For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Railway Recruitment 2022: কোচ ফ্যাক্টারিতে ব্যাপক নিয়োগ, ক্লাস ১০ পাশ করলেই চাকরি

চাকরির বাজারে বড় খবর। যারা এই মুহূর্তে চাকরি খুঁজছেন তাঁদের কাছে অবশ্যই জরুরি এই প্রতিবেদন। ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি, ICF চেন্নাই'তে ব্যাপক নিয়োগ করা হবে।

  • |
Google Oneindia Bengali News

ICF Railway Recruitment 2022, Integral Coach Factory (ICF) Railway Recruitment 2022 Notification: চাকরির বাজারে বড় খবর। যারা এই মুহূর্তে চাকরি খুঁজছেন তাঁদের কাছে অবশ্যই জরুরি এই প্রতিবেদন। ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি, ICF চেন্নাই'তে ব্যাপক নিয়োগ করা হবে।

অ্যাপ্রেন্টিস পদের জন্যে এই নিয়োগ করা হবে। ইতিমধ্যে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তা দেখে শীঘ্রই যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে বলা হয়েছে। করোনা'র কারণে দীর্ঘদিন কর্মসংস্থানের বাজার তলার দিকে ছিল। পরিস্থিতি এখন অনেকটাই ঠিক। এই অবস্থায় সরকারি এবং বেসরকারি একাধিক ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। ফলে দেরি না করে দ্রুত আবেদনের কথা বলা হয়েছে।

অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে

অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে

গত ২৭ জুন এই সংক্রান্ত বিজ্ঞপ্তি ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি, ICF-এর তরফে জারি করা হয়। তবে আগামী ২৬ জুলাই থেকে এই শূন্যপদের জন্যে আবেদন প্রক্রিয়া শুরু হবে। তবে এজন্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আর তা করতে হলে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তা করতে হবে। লিঙ্কটি হল- pb.icf.gov.ইন-। তবে আবেদনের আগে অবশ্যই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে। এজন্যে এই লিঙ্কে - https://pb.icf.gov.in/act/notification.pdf- ক্লিক করতে হবে।

৮৭৬ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ

৮৭৬ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ

মোট ৮৭৬ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। তবে এই পদের জন্যে নুন্যতম শিক্ষাগত যোগ্যতা, নুন্যতম বয়সীমা, আবেদন প্রক্রিয়া সংক্রান্ত সমস্ত তথ্য এই প্রতিবেদনে আলোচনা করা হল-

শিক্ষাগত যোগ্যতা-

শিক্ষাগত যোগ্যতা-

অঙ্ক এবং বিজ্ঞান নিয়ে নুন্যতম পড়াশুনা থাকতে হবে আবেদনকারীর। এছাড়া এই বিষয়ে নুন্যতম ক্লাস ১০ পাশ করতেই হবে। পদগুলির জন্য ন্যাশানাল ডেট সার্টিফিকেট প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানিয়ে ইতিমধ্যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তা জেনেই আবেদন করুন।

আবেদনকারীর বয়সসীমা-

আবেদনকারীর বয়সসীমা-

এই পদের জন্যে আবেদন করতে হলে নুন্যতম আবেদনকারীর বয়স ১৫ হতেই হবে। তবে সর্বোচ্চ ২৪ বছর পর্যন্ত আবেদন করা যাবে বলে মনে করা হয়েছে। এছাড়াও, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে বেশ কিছু ছাড়পত্র দেওয়া হয়েছে ।

কীভাবে আবেদন করবেন?

কীভাবে আবেদন করবেন?

সবার প্রথম সরকারি ওই ওয়েবসাইট অর্থাৎ pb.icf.gov.ইন-এ ক্লিক করতে হবে। এরপর সংশ্লিষ্ট ওই পোর্টালে লগ ইন করতে হবে। এরপর ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি ভালো ভাবে পড়ে নিতে হবে। আর তা পরেই আবেদন পত্র ভরতে হবে। ছবি এবং প্রয়োজনীয় নথি সাবমিট করতে হবে। এরপর আবেদন শুল্ক ১০০ টাকা জমা দিতে হবে। এরপর আবেদন করতে হবে।

English summary
Recruitment starts in ICF Railway, one can apply till 26th July, know the details
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X