For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাওড়া-শিয়ালদহ ডিভিশনে কয়েক হাজার শূন্যপদে নিয়োগ, মাধ্যমিক পাশেই করুন আবেদন

চাকরির বাজারে বড় খবর। বেশ কয়েকটি শূন্যপদের জন্য এই রেল এই নিয়োগ করবে। আর বেশিরভাগটাই বাংলার একাধিক ডিভিশনে হবে।

  • |
Google Oneindia Bengali News

Eastern Railway Units এবং Railway Recruitment Cell, Eastern Railway (RRC/ER) একাধিক পদের জন্য নিয়োগ করতে চলেছে। চাকরির বাজারে বড় খবর। বেশ কয়েকটি শূন্যপদের জন্য এই রেল এই নিয়োগ করবে। আর বেশিরভাগটাই বাংলার একাধিক ডিভিশনে হবে।

অনলাইন এবং অফলাইনের মাধ্যমে এই পদের জন্য আবেদন করতে পারবেন। কীভাবে কোথায় এই আবেদন করতে হবে তা বিস্তারিত ভাবে এই প্রতিবেদনে আলোচনা করা হল। যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের দ্রুত এই পদের জন্য আবেদন করতে বলা হয়েছে। বাংলার ছেলে মেয়েদের জন্যে চাকরির বাজারে বড় খবর অবশ্য এটি।

শূন্যপদ সংক্রান্ত খবর-

শূন্যপদ সংক্রান্ত খবর-

হাওড়া, শিয়ালদহ, কাঁচরাপাড়া, আসানসোল সহ বেশ কয়েকটি ডিভিশনে এই নিয়োগ করা হবে। ফিটার, কারপেন্টার, পেন্টার, ওয়ারম্যান সহ একাধিক শূন্যদের জন্য এই ডিভিশনগুলিতে নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে। Eastern Railway Units এবং Railway Recruitment Cell এই নিয়োগ করবে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে নিয়োগ সংক্রান্ত সেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বলেই খবর। জানা যাচ্ছে, ৩১১৫ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। আর তা হবে একেবারে ফুল টাইমের জন্যে।

জরুরি তথ্য-

জরুরি তথ্য-

Eastern Railway Units এবং Railway Recruitment Cell এই নিয়োগ করবে। মূলত দুটি পদ্ধতিতে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে। প্রথমে একটি মেরিট লিস্ট প্রকাশ হবে। এরপর Document Verification-এর মাধ্যমে রেল শূন্যপদের জন্য যোগ্য প্রার্থীকে বেছে নেবে। মাসে ৫৬ হাজার টাকা বেতন দেওয়া হবে। পশ্চিমবঙ্গের একাধিক ডিভিশনে এই নিয়োগ হবে। মহিলা এবং পুরুষ উভয় এই পদের জন্যে আবেদন করতে পারবেন।

কীভাবে নিয়োগ-

কীভাবে নিয়োগ-

রেলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই বিষয়ে আবেদন করতে হবে। এজন্যে https://rrcer.কম/ - এই লিঙ্কে ক্লিক করতে হবে। তবে আবেদনের আগে রেলের তরফে দেওয়া নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে। এজন্যে এই লিঙ্কে https://rrcer.কম/ - ক্লিক করতে বলা হয়েছে। ওয়েবসাইটে এই বিষয়ে বিস্তারিত ভাবে বলা হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা-

শিক্ষাগত যোগ্যতা-

এই বিষয়ে স্পষ্ট ভাবে জানানো হয়েছে। আবেদনকারীকে নুন্যতম ক্লাস ১০ কিংবা ১২ পাশ করতেই হবে। যে কোনও বোর্ড থেকে পাশ করলেই এই পদের জন্যে আবেদন করা যাবে। নুন্যতম ১৮ বছর বয়স থেকে এই পদের জন্যে আবেদন করতে বলা হয়েছে। সমস্ত জরুরি তথ্য পড়ে এবং জেনে নিয়েই আবেদন করতে বলা হয়েছে।

English summary
Recruitment in rail, howrah and Sealdah division, apply now
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X