Army Recruitment: ক্লাস ১০ এবং ১২ পাশে ভারতীয় সেনাতে ব্যাপক নিয়োগ, আবেদনের শেষ তারিখ ৮ জানুয়ারি
Indian Army Recruitment 2022, Indian Army Bharti 2022: ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে দেশের করোনা পরিস্থিতি। আর তা হতেই দেশে ফের একবার তৈরি হচ্ছে কর্মসংস্থানের বাজার। একাধিক সংস্থাতে কর্মী নিয়োগ শুরু হচ্ছে। শুধু সরকারি ক্ষেত্রেই নয়, বেসরকারি ক্ষেত্রগুলিতেও নতুন করে কর্মসংস্থানের পথ খুলে যাচ্ছে।
বেকার সমস্যা সমাধানে যা গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তবে এই অবস্থায় ভারতীয় সেনায় (Indian Army Recruitment 2022) যারা কাজ করতে চান তাদের জন্যে স্বস্তির খবর।

নিয়োগ করতে চলেছে ভারতীয় সেনা
দেশের জন্যে কিছু করার স্বপ্ন দেখেন! তাহলে অবশ্যই আপনার জন্যে বড় খবর। নিয়োগ করতে চলেছে ভারতীয় সেনা। ইতিমধ্যে নিয়োগ সংক্রান্ত (Indian Army Recruitment 2022) বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ঝাড়খন্ডের রামগড় ক্যানটোনমেন্টে Sikh Regimental Center and Punjab Regimental Center-এর গ্রুপ সি পদের জন্যে এই নিয়োগ করা হবে। সেনার একাধিক পদের জন্যে এই নিয়োগ করা হবে।

১৫টি পদের জন্যে এই নিয়োগ করা হবে
বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ১৫টি পদের জন্যে এই নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তিতে বিস্তারিত ভাবে বলা হয়েছে। জানা গিয়েছে, এই তালিকাতে ডিভিশনাল ক্লার্ক, কুক, টেলর সহ বেশ কয়েকটি (Indian Army Bharti 2022) শূন্যপদের জন্যে এই নিয়ীগ করা হবে। ভারতীয় সেনার ওয়েবসাইটে এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। ওয়েবসাইটটি হল- indianarmy.nic.ইন। এখানেই বিস্তারিত ভাবে বলা হয়েছে।

অফলাইনের মাধ্যমে করতে হবে
এই পদের জন্যে আবেদন অফলাইনের মাধ্যমে করতে হবে। উপরে দেওয়া ওয়েবসাইটে গিয়ে আবেদনের জন্যে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। আর তা ফিলআপ করে সংশ্লিষ্ট ঠিকানাতে পাঠাতে হবে। তবে মাথায় রাখতে হবে এই পদগুলির জন্যে আবেদনের শেষ তারিখ ৮ জানুয়ারি ২০২২। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে ভালো করে ওয়েবসাইটি পড়ে নিন। না হলে বাতিল হয়ে যেতে পারে আপনার আবেদন।

কোন পদে কত নিয়োগ
ভারতীয় সেনার তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বিস্তারিত ভাবে বলা হয়েছে। কোন পদের জন্যে কত নিয়োগ। বিজ্ঞপ্তি অনুযায়ী সিখ রেজিমেন্টে এলডিসির জন্যে একজন, রান্নার লোকের জন্যে শূন্যপদের সংখ্যা চারটি এবং bootmaker পদের জন্যেও কর্মী নিয়োগ করা হবে। এতে শূন্যপদের জন্যে একটি। অন্যদিকে পঞ্জাব রেজিমেন্টের জন্যেও বেশ কয়েকটি নিয়োগ হবে। কুক হিসাবে ছয়জনকে নিয়োগ করা হবে। washer man হিসাবে একজনকে নিয়োগ করবে। কারপেন্টার কাজ জানা লোকের প্রয়োজন। এই পদের জন্যে একজনকে নিয়োগ করা হবে। টেলর পদের জন্যেও একজনকেও নিয়োগ করা হবে। তবে আবেদনের আগে অবশ্যই ভালো ভাবে বিজ্ঞপ্তিটি পড়ে নিন।