For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উচ্চমাধ্যমিক যোগ্যতায় সেনাবাহিনী ও নৌবাহিনীতে চাকরি, পরীক্ষা নেবে UPSC

সেনাবাহিনী ও নৌবাহিনীতে চাকরি, পরীক্ষা নেবে UPSC

Google Oneindia Bengali News

সেনাবাহিনী এবং নৌবাহিনীতে নিয়োগ করা হবে ইউপিএসসির (UPSC) মাধ্যমে। ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি (NDA) এবং ন্যাভাল অ্যাকাডেমির (NA) ২০২২-এর পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে কোনও ভারতীয় নাগরিক নির্দিষ্ট যোগ্যতায় আবেদন করতে পারেন। এগজামিনেশন নোটিশ নম্বর 10/2022-NDA-II.

শূন্যপদ

শূন্যপদ

ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে ৩৭০ টি ( ১০ মহিলা প্রার্থী-সহ সেনাবাহিনীতে ২০৮ জন), নৌসেনায় ৪২ জন মহিলা এবং বিমান বাহিনীতে ১২০ জন। ন্যাভাল অ্যাকাডেমিতে ৩০ টি পদে শুধুমাত্র পুরুষপ্রার্থীরাই আবেদন করতে পারবেন।

 যোগ্যতা

যোগ্যতা

ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির ক্ষেত্রে প্রার্থীকে স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। অন্যদিকে ন্যাভাল অ্যাকাডেমির জন্য পদার্থবিদ্যা, রয়াসন এবং অঙ্ক-সহ উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমা

বয়সসীমা

প্রার্থীদের বয়স জন্ম হতে হবে ২ জানুয়ারি ২০০৪-এর আগে নয় এবং ১ জানুয়ারি ২০০৭-এর পরে নয়। অবিবাহিত পুরুষ ও মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন।

পরীক্ষার তারিখ

পরীক্ষার তারিখ

পরীক্ষা নেওয়া হবে ২০২২-এর ৪ সেপ্টেম্বর, রবিবার।

আবেদনের ফি

আবেদনের ফি

১০০ টাকা দিতে হবে ভিসা/ মাস্টার/ রুপে/ ক্রেডিট কার্ড/ ডেবিট কার্ড/ ইউপিআই পেমেন্টের মাধ্যমে। তবে তফশিলি জাতি, উপজাতি ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য কোনও ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি

আবেদনের পদ্ধতি

https://www.upsconline.nic.in/ ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। প্রার্থীদের বৈধ ইমেল আইডি এবং মোবাইল নম্বর থাকতে হবে। এক্ষেত্রে আবেদন করা যাবে ২০২২-এর ৭ জুন পর্যন্ত।
তবে আবেদন করার আদে প্রার্থী পুরো বিজ্ঞপ্তিটি আগে পড়ে নিতে অনুরোধ করা হচ্ছে। https://upsc.gov.in/sites/default/files/ExamNoti_NDA_NA_II_2022_Eng_18052022.pdf

English summary
Recruitment in National Defence Academy Naval Academy through UPSC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X