Railway jobs 2021: ক্লাস ১০ এবং ১২ পাশে ভারতীয় রেলে একাধিক নিয়োগের বিজ্ঞপ্তি, শেষ তারিখ ৩১ ডিসেম্বর
বেশ কয়েকটি পদের জন্যে নিয়োগ হতে চলেছে ভারতীয় রেল। ইস্ট কোস্ট গার্ড রেলওয়ে এই (Railway jobs 2021) নিয়োগ করতে চলেছে। ফার্মাসিস্ট সহ একাধিক পদের জন্যে এই নিয়োগ হতে চলেছে। এই সমস্ত পদের জন্যে ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
অনলাইনের মাধ্যমে এই পদের জন্যে আবেদন করা যাবে। তবে আবেদনের আগে অবশ্যই ভালো করে রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তিটি পড়ে নিন। এরপরেই যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের আবেদনের কথা বলা হয়েছে।

অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। অ
এই পদের জন্যে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। অনলাইনের আবেদন করতে হলে মেল করার (Railway jobs 2021) কথা বলা হয়েছে। ইস্ট কোস্ট গার্ড রেলওয়ে মেইল আইডিটি হল- cms_sdp@sbp.railnet.gov.in। বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে এই মেল আইডিতে আবেদন পাঠানোর কথা বলা হয়েছে।
তবে রেলের তরফে বিজ্ঞপ্তিটি দেখতে হলে এই লিঙ্কে https://eastcoastrail.indianrailways.gov.ইন/uploads/files/1638871273251-Notification- ক্লিক করে দেখতে হবে। বিজ্ঞপ্তি সমস্ত তথ্য দেওয়া হয়েছে।

১৪টি পদের জন্যে এই নিয়োগ
বিজ্ঞপ্তি অনুযায়ী ১৪টি পদের জন্যে এই নিয়োগ করতে চলেছে ইস্ট কোস্ট গার্ড রেলওয়ে। ফার্মাসিস্ট সহ একাধিক পদের জন্যে এই নিয়োগ হতে চলেছে। তবে কোন পদে কত নিয়োগ তা বিজ্ঞপ্তিতে স্পষ্ট ভাবে বলা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী নার্সিং অধিক্ষকের পদের জন্যে চারটি শূন্যপদ রয়েছে। ফার্মাসিস্ট পদের জন্যে দুটি শূন্যপদ রয়েছে। হসপিটাল অ্যাটেডেন্স পদের জন্যে বিজ্ঞপ্তি অনুযায়ী চারটি পদের জন্যে শূন্যপদ রাখা হয়েছে। হাউস কিপিং অ্যাসিস্ট্যান্ট পদের জন্যে চারটি শূন্যপদ। ফলে দেরি না করে এখনই আবেদনের কথা বলা হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা
বেশ কয়েকটি পদের জন্যে এই নিয়োগ হতে চলেছে। নার্সিং অধিক্ষক পদের জন্যে আবেদনকারীকে নার্সিং ডিগ্রি থাকতেই হবে। যে কোনও মান্যতাপ্রাপ্ত জায়গা থেকে এই ডিগ্রি পেতে হবে আবেদনকারীকে। ফার্মাসিস্ট পদের জন্যে আবেদনকারীকে নুন্যতম ক্লাস ১২ পাশ করতেই হবে। পাশাপাশি ফার্মাসিস্ট ডিপ্লোমা থাকতেই হবে। হসপিটাল অ্যাটেন্ডেন্স এবং হাউস কিপিং অ্যাসিস্ট্যান্ট পদের জন্যে আবেদনকারীকে ক্লাস ১০ পাশ করতেই হবে। না হলে বাতিল হতে পারে আবেদন।

আবেদনের বয়সসীমা
এই পদের জন্যে আবেদনকারীর নুন্যতম (Railway jobs 2021) বয়স হতে হবে ১৮ বছর। তবে সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত এই পদের জন্যে আবেদন করতে পারবেন আবেদনকারী। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে অবশ্যই ভালো করে বিজ্ঞপ্তিটি পড়ে নিন।

জরুরি তথ্য
এই বিষয়ে রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে বিস্তারিত ভাবে বলা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারীকে ইন্টারভিউয়ের মাধ্যমে বেছে নিতে হবে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে সরকারি ওয়েবসাইট- eastcoastrail.indianrailways.gov.in ক্লিক করে বিস্তারিত জানুন। তবে মনে রাখতে হবে আবেদন ৩১ ডিসেম্বর ২০২১ সালের মধ্যেই পৌঁছতে হবে আধিকারিকের কাছে। না হলে বাতিল হতে পারে আবেদন।