১ লক্ষ ৪০ হাজার শূন্যপদে নিয়োগ করবে রেল, পরীক্ষা শুরুর সিদ্ধান্ত করোনাকালে
সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবার রেলওয়েও সিদ্ধান্ত নিয়ে নিল প্রবেশিকা পরীক্ষার। ভারতীয় রেলওয়েতে চাকরির জন্য ২০২০-র ১৫ ই ডিসেম্বর থেকে ১,৪০,৬৪০টিরও বেশি শূন্যপদে পরীক্ষা নেওয়া শুরু করবে রেল। রেলওয়ে ১,৪০,৬৪০টি শূন্যপদের বিপরীতে প্রায় ২.৪২ কোটি আবেদন পেয়েছে। যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং পরীক্ষাগুলি হবে কম্পিউটারভিত্তিক।

রেলওয়ে তিনটি বিভাগে শূন্যপদের জন্য করোনা ভাইরাস মহামারী প্রাদুর্ভাবের আগে বিজ্ঞপ্তি জারি করেছিল। করোনা লকডাউনের কারণে রেলওয়ে পরীক্ষা নিতে পারেনি। এনটিপিসির জন্য ৩৫ হাজার ২০৮টি শূন্যপদ (নন-প্রযুক্তিগত জনপ্রিয় বিভাগ যেমন রক্ষী, অফিসের কেরানি, বাণিজ্যিক কেরানি ইত্যাদি), বিচ্ছিন্ন ও মন্ত্রিসভা বিভাগের (স্টেনো ও শিখাদি ইত্যাদি) জন্য ১৬৬৩ এবং লেভেন ওয়ান পদে (ট্র্যাক রক্ষণাবেক্ষণকারী, পয়েন্টম্যান ইত্যাদি) জন্য ১ লক্ষ ৩ হাজার ৭৬৯টি শূন্যপদ। ।
এই পরীক্ষা পরিচালনার জন্য এসওপিগুলি তৈরি করা হচ্ছে এবং বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য কর্তৃপক্ষ দ্বারা নির্ধারিত সামাজিক দূরত্ব এবং অন্যান্য প্রোটোকল অনুসরণ করে পরীক্ষা হবে বলে জানা গেছে। উল্লেখ্য, জেইই ও নিট পরীক্ষা শুরু হয়েছে সুরক্ষা নিয়ে আলোচনা, বিতর্ক এবং মামলা-মোকদ্দমার পরে।