For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Railway GDMO Recruitment 2021: কোনওরকম পরীক্ষা ছাড়াই রেলওয়েতে চাকরির সুযোগ, রইল বিস্তারিত

ধীরে ধীরে ফের একবার দেশে তৈরি হচ্ছে চাকরির বাজার। খুলে যাচ্ছে কর্মসংস্থানের দিশা। শুধু বেসরকারি ক্ষেত্রেই নয়, সরকারি বিভিন্ন সংস্থাতেও কর্মসংস্থান তৈরি হচ্ছে । করোনা পরিস্থিতিতে গত দুবছর ধরে আটকে ছিল সমস্ত নিয়োগ। চাকরির

  • |
Google Oneindia Bengali News

ধীরে ধীরে ফের একবার দেশে তৈরি হচ্ছে চাকরির বাজার। খুলে যাচ্ছে কর্মসংস্থানের দিশা। শুধু বেসরকারি ক্ষেত্রেই নয়, সরকারি বিভিন্ন সংস্থাতেও কর্মসংস্থান তৈরি হচ্ছে । করোনা পরিস্থিতিতে গত দুবছর ধরে আটকে ছিল সমস্ত নিয়োগ। চাকরির বাজারে কার্যত ধস নামে।

কিন্তু করোনা পরিস্থিতি স্বাভাবিক হতেই তৈরি হচ্ছে কজাজের বাজার। আর সেদিকে তাকিয়ে বড়সড় কাজের সুযোগ। পূর্ব-মধ্য রেলওয়েতে জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার পদের জন্যে নিয়োগ হতে চলেছে। ইতিমধ্যে রেলের তরফে (Railway GDMO Recruitment 2021) বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে।

আবেদনের জন্যে পোর্টালটি খুলে দেওয়া হবে।

আবেদনের জন্যে পোর্টালটি খুলে দেওয়া হবে।

অনলাইনের মাধ্যমে এই শূন্যপদে আবেদন করা যাবে। আগামী ২২ নভেম্বর থেকে এই পদের জন্যে আবেদন করা যাবে। সকাল সাড়ে ১০ টা থেকে আবেদনের জন্যে পোর্টালটি খুলে দেওয়া হবে। ইতিমধ্যে রেলের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আবেদনকারীরা সরাসরি //ecr.indianrailways.gov.in/cris//uploads/files -এই লিঙ্কে ক্লিক করে নোটিফিকেশনটি দেখে নিতে পারবেন। তবে এই পদের নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীকে কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না।

কতগুলি পদের জন্যে হবে নিয়োগ

কতগুলি পদের জন্যে হবে নিয়োগ

বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার পদের জন্যে এই নিয়োগ করা হবে। শূন্যপদের সংখ্যা মাত্র পাঁচটি।

শিক্ষাগত যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা

এই পদের জন্যে আবেদনের জন্যে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতা। বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারীকে দেশের যে কোনও মান্যতা প্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রি করতে হবে। শুধু তাই নয়, আবেদনকারীকে থাকতে এমডি কিংবা এমএস ডিগ্রি । এছাড়াও আরও বেশ কিছু শর্ত নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। ফলে অবশ্যই আবেদনের আগে রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তিটি পড়ে নিন।

বয়সসীমা

বয়সসীমা

ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা এই পদের জন্যে আবেদন করতে পারেন। রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারীর বয়স কখনও ৬৭ বছরের বেশি হওয়া চলবে না। আবেদনকারীকে এজন্যে কোনও পরীক্ষা দেওয়ার প্রয়োজন হবে না। ইন্টারভিউয়ের মাধ্যমেই যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।

জরুরি তথ্য

জরুরি তথ্য

Railway GDMO Recruitment 2021। চাকরির বাজারে নিঃসন্দেহে বড় খবর। তবে আবেদনের আগে জরুরি কয়েকটি তথ্য

ইন্টারভিউয়ের তারিখ- ২২ নভেম্বর ২০২১

সময় - সকাল ১০টা থেকে

স্থান - কেন্দ্রীয় সুপার স্পেশালিটি হাসপাতাল। পূর্ব-মধ্য রেলওয়ে। পাটনা। বিহার।

English summary
Railway GDMO Recruitment 2021: scope of recruitment without examination
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X