্যে এই নিয়োগ

একাধিক পদের জন্যে এই নিয়োগ

ইতিমধ্যে পোস্ট অফিসের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। একাধিক পদের জন্যে এই নিয়োগ করা হবে। পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, শর্টিং অ্যাসিস্ট্যান্ট এবং পোস্টম্যান পদে কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের একাধিক জেলার জন্যে এই নিয়োগ করা হবে। পোস্টাল বিভাগের তরফে বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিস্তারিত ভাবে বলা হয়েছে। আবেদনের আগে অবশ্যই ভালো করে বিজ্ঞাপনটি দেখে নেওয়া জরুরি।

কোন পদে কত শূন্যপদে

কোন পদে কত শূন্যপদে

রাজ্যের একাধিক ডাকঘরের জন্যে এই নিয়োগ হবে। একাধিক পদের জন্যে এই নিয়োগ হবে। যেমন পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, শর্টিং অ্যাসিস্ট্যান্ট এবং পোস্টম্যান পদের জন্যে হবে এই নিয়োগ। বিজ্ঞপ্তি অনুযায়ী পোস্টাল অ্যাসিস্ট্যান্টের জন্যে শূন্যপদ ৫১টি। শর্টিং অ্যাসিস্ট্যান্টের জন্যেও হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদের জন্যে শূন্যপদ ২৫টি। এবং পোস্টম্যান পদের জন্যে শূন্যপদের সংখ্যা ৪৮টি। ইতিমধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা

একাধিক পদের জন্যে এই নিয়োগ হবে। তবে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে নুন্যতম উচ্চ মাধ্যমিক পাশ করতেই হবে। দেশের যে কোনও বোর্ড থেকে পাশ করলেই এই পদের জন্যে আবেদন করতে পারা যাবে। পাশাপাশি প্রার্থীদের থাকতে হবে বেসিক কম্পিটার কোর্সের সার্টিফিকেটও। এছাড়াও বাংলা ভাষা লেখা এবং পড়তে জানতে হবে। আরও উচ্চ শিক্ষার বিষয়ে জানতে ডাকঘরের তরফে দেওয়া বিজ্ঞপ্তি ভালো করে পড়ে নিন।

বয়স এবং জরুরি তথ্য

বয়স এবং জরুরি তথ্য

একাধিক পদের জন্যে এই নিয়োগ হবে। তবে এই পদগুলির জন্যে নুন্যতম বয়স হতে হবে আবেদনকারীর ১৮ বছর। তবে বিজ্ঞপ্তি অনুযায়ী সর্বোচ্চ এই পদগুলির জন্যে ২৭ বছর পর্যন্ত আবেদন করা যাবে। তবে সংরক্ষিত প্রার্থীরা বয়সের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী নির্দিষ্ট ছাড় পাবেন। এছাড়াও স্কুলের খেলায় অংশ নেওয়া খেলোয়াড়রাও আবেদন করতে পারবেন। এই কর্মী নিয়োগ হবে স্পোর্টস কোটায়।

কীভাবে আবেদন

কীভাবে আবেদন

পুরোটাই অফলানের মাধ্যমে আবেদন করতে হবে। এমনটাই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের আবেদনপত্রটি রেজিস্টার পোস্ট অথবা স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। সাধারণ পোস্ট, কুরিয়ার অথবা বাই হ্যান্ডে আবেদন পাঠলে সেই আবেদনপত্রটি গ্রাহ্য করা হবে না। Chief Postmaster General, West Bengal Circle, kolkala-700 012। এই ঠিকানাতে পাঠাতে আবেদন। তবে মনে রাখবেন এই পদে আবেদন করার শেষ তারিখ আগামী ২৪ ডিসেম্বর ২০২১। এই সময়ের বাইরে পাঠালে তা গ্রাহ্য হবে না।

মাথায় রাখতে হবে!

মাথায় রাখতে হবে!

অনলাইনের মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন লেখা হয়েছে। আবেদনের আগে ভালো করে ডাকঘরের তরফে বিজ্ঞপ্তিটি দেখেই আবেদন করুন।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Recruitment in west bengal Post office, how to apply, know the details
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X